পোস্টগুলি

2017 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আত্মা ও জীবনের মুক্তির পথ ও দিশা আপনার মাধ্যমেই পেয়েছি হে আল্লামা ইমাম হায়াত -শরীফ মৃর্ধা ।

ছবি
# আত্মা_ও_জীবনের_মুক্তির_পথ_ও_দিশা_আপনার_মাধ্যমেই_পেয়েছি_হে_আল্লামা_ইমাম_হায়াত । ★★★ সমগ্র দুনিয়াব্যাপী অসংখ্য পীর - মাশায়েখ আছেন যাদের প্রচেষ্টা ও দোয়ার বরকতে আমাদের আত্নায় সুন্নী শব্দটা বেঁচে আছে ,, সুন্নী আলেমদের ওয়াজ মাহফিলের কারণে আমরা প্রিয়নবীর শান শুনতে পাচ্ছি কিন্তু বিশুদ্ধ সুন্নীয়ত , পূর্ণাঙ্গ সুন্নীয়ত , কারবালার সুন্নীয়ত , গাউসে পাক খাজাবাবার সুন্নীয়ত আজ কোথায়?? যে সুন্নীয়ত সব বাতেল থেকে মুক্ত,,,, যে সুন্নীয়ত ভাই বোন সবাইকে নিয়ে আধ্যাত্নিক ও রাজনৈতিক সব দিকে পবি ত্র কলেমার শিক্ষাকে অনুসরণ করে চলে ,,,, যে সুন্নীয়ত বদর ওহুদ কারবালার চেতনায় বিশ্বাসী ।  ★★★ আজ সমগ্র দুনিয়ায় যে সুন্নীয়ত আমরা দেখতে পাচ্ছি তা হচ্ছে অরাজনৈতিক সুন্নীয়ত অথবা বস্তুবাদের দালালির সুন্নীয়ত (নাউযুবিল্লাহ) , যদি তা না হত তাহলে মুলুকিয়ত কবুল করে কি ভাবে সুন্নী দাবি করছে ? স্বৈরশাসকের সাথে জোট করে কি ভাবে সুন্নী দাবি করছে । ★★★ আজ যে সুন্নীয়ত দেখতে পাচ্ছি তা তো অপূর্ণাঙ্গ সুন্নীয়ত (নাউযুবিল্লাহ) ,যদি তা না হত তাহলে মা বোনদেরকে বাদ দিয়ে কি ভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে শুধ

ইমাম হায়াত আলাইহি রাহমার দিশার পূর্বে ও পরে - লেখেছেন আকাশ মোকাররম ।

ছবি
ইমাম হায়াত আলাইহি রাহমার দিশার পূর্বে ও পরে - আকাশ মোকাররম । ==================================== ১/ ইমাম ইমাম আলাইহি রাহমার আগে খেলাফত ও মুলুকিয়তের কোন ব্যাখ্যা আমরা কোন সুন্নী আলেম ওলামা থেকে পাইনি বরং মুলুকিয়তের মধ্যে সবাই ডুবন্ত সেখান থেকে খেলাফত ও মুলুকিয়তের সুস্পষ্ট ব্যাখ্যা বিশ্লেষণ আমরা পেয়েছি ইমাম হায়াত থেকে এবং মুলুকিয়ত উৎখাত করে খেলাফতে রুপরেখায় সমগ্র মানবমন্ডলীকে উদ্ধার ও মুক্তির রুপরেখা দিয়েছেন ইমাম হায়াত। ২/ ইমাম হায়াত আলাইহি রাহমার পূর্বে অরাজনৈতিক হওয়াকে তথা বাতেলের রাষ্ট্র মুলুকিয়তকে সুন্নীয়ত বলে চালিয়ে দেয়া হয়েছিল কিন্তু ইমাম হায়াত আলাইহি রাহমা আমাদের শিখিয়েছেন অরাজনৈতিক হওয়া আত্মঘাতী ও কলেমা দ্বীনকে অস্বীকার করা, বাতেলের হুকুমতকে মেনে নেওয়া এবং জীবন জগত সবকিছু বাতেলের হাতে তুলে দেওয়া যা মূলত তাওহীদ রেসালাতের বিরুদ্ধাচরণ। কোন সুন্নী অরাজনৈতিক হতে পারেনা। ৩/ ইমাম হায়াত আলাইহি রাহমার পূর্বে বাতেলের রাষ্ট্র কবুল করা, বাতেলের রাজনীতি করা, বাতেলের সাথে জোটবদ্ধ হওয়াকে সুন্নীয়ত বলে চালিয়ে দেয়া হয়েছিল কিন্তু ইমাম হায়াত আমাদের শিখিয়েছেন সুন্নীয়ত পূর্

