Ticker

6/recent/ticker-posts

সর্বজনগ্রহনযোগ্য স্লোগান ‘জয় বাংলাদেশ’ -শেখ জাকের আহসান, সভাপতি- বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, যুক্তরাষ্ট্র



সর্বজনগ্রহনযোগ্য স্লোগান  ‘জয় বাংলাদেশ’ 

বা- শুভ বাংলাদেশ শুভ বিশ্ব মানবতা, 
বা-বাংলাদেশ দীর্ঘজীবি হোক,  
বা-বাংলাদেশ মানবতার রাষ্ট্র হোক, 
বা- বাংলাদেশ নিরাপদ হোক, 
বা- বাংলাদেশের কল্যাণ হোক, 
বা- স্রষ্টার করুনা হোক বাংলাদেশের জন্য, 
বা- শান্তিময় হোক বাংলাদেশ, বা- নিরাপদ হোক বাংলাদেশ, 
বা- স্রষ্টার করুনা হোক বাংলাদেশ ও সমগ্র  মানবমন্ডলীর জন্য -

বলুন, 
এক দলীয় অযৌক্তিক মতবাদ ‘জয় বাংলা’ নয়। 

রাষ্ট্রীয় স্লোগান হিসেবে ‘জয় বাংলা’ এর পরিবর্তে ‘জয় বাংলাদেশ বা উপরোক্ত যে কোনো সর্বজনীন শুভ কামনামূলক যে কোনো একটা গ্রহণ করার জন্য জনগণের প্রতি ও সর্বোচ্চ আদালতের প্রতি বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ এর আবেদন- 

১.  বাংলা বলতে বাংলাদেশ বুঝায় না।
২.  এই রাষ্ট্রের নাম বাংলাদেশ, এই রাষ্ট্রের নাম বাংলা নয়।
৩.  বাংলা বললে রাষ্ট্র বাংলাদেশ বুঝায় না।
৪.  বাংলা একটা ভাষার নাম, রাষ্ট্রের নাম নয়। 
৫.  এটা চাপিয়ে দিলে বাংলাদেশ রাষ্ট্রের নাম ও চরিত্র ধ্বংস হয়ে যাবে।
৬.  বাংলা ভাষায় কথা ইন্ডিয়া তথা পশ্চিম বাংলা ও অনেক দেশে বলে।
৭.  বাংলাদেশের জয় চাইলে জয় বাংলাদেশ বলতে হবে।
৮.  জয় বাংলা একটা মতবাদ প্রতিফলন ঘটায়।
৯.  বর্তমান প্রেক্ষাপটে জয় বাংলা স্লোগান বাংলাদেশ বা বাংলা ভাষাও  বুঝায় না, সরাসরি আওয়ামী লীগ বুঝায়।
১০.  “জয় বাংলা” এটা একটা উগ্র জাতীয়তাবাদ, যা মানবিক ভ্রাতৃত্ব নষ্ট করে মানুষেরর মধ্যে বর্ণবাদি বিদ্বেষ ও ভাষাগত সাম্প্রদায়িকতা তৈরি করে।
১১.  বাংলাদেশে বহু মতপথ ও বহু ভাষাভাষি লোক বাস করে।
১২.  এটা চাপিয়ে দিলে সংবিধান বিরোধী হয়ে যাবে, কারণ সংবিধান মোতাবেক রাষ্ট্র এক দলীয় বা এক মতবাদ বা এক ভাষা ভিত্তিক নয়। 
১৩.  এটা জনগনের উপর চাপিয়ে দিলে গণতন্ত্র বিরোধী হয়ে দাড়াবে।
১৪.  এটা রাষ্ট্রের উপর চাপিয়ে দিলে রাষ্ট্রবিরোধী হয়ে দাড়াবে।
১৫.  এটা চাপিয়ে দিলে সবার বিশ্বাসের উপর আঘাত ও
অধিকার লঙ্ঘন এবং মানবাধিকার হরণ হয়ে যাবে।
১৬.  এটা রাষ্ট্র ও জনগণের উপর দলীয় মতবাদ চাপিয়ে দেওয়া।
১৭.  এটা একটা দলীয় মতবাদের স্লোগান, যা দলের বাইরে বা অন্য দলের মানুষের উপর জবরদস্তি চাপিয়ে দেয়া ভয়ংকর অন্যায় ও জীবনের  স্বাধীনতা বিধ্বংসী  স্বৈরতা।
১৮.  এটা সর্বজনীন নয়, রাষ্ট্রীয়ও নয়।
১৯.  দলীয় সংঘাত ও রাজনৈতিক সন্ত্রাসে ব্যবহারের কারণে জনগণ এই স্লোগানে আতংক বোধ করে।
২০.  একক গোষ্ঠীবাদি রাজনৈতিক চেতনার প্রতিফলনের কারণে দেশের অধিকাংশ জনগণ এই দলীয় স্লোগান প্রত্যাখ্যান করে।
২১.  দেশের শতাধিক রাজনৈতিক দলের একটা দল ব্যতিরেকে কেউ এই স্লোগান ব্যবহার করে না।
২২.  এটি কেবল একটা দলের মতবাদ প্রতিফলিত করে এবং এই স্লোগান শুনলে জনগণ ঐ দলের অনুষ্ঠান বা নির্বাচনী স্লোগান মনে করে। 
২৩.  এটা চাপিয়ে দিলে রাষ্ট্র স্বৈরতান্ত্রিক হয়ে যাবে।
২৪.  এই স্লোগান বাধ্যতামূলক করা হলে জনগণের মতপথের স্বাধীনতা রূদ্ধ হবে এবং অন্য সকল মতপথের অস্তিত্ব বিনষ্ট হবে।
২৫.  এটা বাধ্যতামূলক চাপিয়ে দিলে মুক্তিযুদ্ধের মাধ্যমে জীবনের মুক্তির স্বপ্ন ও চেতনা এবং জীবনের স্বাধীনতার চেতনা ও একক গোষ্ঠী বা একক মতপথের স্বৈরতামুক্ত বহুমাত্রিক রাষ্ট্রের লক্ষ্য নস্যাৎ হয়ে যাবে।
২৬.  আদালতের মাধ্যমে এটা চাপিয়ে দিলে ন্যায় বিচার লঙ্ঘিত হবে এবং আদালতের উপর জনগনের আস্থা ও আদালতের দল-নিরপেক্ষ মর্যাদা বিনষ্ট হবে।

দলীয় মতবাদের স্লোগান রাষ্ট্রীয় স্লোগান ঘোষণা করা অন্যায়, অবৈধ ও অগণতান্ত্রিক যা যেই বলুক জনগণ কখনোই মানবেন না। দলীয় মতবাদের স্লোগান রাষ্ট্রীয় স্লোগান ঘোষণা করা রাষ্ট্রকে দলীয় গোষ্ঠীবাদি গোষ্ঠীকরণ করা যা সংবিধান পরিপন্থী। বিভিন্ন দ্বন্দ্ব সংঘাত ও বিরোধী পক্ষের উপর সন্ত্রাসী হামলায় ব্যবহারের মাধ্যমে জয় বাংলা ইদানিং ভয়ংকর আতংকজনক স্লোগানে পরিণত করা হয়েছে। জয় বাংলা নয়, জয় বাংলাদেশ বলুন; গোষ্ঠীবাদি স্বৈরতা থেকে জনগণের স্বাধীন অস্তিত্ব ও রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্র রক্ষা করুন। 

জয় বাংলাদেশ, জয় বিশ্ব মানবতা।
 
*সর্বজনীন মানবতার মানবতার রাজনীতির প্রবর্তক ও মানবতার রাষ্ট্রের প্রবর্তক,
বিশ্ব ইনসানিয়াত বিপ্লব (World humanity revolution)
এর প্রতিষ্ঠাতা-
 আল্লামা ইমাম হায়াত এর দিশার ভিত্তিতে
শেখ জাকের আহসান, সভাপতি-
বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, যুক্তরাষ্ট্র
(World humanity revolution, USA)।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