পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আখাউড়া, আইড়ল শাখার উদ্যোগে মুসলিম মিল্লাতের জাতীয় শহীদ দিবস সমাবেশ ও সালাতু সালাম মাহফিল।

ছবি
"আল্লামা ইমাম হায়াত" এর নির্দেশনায় ১০ ই মহররম শাহাদাতে কারবালা দিবস মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, আখাউড়া, আইড়ল শাখার উদ্যোগে  সমাবেশ ও সালাতু সালাম মাহফিল। স্থানঃ আখাউড়া, আইড়ল শাখা। ২০ই সেপ্টেম্বর শনিবার বিকেল ৩ টায় আখাউড়া, আইড়ল শাখার উদ্যোগে মুসলিম মিল্লাতের জাতীয় শহীদ দিবস এর সমাবেশ  উক্ত সমাবেশে বক্তব্য রাখেনঃ ১। সাংগঠনিক সম্পাদক শেখ হানিফ ভাই ২। মাওলানা গোলাম সাদেক সাহেব।  ৩। এডভোকেট মাইনুদ্দীন টিটু ভাই সহ  বিশ্ব সুন্নী আন্দোলন বি-বাড়িয়া নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা দশ-ই মহররম শাহাদাতে কারবালা দিবসকে ঈমানী অস্তিত্বের রক্ষক ও মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস এবং মানবতার মুক্তির মহা শাহাদাত হিসেবে উল্লেখ বলেন, প্রাণপ্রিয় ইমামে আকবর সাইয়েদেনা হজরত ইমাম হুসাইন রাদিআল্লাহু আনহুর অতুলনীয় মহান শাহাদাতের মধ্যেই নিহিত সত্য ও জীবনের মর্মধারা তথা দুনিয়ার পূর্বাপর সমস্ত জিহাদ ও শাহাদাতের সম্মিলিত পূর্ণ মর্ম। তাঁরা বলেন, মহান ইমামে আকবর রাদিআল্লাহু আনহুর শাহাদাতের শিক্ষা ও তাৎপর্য উপলব্দি ব্যতীত ঈমান

বিশ্ব সুন্নী আন্দোলন আখাউড়া উপজেলা শাখার উদ্যোগে মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবস উদযাপন।

ছবি
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবস উপলক্ষ্যে বিশ্ব সুন্নী আন্দোলন আখাউড়া উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর শনিবার বিকেল ৩ টায় আখাউড়া, কর্ণেল বাজার (ঈদগাহ মাঠ) এ আলোচনা সমাবেশ হয়। উক্ত সমাবেশ বক্তব্য রাখেনঃ ১। কেন্দ্রীয় সহ সভাপতি সূফি আল্লামা আহমদ শাহ মোর্শেদ ভাই ২। সাংগঠনিক সম্পাদক শেখ হানিফ ভাই ৩। আশরাফুল আলম ভাই ৪। মঈনুল বারী জাকারিয়া ভাই ও বিশ্ব সুন্নী আন্দোলন বি-বাড়িয়া নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা দশ-ই মহররম শাহাদাতে কারবালা দিবসকে ঈমানী অস্তিত্বের রক্ষক ও মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস এবং মানবতার মুক্তির মহা শাহাদাত হিসেবে উল্লেখ বলেন, প্রাণপ্রিয় ইমামে আকবর সাইয়েদেনা হজরত ইমাম হুসাইন রাদিআল্লাহু আনহুর অতুলনীয় মহান শাহাদাতের মধ্যেই নিহিত সত্য ও জীবনের মর্মধারা তথা দুনিয়ার পূর্বাপর সমস্ত জিহাদ ও শাহাদাতের সম্মিলিত পূর্ণ মর্ম। তাঁরা বলেন, মহান ইমামে আকবর রাদিআল্লাহু আনহুর শাহাদাতের শিক্ষা ও তাৎপর্য উপলব্দি ব্যতীত ঈমান ও দ্বীন বুঝা সম্ভব নয় এবং প্রকৃত ইসলাম ও ইসলামের নামে ছদ্মবেশী কুফরীর প্রতারণার পার্থক্যও

যে মাওলায়ে আলা রাদ্বীয়াল্লাহু তায়ালা আনহুকে গালি দিলো সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া ছাল্লাম কে গালি দিলো -"আল্লামা ইমাম হায়াত"