আমরা ঈদে আজমের জুলুস, মাহফিল কি জন্য করি বাতেল উৎখাতের জন্য না কায়েমের জন্য - আকাশ মোকাররম ।

ছবি
আমরা ঈদে আজমের জুলুস, মাহফিল কি জন্য করি বাতেল উৎখাতের জন্য না কায়েমের জন্য? আসুন আত্ম বিশ্লেষণ করি। ====================================== সারা পৃথিবীতে লক্ষ কোটি ঈদে আজমের জুলুস, মাহফিল, প্রোগ্রাম হচ্ছে। বড় বড় জুলুস হচ্ছে মাহফিল হচ্ছে আর অপরদিকে দ্বীন মিল্লাত মানবতার সংকট ততবেশি খারাপ হচ্ছে, বাতেলের সংখ্যা দিন দিন বাড়ছে, সুন্নীয়ত আরো কোণঠাসা হচ্ছে, আমাদের ভাইবোন উপর জুলুম শোষণ নির্যাতন পাশবিকতা আরো বাড়ছে, দেশে দেশে উদ্বাস্তু হচ্ছে কিন্তু কেন? কারণ এইসব প্রোগ্রাম জুলুস মাহফিল অধিকাংশই লক্ষ্য উদ্দেশ্যবিহীন নিছক আনুষ্ঠানিকতা হিসেবে উদযাপন করা হচ্ছে। ঈদে আজমকে নিছক গতানুগতিক অন্যান্য দিবসের মত একদিনের আনুষ্ঠানিকতায় পরিণত করা হয়েছে। লক্ষ্য উদ্দেশ্য বাদ দিয়ে নিছক সোয়াবের উপলক্ষ্য, প্রদর্শনী বা আত্মপ্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। গতানুগতিক সেই এক আলোচনাই বারবার করা হচ্ছে যার দ্বারা মিল্লাত মানবতার মুক্তি আসছেনা বা আসবেনা। এর চেয়ে পরিতাপের বিষয় এই যে যাদের বিরুদ্ধে ঈদে আজম, যাদের উৎখাত করার জন্য ঈদে আজম তাদের ধারকদের নিয়ে তাঁদের প্রধান অতিথি করে তাদের নেতৃত

পর্তুগালের লিসবনে বিশ্ব সুন্নী আন্দোলনের মহান ঈদে আজম প্রাণপণে স্বাগতম আলোচনা সভা ও সমাবেশ

ছবি
পর্তুগালের লিসবনে বিশ্ব সুন্নী আন্দোলনের মহান ঈদে আজম প্রাণপণে স্বাগতম আলোচনা সভা ও সমাবেশ । এমডি রিয়াজ হোসেন,পর্তুগাল (লিসবন) থেকেঃ দয়াময় আল্লাহ তাআলার নূর ও রাসুল, মানব জীবনে সত্য ও জ্ঞান এব ং জীবনের সকল আলোকমার উৎস, সকল মিথ্যা-মূর্খতা-আঁধার-অশুভ-অকল্যাণ-অপশক্তির বিণাশ থেকে মুক্তির উৎস মহান প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুনিয়া মহা কল্যাণময় শুভাগমন ঈদে আজম উদযাপন উপলক্ষ্যে বিশ্ব সুন্নী আন্দোলন পর্তুগাল শাখার উদ্যোগে লিসবন-এর রাধুনী রেস্টুরেন্ট হলে এক একাডেমীক কনফারেন্স ও সালাতুসালাম মাহফিল অনুষ্ঠিত হয়। বিশ্ব সুন্নি আন্দোলন-এর প্রতিষ্ঠাতা এবং সার্বজনীন-মানবিক রাষ্ট্র ব্যবস্থা ও বিশ্ব ব্যবস্থা “বিশ্ব ইনসানিয়াত বিপ্লব”-এর প্রবর্তক আল্লামা ইমাম হায়াত-এর দিকনির্দেশনায় মোঃ সোহাগ মুন্সী-র সভাপতিত্বে ও মোঃ নাজিম উদ্দিন এর পরিচালনায় কনফারেন্স-এ বক্তব্য রাখেন সংঘটনের পর্তুগাল শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও কমিউনিটির অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজধানী লিসবনের সিটি কাউন্সিলর রানা তসলিম উদ্দিন।  সত্য ও মানবতা এবং জীবনের জন্য প

