পোস্টগুলি

নভেম্বর, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ভাটারা-ঢাকা শাখার উদ্যোগে প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমন ঈদে আজম উদযাপন উপলক্ষে সমাবেশ।

ছবি
দয়াময় আল্লাহতাআলার পরম রহমত হিসেবে সমগ্র মানবমন্ডলীর দোজাহানের সর্বকল্যাণ ও মুক্তি সাধনায় দুনিয়ায় প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমন ঈদে আজম উদযাপন উপলক্ষে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ, ভাটারা-ঢাকা শাখার উদ্যোগে সমাবেশ। প্রাণাধিক প্রিয়নবীর নির্দেশিত খেলাফতে ইনসানিয়াত তথা একক গোষ্ঠীর স্বৈরতামুক্ত সর্বজনীন মানবতার রাষ্ট্র ব্যতীত প্রিয়নবী প্রদত্ত সত্য ও মুক্তির আলো হারিয়ে মানবজীবন মিথ্যা ও জুলুমের গ্রাসে রুদ্ধ থাকবে - আল্লামা ইমাম হায়াত।

ঈদে আজম উদযাপন উপলক্ষে Greece শাখার উদ্যোগে রাজধানী Athens a এক একাডেমিক কনফারেন্স অনুষ্ঠিত হয়।

ছবি
দয়াময় আল্লাহতাআলার নূর ও রাসুল, মানব জীবনে সত্য ও জ্ঞ্যান এবং জীবনের সকল আলোকমালার উৎস, সকল মিথ্যা-মূর্খতা-আঁধার-অশুভ-অকল্যাণ-অপশক্তির বিনাশ থেকে মুক্তির উৎস মহান প্রিয়নবী সাল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় মহা কল্যাণময় শুভাগমন ঈদে আজম উদযাপন উপলক্ষে বস্তুর ঊর্ধ্বে মানবসত্তার প্রবক্তা এবং বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের দিক নির্দেশনায় সংঘঠনের Greece শাখার উদ্যোগে রাজধানী Athens a এক একাডেমিক কনফারেন্স অনুষ্ঠিত হয়। ড. কায়সার আমিন রাছেখ সভাপতিত্বে ও নিরব আহমেদ রুমন এর পরিচালনায় আর ও বক্তব্য রাখেন জনাব নুরুল ইসলাম রাহাত,জনাব রায়হান জসিম,জনাব রাকিব হোসেন,জনাব নাসির হোসেন,জনাব মাহবুব খন্দকার প্রমুখ। বক্তাগণ  বলেন, ইসলামের ছদ্মনামে ওহাবি-সালাফি-শিয়াবাদ ইত্যাদি বাতিল ফেরকা, বস্তুবাদি মতবাদ এবং বিভিন্ন ধর্মের নামে অধর্ম উগ্রবাদ দুনিয়ায় প্রিয়নবীর শুভাগমনের দান ও লক্ষ্য থেকে মানবমন্ডলীকে বঞ্চিত করার লক্ষ্যে তথাকথিত ধর্মরাষ্ট্র ও উগ্র জাতীয়তাবাদের নামে দোজাহানে ধ্বংসের কাঠামো মুলুকিয়ত তথা একক গোষ্ঠীবাদি স্বৈরদস্যুতন্ত্র তৈরি করেছে।

ওয়াবি- খারেজি- সালাফি- শিয়া- মওদূদীবাদি এবং মোয়াবিয়াবাদি এজিদের মুলুকিয়ত সমর্থনকারী সেনা ফ্রন্ট সবাইকে মোনাজারা জন্য আহবান।

ছবি
ঈমানের সব বিষয়ে ঈমানী আকিদা ও বাতিল আকিদার প্রশ্নে, দ্বীনের সব বিষয়ে হক ও বাতিলের প্রশ্নে, খেলাফত ও মুলুকিয়তের প্রশ্নে, বাহাস মোনাজারা করে হক ও বাতিলের ধারা সুস্পষ্ট করে বাতিলের ধারা প্রমাণ করে দেয়ার জন্যই আমরা আহ্বান করে যাচ্ছি আজ চল্লিশ বছর ধরে ওয়াবি- খারেজি- সালাফি- শিয়া- মওদূদীবাদি এবং মোয়াবিয়াবাদি এজিদের মুলুকিয়ত সমর্থনকারী সেনা ফ্রন্ট সবাইকে। মোনাজারা কিসের পক্ষে এবং কিসের বিপক্ষে হবে সেটা নির্ধারণ ছাড়া সুনির্দিষ্ট পয়েন্ট ছাড়া অনিশ্চিত ভাবে মোনাজেরা হয় না। আমরা সব বিষয়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের চিরন্তন আকিদা আদর্শ রূপরেখা তুলে ধরেছি, আপনাদের আকিদা- রাজনীতি- জোট ইত্যাদিও স্পষ্ট ও প্রমাণিত। আমরা আমাদের ইসলামের মূল ধারা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের চিরন্তন আকিদা তুলে ধরছি এবং বিপরীতে আপনাদের আকিদা চ্যালেঞ্জ করছি যার প্রমান আমাদের কাছে আছে, পারলে এখানেই জবাব দিন - ০১) আল্লাহতাআলার হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহতাআলার জাতে পাকের নূর হিসেবে ঈমান না রাখা কুফরি। ০২) দীদারে এলাহী হিসেবে মেরাজ শরীফ অস্বীকার কুফরি। ০৩) আল্লাহতাআলার হাবীব সাল্লাল্লাহু আলাইহি

আল্লামা ইমাম হায়াত নিছক কোন ব্যক্তি নন, বরং হকের প্রতিষ্ঠান, মুমিনের আপন, মানবতার বন্ধু- অধ্যাপক মারুফ উদ্দিন

ছবি
হজরত আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমা নিছক কোন ব্যক্তি নন, বরং হকের প্রতিষ্ঠান, মুমিনের আপন, মানবতার বন্ধু।  ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ দুনিয়ায় প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লাম এর শুভাগমন মিথ্যার আঁধার হতে সব মানুষের মুক্তির পবিত্র দিশা। এই পবিত্র দিশা প্রথমত আত্মাকে বস্তুভিত্তিক আত্মসত্তার বিভীষিকাময় বিকৃতি থেকে উদ্ধারের দিশা। অতঃপর, প্রিয়নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লাম এর শুভাগমনে দয়াময় আল্লাহতাআলার নাম মোবারকে যুক্ত হওয়ার মাধ্যমে আত্মার আলোকময় অধ্যায়ের পবিত্র সূচনা। অর্থাৎ, জীবনের মাবুদকে চিনা তথা জীবনের স্রষ্টাকে চিনা, জীবনের স্রষ্টার আলো মহাদূত রাহমাতাল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লাম এর প্রেমে উৎসর্গিত আত্মসত্তা তৈরি হওয়া। সমগ্র মানবমন্ডলীর জন্য দুনিয়ায় প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লাম এর শুভাগমনের শ্রেষ্ঠ দান হল সব মানুষের জীবনের আত্মমালিকানা স্বাধীনতা অধিকার নিরাপত্তা প্রতিষ্ঠা হওয়া। আর এই দান যেন চিরপ্রবাহমান থাকে সেইজন্য ইনসানিয়াতের জীবননীতি ও তদভিত্তিক রাষ্ট্র ও বিশ্ব ব্যবস্থার

আখাউড়া উপজেলার কর্ণেল বাজার শাখার উদ্যোগে প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমন ঈদে আজম উদযাপন

ছবি
আখাউড়া উপজেলার কর্ণেল বাজার শাখার উদ্যোগে প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমন ঈদে আজম উদযাপন -রিপোর্ট - রাসেল রানা পহর।  দয়াময় আল্লাহতাআলার পরম রহমত হিসেবে সমগ্র মানবমন্ডলীর দোজাহানের সর্বকল্যাণ ও মুক্তি সাধনায় দুনিয়ায় প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমন ঈদে আজম উদযাপন উপলক্ষে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, আখাউড়া উপজেলার কর্ণেল বাজার শাখার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৫ ই নভেম্বর ২০১৯ ইং, রোজ শুক্রবার আখাউড়া উপজেলার কর্ণেল বাজার দাখিল মাদ্রাসার (ঈদগাহ মাঠে) এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, আখাউড়া শাখার সম্মানিত সভাপতি এবং সম্মানিত উপদেষ্টামন্ডলীর নেতৃত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ব সুন্নী আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ ও প্রমুখ সুন্নী আলেম ওলামা। সমাবেশে বক্তারা বলেন, প্রিয়নবীর দেয়া সকল মানুষের জন্য সর্বকল্যাণময়, ধর্ম-জাতি নির্বিশেষে সব মানুষের সমঅধিকার-নিরাপত্তা-স্বাধীনতা-মালিকানা ভিত্তিক, দ্বীনী মূল্যবোধ ভিত্তিক, অসাম্প্রদায়িক, একক

মানুষের স্বাধীনতা মূলত কিসে আসে ? অধ্যাপক মারুফ উদ্দিন"

ছবি
মানুষের স্বাধীনতা মূলত কিসে? ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ স্বাধীনতার অনেক রুপ রয়েছে। আপনি দীনতা থেকে মুক্ত হলেন, এটা এক প্রকারের স্বাধীনতা। আপনি অশিক্ষা থেকে মুক্ত হলেন, তাও এক প্রকারের স্বাধীনতা। কিন্তু এগুলোর কোনটিই আবার মূল স্বাধীনতা নয়। মানুষের মূল স্বাধীনতা হল তার জীবনের স্বাধীনতা৷ অর্থাৎ, মানুষ বস্তুর দাসত্ব পরাধীনতামুক্ত স্বাধীন সত্তায় নিজ পছন্দমত ধর্ম-দর্শন-মতাদর্শ-জীবন চেতনা-জাতীয়তা নিয়ে শংকামুক্ত অবস্থায় চলবে। সে কি বিশ্বাস করবে বা কি করবে না, সে কোন্ পথে চলবে বা কোন্ পথে চলবে না এটা তার ইনবর্ন স্বাধীনতা। এখন অন্য কেউ যদি গায়ের জোরে কিংবা অন্য কোন ক্ষমতাবলে তাতে ব্যাঘাত ঘটায় বা নিষিদ্ধ করে দেয় তবে সেটা অবৈধ অন্যায় হিসেবেই সাব্যস্ত হবে। এক কথায় বলা যায় কেউ কারো ইচ্ছাবিরুদ্ধ কোন মতবাদ মানতে বাধ্য করতে পারে না, যদি তা করে তবে সে আর মানুষ থাকে না। কেননা মানুষ মাত্রই মানবিকতার ধারক। বৈশিষ্ট্য গুণাগুণ হারিয়ে ফেললে যেমন কোন কিছুকে আর বিশুদ্ধ বলা যায় না তেমনি মানবিক দৃষ্টি-মানবিক গুণাবলি-জীবনের সত্য হারিয়ে বস্তুবাদী হয়ে গেলে তাকে আর মানুষ বলা যায় না। স্বাধীনতার এই সংজ্ঞা বুঝলে এবার আপন

ঐতিহাসিক বাবরি মসজিদ ও মিথ্যা ভিত্তিক অন্যায় সাম্প্রদায়িক রায় -"আল্লামা ইমাম হায়াত"।

ছবি
ঐতিহাসিক বাবরি মসজিদ ও মিথ্যা ভিত্তিক অন্যায় সাম্প্রদায়িক রায়। =================================== ১৯৯২ সালের ৬ ডিসেম্বর কট্টর হিন্দুরা বাবরি মসজিদ ধ্বংস করে ফেলে। এতে প্রায় ২ হাজার মানুষ প্রাণ হারায়। প্রায় ১৮ বছর পর এই প্রহসনমূলক রায় দেয়া হয়। ইন্ডিয়ায় এরূপ প্রহসন মূলক বিচারতো এখন মুসলিম জাতির বিরুদ্ধে নিত্য নৈমিত্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।  সাম্প্রদায়িক উগ্রবাদি হিংস্র অপরাজনীতির ভিত্তিতে সংঘটিত এসব রাষ্ট্রীয় সন্ত্রাসের  মূলে নিহিত বিষয়গুলোর বিশ্লেষণ হিসেবে এই লেখা। বিশ্বের সমগ্র মানবমন্ডলীকে সত্যের আলো জীবনের দিশা দিয়ে মিথ্যা আঁধার ও বিপর্যয় থেকে রক্ষার জন্য, জুলুম-শোষন-পরাধীনতা থেকে মুক্তির জন্য, জীবনের প্রকৃত লক্ষ্য ও উদ্দেশ্যের দিকে বিকশিত হয়ে এগিয়ে চলার জন্য দয়াময় আল্লাহতাআলা ও প্রাণাধিক প্রিয়নবী রাহমাতুল্লিল আলামীন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দান করেছেন মুক্তির পূর্ণাংগ জীবন ব্যবস্থা ইসলাম, যার মূল বিষয় ঈমান। মহান জামে আওলিয়া কেরাম, শোহাদায়ে কেরাম ও মুমিন মুজাহিদ গণ যুগ যুগ ধরে সত্যের সে আলো, জীবনের সে দিশা মুক্তির সে পাথেয়ের ধারক বাহক হিসেবে দুনিয়ার প্রতিটি মানুষকে তা

০৭/১১/২০১৯ চট্টগ্রাম লালদিঘী ময়দানে বিশ্ব সুন্নী আন্দোলনের ঈদে আজম মহাসমাবেশ ।

ছবি
চট্টগ্রাম লালদিঘী ময়দানে বিশ্ব সুন্নী আন্দোলনের ঈদে আজম মহাসমাবেশ ।  প্রাণাধিক প্রিয়নবীর নির্দেশিত খেলাফতে ইনসানিয়াত তথা একক গোষ্ঠীর স্বৈরতামুক্ত সর্বজনীন মানবতার রাষ্ট্র ব্যতীত প্রিয়নবী প্রদত্ত সত্য ও মুক্তির আলো হারিয়ে মানবজীবন মিথ্যা ও জুলুমের গ্রাসে রুদ্ধ থাকবে- আল্লামা ইমাম হায়াত  দয়াময় আল্লাহতাআলার পরম রহমত হিসেবে সমগ্র মানবমন্ডলীর দোজাহানের সর্বকল্যাণ ও মুক্তি সাধনায় দুনিয়ায় প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমন ঈদে আজম উদযাপন উপলক্ষে বিশ্ব সুন্নী আন্দোলনের উদ্যোগে আজ (৭ নভেম্বর ২০১৯) চট্টগ্রাম লালদিঘী ময়দানে এক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন তফসিরুল কোরআন মাশাহেদুল ঈমানের প্রণেতা ও পবিত্র বোখারী শরীফের ব্যাখ্যাগ্রন্থ তাফহিমুল বোখারী শরীফের প্রণেতা, ওস্তাজুল ওলামা, শায়খুল হাদিস, ইমামে আহলে সুন্নাত, পীরে হাক্কানী, ওলীয়ে রাব্বানী-  হাফেজ আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ। এতে সভাপতিত্ব করেন বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াত। লক্ষাধিক ঈমানী ভাইবোন সবার অংশগ্রহন