ছবি
যে মাওলায়ে আলা হজরত আলী রাদিআল্লাহু আনহুকে গালি দিল সে আল্লাহতাআলার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে গালি দিল। যে আমাদের আল্লাহতাআলার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কে গালি দেয় সে ইসলামের শত্রু, মানবতার শত্রু। حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي بُكَيْرٍ قَالَ حَدَّثَنَا إِسْرَائِيلُ عَنْ أَبِي إِسْحَاقَ عَنْ أَبِي عَبْدِ اللَّهِ الْجَدَلِيِّ قَالَ دَخَلْتُ عَلَى أُمِّ سَلَمَةَ فَقَالَتْ لِي أَيُسَبُّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ? فِيكُمْ قُلْتُ مَعَاذَ اللَّهِ أَوْ سُبْحَانَ اللَّهِ أَوْ كَلِمَةً نَحْوَهَا قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ سَبَّ عَلِيًّا فَقَدْ سَبَّنِي “ আবি আব্দুল্লাহ জাদলি বলেছেন ‘আমরা উম্মাহাতুল মুমিনীন হজরত উম্মে সালমা (রাঃ) এর কাছে গেলাম। তিনি ক্রদ্ধ হয়ে বললেন ‘তোমাদের মধ্য থেকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কে গালি দিচ্ছ?’ আমারা বললাম ‘মায আল্লাহ,  সুবহান আল্লাহ এই ধরনের কোন কিছু ঘটে নি। উম্মে সালমা রাদিআল্লাহু আনহা বললেন,  আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লা

কাফের এজিদের বাপ কাতিলে সাহাবী মুয়াবিয়াকে নিয়ে সুন্নী ছদ্মবেশী সেনা খারেজীদের মিথ্যাচার সমূহঃ -এডভোকেট মোকাররম হুসাইয়ন

ছবি
কাফের এজিদের বাপ কাতিলে সাহাবী মুয়াবিয়াকে নিয়ে সুন্নী ছদ্মবেশী সেনা খারেজীদের মিথ্যাচার সমূহঃ ১/ কাফের এজিদের বাপ আশারা মুবাশ্বেরার অন্তর্গত তথা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। নাউজুবিল্লাহ। ২/ কাফের এজিদের বাপ মক্কা বিজয়ের পূর্বে ইসলাম গ্রহণকারী। নাউজুবিল্লাহ ৩/ কাফের এজিদের বাপ জলিলে কদর সাহাবী। নাউজুবিল্লাহ ৪/ কাফের এজিদের বাপের শাসনকে তোমরা মন্দ বলো না- আলী রাদিআল্লাহু আনহু। নাউজুবিল্লাহ ৫/ কাফের এজিদের বাপ মুমিনের মামা- গাউছে পাক/ আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি। নাউজুবিল্লাহ ৬/ মাওলায়ে আলা সৈয়াদেনা আলী রাদিআল্লাহু আর কাফের এজিদের বাপের মধ্যকার যুদ্ধ ইজতিহাদি ভুল। নাউজুবিল্লাহ ৭/ কাফের এজিদের বাপ খলিফা ছিল। নাউজুবিল্লাহ ৮/ কাফের এজিদের বাপকে ইমামে আকবর ইমাম হাসান রাদিআল্লাহু আনহু মেনে নিয়েছিল। নাউজুবিল্লাহ। ৯/ কাফের এজিদের বাপ ওহী লেখক ও মক্কা বিজয়ের পূর্বে ইসলাম গ্রহণকারী। ১০/ কাফের এজিদের বাপ এজিদকে ক্ষমতা দেননি কাফের এজিদ জোর করে নিয়েছে। ১১/ কাফের এজিদের বাপ বদর ওহোদের জিহাদে ছিল। এই সেনা খারেজিরা মিথ্যা ইতিহাস বর্ণনা করে কাতিলে সাহাবী মুয়াবিয়াকে হ

আসামে বাংলাভাষীর নাগরিকত্ব বাতিল বিতাড়নের চক্রান্তের প্রতিবাদ পূণর্বহালের দাবিতে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, গ্রীস এর মানববন্ধন

ছবি
আসামে ৪০ লক্ষ বাংলাভাষীর নাগরিকত্ব বাতিল ও বিতাড়নের চক্রান্তের প্রতিবাদ এবং পূণর্বহালের দাবিতে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, গ্রীস এর মানববন্ধন।   ইন্ডিয়ার আসামে ৪০ লক্ষ বাংলাভাষীর নাগরিকত্ব বাতিল ও বিতাড়নের চক্রান্তের প্রতিবাদ এবং পূণর্বহালের দাবিতে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, গ্রীস শাখার উদ্যোগে রাজধানী এথেন্সের প্রাণকেন্দ্রে গতকাল এক বিরাট মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াত এর দিক নির্দেশনায় অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন জনাব নীরব আহমেদ রুমন। মা নববন্ধন পরবর্তী সমাবেশে বক্তাগণ বলেন, রাষ্ট্র সবার এবং নাগরিকত্ব মানবাধিকার যা হরণ ও বিতাড়নের অধিকার কারো নেই। তাঁরা বলেন, কেবল ধর্ম-গোত্র-বর্ণ-লিঙ্গ-শ্রেণী-পেশা-ভাষার ভিত্তিতে নাগরিকত্ব সন্ত্রাস ও অমানুষিকতার রাজত্ব কায়েম করে যা মানবতা বিনাশী অপরাজনীতির মাধ্যমে স্রষ্টা প্রদত্ত সব মানুষের প্রাকৃতিক নাগরিকত্ব অস্বীকার করে একক গোষ্টিবাদি স্বৈরদস্যুতন্ত্র মুলুকিয়ত প্রতিষ্ঠা হয়। ইনসানিয়াত বিপ্লবের নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্র সবার সব