ঈদে আজম কি ও কেন ঈদে মিলাদুন্নবী এর পরিবর্তে ঈদে আজম বলব?- আকাশ মোকাররম

ছবি
ঈদে আজম কি ও কেন ঈদে মিলাদুন্নবী এর পরিবর্তে ঈদে আজম বলব? =================================================== শানে রেসালাত সালাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্ লাম আমাদের ঈমান। শানে রেসালাতের শান মান হেফাজত সব ঈমানদারের ঈমানী দায়িত্ব। শানে রেসালাতে বেয়াদবি ঈমানী অস্তিত্বের উপর আঘাত। তাই নিজেদের ঈমানী অস্তিত্বের সুরক্ষায় ও শানে রেসালাতের শান মান সমুন্নত রাখা প্রত্যেক মুমিনের সর্বোচ্চ দায়িত্ব ও আমানত। শানে রেসালাতের বিভিন্ন শান, সিফাত, শর্ত, বৈশিষ্ট্য যেমন, আল্লাহর নূর, হাজির-নাজির, এলমে গায়েব, হায়াতুন্নবী, সালাতু সালাম ইত্যাদি অস্বীকারের সাথে সাথে শানে রেসালাতে বেয়াদবি করার জন্য বর্তমানে শানে রেসালাতের দুশমন মানবতার দুশমন ওহাবী, সালাফী, মওদুদী, শিয়া, কাদিয়ানী, ইত্যাদি বাতেল মতবাদের ধারকরা সবসময় চেষ্টা করছে শানে রেসালাতে ব্যবহৃত বিভিন্ন শব্দ মোবারককেও অপব্যাখ্যা করার। তারই অংশ হিসেবে তারা ঈদে মিলাদুন্নবী এই শব্দেরও অপব্যাখ্যা করে রেসালাতের শানে চরম ধৃষ্টতাপূর্ণ বেয়াদবি করছে। যেমন বর্তমানে বাতেলরা ঈদে মিলাদুন্নবী এই শব্দের আভিধানিক অর্থ জন্ম-মৃত্যু নিয়ে রেসালাতের

বিশ্ব সুন্নী আন্দোলন কেবল পার্টি বা সংগঠন নয়, বিশ্ব সুন্নী আন্দোলন ইসলাম তথা আহলে সুন্নাতের নির্ভেজাল-বিশুদ্ধ-পূর্ণাঙ্গ ধারা - Azad Khan Mirsarai

ছবি
বিশ্ব সুন্নী আন্দোলন কেবল পার্টি বা সংগঠন নয়, বিশ্ব সুন্নী আন্দোলন ইসলাম তথা আহলে সুন্নাতের নির্ভেজাল-বিশুদ্ধ-পূর্ণাঙ্গ ধারা। বিশ্ব সুন্নী আন্দোলন ১৪শ বছরের সত্ যের চিরন্তন ধারা। বিশ্ব সুন্নী আন্দোলন ঈদে আজম এর আলোকধারা। বিশ্ব সুন্নী আন্দোলন শাহাদাতে কারবালার রক্তেভেজা আমানত। বিশ্ব সুন্নী আন্দোলন ঈমান বুঝার University বিশ্ব সুন্নী আন্দোলন কালেমা বুঝার University বিশ্ব সুন্নী আন্দোলন সত্য বুঝার University বিশ্ব সুন্নী আন্দোলন দ্বীন বুঝার University বিশ্ব সুন্নী আন্দোলন হক-বাতেল বুঝার University বিশ্ব সুন্নী আন্দোলন আলো-আঁধার বুঝার University বিশ্ব সুন্নী আন্দোলন প্রকৃত -পূর্ণাংগ সুন্নীয়ত বুঝার University কারণঃ বিশ্ব সুন্নী আন্দোলন ছাড়া কোথাও আমি ঈমানদার হিসেবে ঈমানী জাতীয়তা বলার বা লিখার শিক্ষা পাই নাই। বিশ্ব সুন্নী আন্দোলন এর আবির্ভাবের ১ মুহূর্ত পূর্বেও আমি জানতাম না আমার প্রাণের ঈদ - আমার অস্তিত্বের ঈদ মহান ঈদে আজম সম্পর্কে। বিশ্ব সুন্নী আন্দোলন এর আবির্ভাবের ১ মুহূর্ত পূর্বেও আমি জানতাম না মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহিদ দিবস শাহাদাতে কারব

আল্লাম ইমাম হায়াত এবং বিশ্ব সুন্নী আন্দোলন নিয়ে আকাশ মোকাররম ভাইয়ের আত্মসমালোচনা টি পড়েন ।

ছবি
  আল্লাম ইমাম হায়াত এবং বিশ্ব সুন্নী আন্দোলন নিয়ে আকাশ মোকাররম ভাইয়ের আত্মসমালোচনা টি পড়েন । ইমাম হায়াত আলাইহি রাহমা এবং বিশ্ব সুন্নী আন্দোলনের নাম শুনলেই সুন্নী নামধারী কতগুলো ধান্ধাবাজ মিথ্যাবাদী কাজ্জ্বাবদের মিথ্যাচার শুরু হয় উদ্দেশ্য সুন্নীরা যেন ইমাম হায়াতের সান্নিধ্যে এসে রিয়েল সুন্নীয়ত না বুঝে এবং নিজেদের ধান্ধাবাজি প্রতারণা টিকে থাকে। ইমাম হায়াত আলাইহি রাহমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার কারণ কি? ইমাম হায়াত আলাইহি রাহমা কি উনার লিখনি বক্তব্যে কখনো কোন ব্যক্তি দল সংগঠন বা কারো বিরুদ্ধে কিছু বলেছেন? কোন বাতেলের সাথে জোট করেছেন? সুন্নীয়তের বিপরীত বিরুদ্ধে কিছু বলেছেন? কোন পীর মাশায়েক দরবার খানকা মজলিশের বিরুদ্ধে বলেছেন? কোন দলিল কি কেউ দেখাতে পারবে? তাহলে কোন কারণে মিথ্যাচার মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে? তারা কারা তাদের লক্ষ্য উদ্দেশ্য কি? ইমাম হায়াত আলাইহি রাহমার বিরুদ্ধে সুন্নী নামধারী বাতেল ফ্রন্টের মিথ্যাচারের কারণগুলো দেখা যাক। কেন তারা মিথ্যাচার করেঃ ১/ ইমাম হায়াত আলাইহি রাহমার সান্নিধ্যে আসলে আর বাতেলের সাথে জোটবদ্ধ হওয়াকে বৈধ বলা যাবেনা এবং জোট ক

রহমত ও মুক্তির স্মারক মাহে রবিউল আওয়াল উপলক্ষে ইমাম হায়াতের শুভেচ্ছা বানী ।

ছবি
রহমত ও মুক্তির স্মারক মাহে রবিউল আওয়াল উপলক্ষে ইমাম হায়াতের শুভেচ্ছা বানী ।  দয়াময় আল্লাহতায়ালার পরম রহমত নাজিল এবং দুনিয়ায় সত্য ও মুক্তির সূর্য্যোদয় প্রানাধীক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহান শুভাগমনের স্মারক ঈদে আজমের মাস রবিউল আওয়ালের উদয় উপলক্ষে বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্টাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক -ইমাম হায়াত দয়াময় আল্লাহতায়ালার দরবারে শোকরিয়ার সাথে সকলকে মোবারকবাদ জানিয়েছেন ।  দয়াময় আল্লাহতায়ালার সম্পর্ক ও দোজাহানের নাজাতের সাথে এ উপলক্ষকে একাকার উল্লেখ করে প্রদত্ত এক বিবৃতিতে ইমাম হায়াত বলেন দয়াময় আল্লাহতায়ালা ও তার প্রিয়তম হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রেম ও নৈকট্য সাধনা এবং সত্য ও মানবতার মুক্তির সাধনা অবিচ্ছিন্ন বিষয় । তিনি বলেন, সত্য ও মানবতার বিজয়ের সাধনায় এবং মিথ্যা-মূর্খ্যতা-আধার-বিনাশের ধারক সকল অপশক্তির গ্রাস থেকে উদ্ধারের সাধনায় প্রানাধীক প্রিয়নবীর মহান শুভাগমনের যথার্থ লক্ষ্য ও উদ্দেশ্যে এ মাসের সব ঈমানী কর্মসূচী উদযাপন করতে হবে ।  মানবতার মুক্তি সাধনায় অবিচ্ছদ্য এ মহান উপলক্ষে দুনিয়ায় প্রানাধীক প্রিয়নবী সাল্লাল্ল

Sayeed Abdul Qayum Al-Hossainy হুজুর এর পোষ্টে সম্মানিত Allama Raihan Rahbar ভাইয়ার কম্মেন্টঃ

ছবি
Sayeed Abdul Qayum Al-Hossainy হুজুর এর পোষ্টে সম্মানিত Allama Raihan Rahbar ভাইয়ার কম্মেন্টঃ খুবই ভালো কথা যদি ইসলামের ছদ্মনামধারী বাতিল ফেরকা থেকে মুক্ত থাকেন। ইসলামের ছদ্মনামধারী বাতিল ফেরকা থেকে মুক্ত থাকা অবশ্যই ঈমান রক্ষার একটি দিক কিন্তু শুধু বাতিল ফেরকা থেকে মুক্ত থেকে ঈমান রক্ষা সম্ভব নয় যদি আমরা নাস্তিক্যউদ্ভুত কুফরী বস্তুবাদী মতবাদের অনুসারী অংশ হই- কলেমা কারবালা খেলাফতের বিপরীতে মুলুকিয়তের সমর্থক হই- বস্তুবাদী মতবাদকে ভোট দিয়ে বাতিল জালিম অপশক্তির মুলুকিয়তের কাঠামো টিকিয়ে রাখতে এবং হকের অগ্রযাত্রা রুদ্ধ করার এজিদবাদি চক্রান্তের সহযোগি হই। অভিশপ্ত এজিদকে যদি আমরা মুসলিম বলি তাহলে ৭২ বাতিল ফেরকা একসাথে করা হয়। এক বাতিলের বিরোধিতা করে আরেক বাতিলের অংশ হয়ে যাওয়া এবং হকের একদিকে কথা বলে আরেক দিক বাদ দেয়া যেমন রাজনৈতিক দিক খেলাফতে ইনসানিয়াত বাদ দিয়ে বিপরীত দিক অনুসারী হওয়া এ যুগে আমরা সুন্নীদের তথা সুন্নীয়তের বিপর্যয়ের অন্যতম প্রধান কারণ। ধন্যবাদ ওয়াস সালাম । উপরের কম্মেন্ট পড়ে প্রশ্নকারি Sayeed Abdul Qayum Al-Hossainy হুজুরের প্রশ্ন করলেনঃ - মুহতারাম , স্ব

শরীফ মির্ধা ভাইয়ের আত্মসমালোচনা টি পড়েন - আল্লামা ইমাম হায়াত আমাদের বিবেকের দরজা খুলে দিয়েছেন।

ছবি
#আল্লামা_ইমাম_হায়াত আলাইহি রাহমা আমাদের_বিবেকের_দরজাা_খুলে_দিয়েছেন । ★★★ যারা প্রানের ভূমিকে কোন নামে ডাকবে তা জানেনা তারা কি ভাবে সুন্নী হয় ? যারা খারেজী ওহাবী রাজনীতি এবং সুন্নী রাজনীতির পার্থক্য জানেনা তারা কি ভাবে সুন্নী হয় ? তাওহীদ ভিত্তিক ও রেসালাত কেন্দ্রিক জীবনচেতনার বিপরীত গিয়ে যারা বস্তুবাদকেই পরম সত্য মনে করে তারা কি ভাবে সুন্নী হয় ? যারা মা বোনদেরকে ইসলাম থেকে তথা প্রিয়নবীর প্রেম থেকে দূরে রাখতে চাই তারা কি ভাবে সুন্নী হয় ? ★★★ আমরা পরগাছা হয়ে বাতেল দলমতকে সমর্থন করে যাব আর মুখে সুন্নী পবিত্র নাম উচ্চারন করব তা আর হবেনা । কারন মুসলিম মিল্লাতের মহান ইমাম "ইমাম হায়াত আলাইহি রাহমা" আমাদের নিকট সুন্দর ভাবে সত্য এবং মিথ্যাকে তুলে ধরেছেন ,,,হক - বাতেলের পার্থক্য তুলে ধরেছে । ★★★ মহান ইমাম "ইমাম হায়াত আলাইহি রাহমা" আমাদেরকে হকের প্রকৃত ধারা ও বাতেলের ধারা এবং দ্বীন মিল্লাতের সংকট ও সমাধান উপলব্ধি করে নিজের পথ খূঁজে পাওয়ার জন্য অন্ধত্ত্বমুক্ত স্বাধীন দৃষ্টিশক্তি যে প্রয়োজন তা দিয়েছেন । ★★★

"ঈদে আজম" থেকেও মোবারক শব্দ পেলে তা গ্রহণ করা ই প্রাণাধিক প্রিয়নবীর আপনত্ত্বের পরিচয় ।

ছবি
প্রাণাধিক প্রিয়নবীর শানে "ঈদে মিল্লাদুন্নবী" থেকে "ঈদে আজম" উত্তম এবং "ঈদে আজম" থেকেও মোবারক শব্দ পেলে তা গ্রহণ করা ই প্রাণাধিক প্রিয়নবীর আপনত্ত্বের পরিচয় । সুন্নীয়তের আপন তথা মহান রাহবারগণ একটা সময় পর্যন্ত প্রাণাধিক প্রিয়নবীর শানে "মিলাদ" শব্দটি ব্যবহার করেছেন এবং এখনও করছেন । "মিলাদ" শব্দটি সুন্নী ভাইবোনদের হৃদয়ে প্রাণাধিক প্রিয়নবীর প্রেমেরই বহিঃপ্রকাশ । কিন্তু এই সময়ে ওহাবী-শিয়া-মওদুদী তথা বাতেল ফেরকার অনুসারীরা "মিলাদ" শব্দের বিকৃত অর্থ প্রাণাধিক প্রিয়নবীর শানে সর্বত্র ব্যবহার করছে । যা প্রতিটি সুন্নী ভাইবোনদের হৃদয়ে আঘাত । বিভিন্ন অভিধানে "মিলাদ" শব্দের একাধিক অর্থ উল্লেখ আছে । যা সর্ব সাধারণের ক্ষেত্রে ব্যবহার করা হয় । মিলাদ, মাওলেদ ও মাওলুদ -এ তিনটি শব্দের আভিধানিক অর্থ হলো জন্মদিন-জন্মকাল-জন্মস্থান । বিখ্যাত "আল-মনজিদ" নামক আরবী অভিধানের ৯১৮ পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে "মিলাদ" অর্থ জন্মসময় । "মাওলেদ" অর্থ জন্মস্থান অথবা জন্মসময় । "মাওলুদ" অর্থ ছোট

বিশ্ব সুন্নী আন্দোলন ও প্রচলিত সুন্নীয়াত নিয়ে আরফাত হোছাইন এর আত্মসমালোচনা টি দেখেন ও পড়েন ।

ছবি
সুন্নীয়ত নিয়ে নিজের মন্তব্যঃ কাউকে খুশি করার জন্য কিংবা কাউকে কষ্ট দেওয়ার জন্য আমি সুন্নী আন্দোলন করি না। আমি সুন্নী আন্দোলন করি এই জন্য যেঃ আমার আত্নার পরিচয়, আমার জীবনের পরিচয়, পূর্নবার তুলে ধরেছেন আল্লামা ইমাম হায়াত আলাইহে রাহমা তাই আমি সুন্নী আন্দেলন করি। বিস্তারিত আলোচনাঃ আমি যখন থেকে বুঝি তখন থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনাকে ভালবেসে এসেছি। তবে এখনো ভালবাসি কারন আমার আপন সুন্নী সকল ভাইবোন। ২০০৭ সালে নভেম্বর মাসের ৪তারিখ আমি হেফজ বিভাগে ভর্তি হয়েছি, প্রায় চার বছর পর আল্লাহ ও রাসুলের রহমতে হেফজ সমাপ্ত করছি। ২০১২সাল একটি বছর বাড়ীর পাশে মাদ্রাসায় ৫ম শ্রেণীতে পড়েছি। আমাকে কোন দিন কোন ছাত্রসেনার কর্মী ভাইয়েরা ঈমান, দ্বীন, সুন্নীয়ত কিছুই বুঝালেন না তবে একদিন ছাত্রসেনার এক কর্মী আমাকে রাতের বেলায় একটি চিকা মারার জন্য বলেছে তবে ডাকার সময় আমাকে ডাকেনি। * শেষ পর্যম্ত সুন্নী কাকে বলে? * কি করলে সুন্নী হয়? * কার সাথে যুক্ত থাকলে সুন্নী হয়? * সুন্নীদের বিশ্বাস কী? * সুন্নীদের চেতনা কী? * সুন্নীয়তের দিশা কী

ইমাম হায়াতের দিশা দিকদর্শণের পূর্বে এ যুগে হক ও বাতিল পূর্ণাঙ্গ ভাবে তুলে ধরেছেন ? -আল্লামা রায়হান রাহবার ।

ছবি
  আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমার দিক নির্দেশনার প্রধানের পূর্বে কেউ কি সত্য তুলে ধরেছেন -আল্লামা রায়হান রাহবার ।  কলেমা উচ্চারণ করেও কলেমা শরীফের হাকীকত উপলব্ধি করা যায় না এবং কলেমার নূরানী বন্ধন ও সংযোগ হয় না তথা ঈমান লাভ হয় না- যদি কলেমার মর্মধারা ও চেতনার বিপরীত কোনো মত পথে অবস্থান হয় অথবা কলেমা দ্বীনের কোনো দিক বাদ দিয়ে বিপরীত দিক অনুসারী হয় । কলেমা শাব্দিকভাবে উচ্চারণ ও বাহ্যিকভাবে নামাজ ৭২টি বাতিল ফেরকা সবাই পড়ে, কিন্তু শুধু উচ্চারণ যেমন ঈমান নয় ঈমানের কোনো দিকে বিপরীতে থেকে কোনো আমল কবুল হয় না এমনকি প্রকৃত মুসলিম বা সুন্নী দাবিও করা যায় না। নাস্তিক্যউদ্ভুত বস্তুবাদী মতবাদের অনুসারী হয়ে কি ঈমান হয়? নামাজ হয়? বস্তুবাদী মতবাদ কি ঈমানের বিপরীত নয়? ইমাম হায়াত ছাড়া কেউ কি এ যুগে বস্তুবাদী মতবাদের বিরুদ্ধে একটি শব্দও বলেছেন? ঈমান ও বস্তুবাদ যে বিপরীত এ ব্যাখ্যা কি ইমাম হায়াত ছাড়া আর কেউ প্রমাণ করে তুলে ধরেছেন এবং উদ্ধারের উদ্যোগ নিয়েছেন? নাকি প্রায় সবাই বস্তুবাদী মতবাদের দালালি করেও আবার নামাজ পড়ছেন! ইসলামকে অরাজনৈতিক তথা অপূর্ণাংগ বলে কি ঈমান নামাজ হয়? মহামান্য

বিদ্বেষ বিভ্রান্তি অপবাদ মিথ্যাচার করে সুন্নীয়তের ক্ষতি ও সংহতি বিনষ্ট না করার আহবান ।

ছবি
বিদ্বেষ বিভ্রান্তি অপবাদ মিথ্যাচার করে সুন্নীয়তের ক্ষতি ও সংহতি বিনষ্ট না করার আহবান ।   ============================================================== ধর্মের নামে গোষ্ঠিগত ও দলীয় বিদ্বেষ সংঘাত তৈরি এবং অসৎ উদ্দেশ্যমূলক মিথ্যা অপবাদ রটানো ধর্ম বিরোধী ও অত্যন্ত ক্ষতিকর উগ্রবাদী অপরাধ। সম্প্রতি বিশ্ব সুন্নী আন্দোলন ও এর প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত সম্পর্কে স¤পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে জনসাধারণকে বিভ্রান্ত করার জঘন্য অপচেষ্টা পরিলক্ষিত হচ্ছে, এমনকি জাল করে ভূয়া ভিডিও করে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। বিভিন্ন উস্কানি মূলক হিংসাত্মক মিথ্যা অপবাদ অপপ্রচার করে জনসাধারণের মধ্যে উগ্রবাদী বিদ্বেষ ও সংঘাত সৃষ্টি করে সমাজে অশান্তি তৈরির অপচেষ্টা করা হচ্ছে। বিশ্ব সুন্নী আন্দোলন ১৯৭৯ সাল থেকে একাডেমিক আদর্শিক ভাবে ইসলামের শান্তিময় আকিদা আদর্শ তুলে ধরে আসছে এবং ইসলামের ছদ্মনামধারী বিভিন্ন ভ্রান্ত মতবাদ, মানবতা বিরোধী বিভিন্ন বস্তুবাদী মতবাদ ও বিভিন্ন প্রকার ধর্মরাষ্ট্রের নামে উগ্রবাদী জংগিবাদী সন্ত্রাসী অপরাধ সম্পর্কে মানুষকে জ্ঞানগতভাবে সচেতন করে তোলার চেষ্টা করে

জাগ্রত বিবেকের কাছে প্রশ্ন মাফিকুল ইসলাম মাফিক ( দয়া করে কষ্ট হলেও সম্পূর্ন লেখা টি পড়ে মন্ত্যব করবেন ) ।

ছবি
জাগ্রত বিবেকের কাছে প্রশ্ন( কষ্ট হলেও দয়া করে পড়ে মন্তব্য করুন) -------------------------------- তাজকিরাতুল আঊলিয়া কিতাবে লিখিত আছে যে মুজ্জাদেদ আল ফেসানী রাহঃ একদিন ফজরের নামাজের পর মুরাকাবা থেকে উঠলেন। তিনি বললেনঃ ''আমার এই চোখ যদি পাহাড়ের উপর রাখি, পাহাড় জ্বলে ছারখার হয়ে যাবে। আমি ইচ্ছা করলে দুনিয়ার প্রত্যেকটি মানুষকে ঈমানদার বানাতে পারি। কিন্ত আখেরী জমানা। নিষেধ আছে।'' ইমামে আজম আবু হানিফা রাহঃ কে বিষ প্রয়োগে হত্যা করেছিল এজিদবাদী শাসক গোষ্ঠী খলিফা মনসুর ও তার অনুসারীরা। তিনি কি পারতেন না সেটাকে প্রতিহত করতে পারতেন না? বা তিনি কি সেটা জানতেন না? অবশ্যই জানতেন। ১৯৯০ সালে উপসাগরীয় যুদ্দে সাদ্দাম হুসেন কুয়েত দখল করার পর বৃটিশ ও আমেরিকান বাহিনিরা ইরাকের উপর বোমা হামলা শুরু করল। বাগদাদে গাউসে পাক রহঃ মাজার শরিফ অবস্থিত। অনেক ওয়াহাবীরা বলা শুরু করে দিলঃ গাউসে পাক যদি আল্লাহর অলিই হয়ে থাকেন, এই বোমা হামলা কেন প্রতিহত করলেন না। আমার এক পড়শী একই মন্তব্য করল।[ নাউজুবিল্লাহ] আমি বললামঃ ভাই আমাকে আগে বলুন, বাগদাদে বোমা হামলা হচ্ছে। সেটা আল্লাহ দেখে

মহামান্য ইমাম আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমা এর দিক নির্দেশনা -"আল্লামা রায়হান রাহবার"

ছবি
ইমাম হায়াত একমাত্র দিশা এটা এভাবে কোথাও কখনো বলা হয় নি, ঈমান দ্বীনের আসল ধারা সুন্নীয়তের জন্য যাঁরা কাজ করছেন উনারা সবাই দিশারী এবং আরো অনেক মাননীয় দিশারী যাঁর যাঁর স্থান থেকে ব্যক্তিগতভাবে বিচ্ছিন্ন ভাবে কাজ করে আসছেন, আমরা তাঁদের সবার যার যতটুকু ভূমিকা অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ ও সম্মান করে যাবো, তবে বিশেষ আংশিক ক্ষেত্রে ব্যক্তির বিচ্ছিন্ন একক প্রচেষ্টা আর প্রাতিষ্ঠানিক সাংগঠনিক সম্মিলিত জাতীয় উদ্যোগ এক নয়। https://www.facebook.com/WorldSunniMovement/posts/1521134087969817 কেবল কোনো এক বাতিল থেকে বাঁচানোর চেষ্টা আর সব বাতিল থেকে মুক্ত করার চেষ্টা পরিধিগত এক নয় এবং ঈমান দ্বীনের বিশেষ আংশিক কিছু দিক তুলে ধরা আর পূর্ণাঙ্গ দিশা দিকদর্শণ রূপরেখা তুলে ধরা এক নয়। ইমাম হায়াতের সাথে নিকট অতীতের বা বর্তমানের অন্যান্য দিশারীদের কাজের সাথে নীতিগত মতানৈক্য না থাকলেও পরিধি ও পদ্ধতিগত পার্থক্য আছে। ইমাম হায়াত সর্ব বাতিলের বিরুদ্ধে চিরআপোষহীন আদর্শিক সংগ্রাম এবং আকিদা-আদর্শ-আধ্যাত্মিক-মান বিক-রাজনৈতিক সবদিকে কলেমা কারবালার আলোকধারায় দ্বীন সুন্নীয়তের নির্ভেজাল ও পূর্ণাঙ্গ রূপরেখা ব