মুসলিম মিল্লাতের সংস্কারক আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমার দিক নির্দেশনা তুলে ধরলেন -"আল্লামা রায়হান রাহবার"

ছবি
আল্লামা ইমাম হায়াত হকের ইমাম- আল্লামা ইমাম হায়াত ঈমানের দিশারী ইমাম- আল্লামা ইমাম হায়াত কলেমার চেতনার ইমাম- আল্লামা ইমাম হায়াত সকল বাতিল থেকে মুক্তির ইমাম, আল্লামা ইমাম হায়াত খেলাফতের ইমাম- আল্লামা ইমাম হায়াত মুলুকিয়ত থেকে মুক্তির ইমাম- আল্লামা ইমাম হায়াত ইনসানিয়াতের ইমাম- সবাই যখন সুন্নী নামে অরাজনৈতিক কিম্বা বাতিলের ধ্বংসাত্মক অপরাজনীতির অন্ধকূপে নিমজ্জিত সে বিণাশ থেকে একমাত্র আল্লামা ইমাম হায়াত ই এ যুগে উদ্ধারের দিশা দিয়ে দ্বীনের পূর্ণাঙ্গতা সমুন্নত রেখেছেন। সবাই যখন বস্তুবাদি মতবাদের কূফরি পংকে নিমজ্জিত তখন একমাত্র আল্লামা ইমাম হায়াত ই এ যুগে বস্তুবাদি মতবাদের গ্রাস থেকে উদ্ধারের পথ দেখিয়েছেন। সবাই যখন কলেমা বদর ওহোদ কারবালার চেতনা ভূলে খেলাফতের বিপরীতে মুলুকিয়তের দাসত্বে নিমজ্জিত হয়ে দ্বীন- মিল্লাত- মানবতার অস্তিত্ব বিলীন হয়ে গেছে তখন একমাত্র আল্লামা ইমাম হায়াত ই এ যুগে আকিদা- আধ্যাত্মিক- রাজনৈতিক সবদিকে কলেমা কারবালার আলোকধারায় হকের চিরন্তন বিশুদ্ধ ও পূর্ণাঙ্গ ধারা তুলে ধরে দ্বীন- মিল্লাত- জীবন ও মানবতার অস্তিত্ব রক্ষার দিশা দিয়েছেন, যা বিগত কয়েক শতাব্দী ধরে ছিলোন

শাহাদাতে কারবালার মর্মান্তিক হত্যাকান্ডের শোক ব্যথা কেয়ামত পর্যন্ত সকল মুমিনের ঈমানী ও শরয়ী ফরজ শোক। আল্লামা ইমাম হায়াত।

ছবি
শাহাদাতে কারবালার মর্মান্তিক হত্যাকান্ডের শোক ব্যথা কেয়ামত পর্যন্ত সকল মুমিনের ঈমানী ও শরয়ী ফরজ শোক। =========================== ঈমানী শোক ও শরয়ী শোক উভয়ই, এ শোক অন্য কোনো লোকের ইনতেকালের শোক হিসেবে তুলনা বা কল্পনা করাও কুফরি । আহলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর আঘাত বেয়াদবি জুলুম খুনের শোক ব্যথা এবং খেলাফত উৎখাত করে মুলুকিয়ত কায়েমের ঈমানী প্রতিবাদ মুমিনগণ কেয়ামত পর্যন্ত করবেন। যে বলবে এই শোক অস্থায়ী সে কাফের, যতক্ষণ ঈমান থাকবে তথা আল্লাহতাআলা ও তাঁর হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রেম ও বন্ধন হিসেবে পবিত্র আহলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রেম ও বন্ধন থাকবে ততক্ষণ তাঁদের উপর মর্মান্তিক জুলুম হত্যাকান্ডের শোক ব্যথা কেয়ামত পর্যন্ত সকল মুমিনের হৃদয়ের সবচেয়ে কঠিন ব্যথা হিসেবে থাকবে। ঈমান তিন দিনের নয়, আহলে রাসুলের প্রেম তিন দিনের নয়, তাই তাঁদের উপর জুলুমের শোক ক্ষোভ তিন দিনের নয়। এজিদবাদি অভিশপ্ত কাফেরগণ শাহাদাতে কারবালার হত্যাকাণ্ডের মর্মান্তিক বেদনা ঈমানী অনুভূতি ও ঈমানী চেতনা এবং লক্ষ্য ভুলিয়ে মুলুকিয়ত উৎখাত করে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামে