বিদ্বেষ বিভ্রান্তি অপবাদ মিথ্যাচার করে সুন্নীয়তের ক্ষতি ও সংহতি বিনষ্ট না করার আহবান ।

বিদ্বেষ বিভ্রান্তি অপবাদ মিথ্যাচার করে সুন্নীয়তের ক্ষতি ও সংহতি বিনষ্ট না করার আহবান । 
==============================================================


ধর্মের নামে গোষ্ঠিগত ও দলীয় বিদ্বেষ সংঘাত তৈরি এবং অসৎ উদ্দেশ্যমূলক মিথ্যা অপবাদ রটানো ধর্ম বিরোধী ও অত্যন্ত ক্ষতিকর উগ্রবাদী অপরাধ। সম্প্রতি বিশ্ব সুন্নী আন্দোলন ও এর প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত সম্পর্কে স¤পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে জনসাধারণকে বিভ্রান্ত করার জঘন্য অপচেষ্টা পরিলক্ষিত হচ্ছে, এমনকি জাল করে ভূয়া ভিডিও করে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। বিভিন্ন উস্কানি মূলক হিংসাত্মক মিথ্যা অপবাদ অপপ্রচার করে জনসাধারণের মধ্যে উগ্রবাদী বিদ্বেষ ও সংঘাত সৃষ্টি করে সমাজে অশান্তি তৈরির অপচেষ্টা করা হচ্ছে।

বিশ্ব সুন্নী আন্দোলন ১৯৭৯ সাল থেকে একাডেমিক আদর্শিক ভাবে ইসলামের শান্তিময় আকিদা আদর্শ তুলে ধরে আসছে এবং ইসলামের ছদ্মনামধারী বিভিন্ন ভ্রান্ত মতবাদ, মানবতা বিরোধী বিভিন্ন বস্তুবাদী মতবাদ ও বিভিন্ন প্রকার ধর্মরাষ্ট্রের নামে উগ্রবাদী জংগিবাদী সন্ত্রাসী অপরাধ সম্পর্কে মানুষকে জ্ঞানগতভাবে সচেতন করে তোলার চেষ্টা করে আসছে।

সুন্নী আন্দোলনের মূল শিক্ষা মূলতঃ প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রেম ও শান এবং সে প্রেমের আলোকে সব মানুষকে ভালোবাসা ও সবার কল্যাণ সাধনা করা। সুন্নী আন্দোলনের আদর্শ প্রাণপ্রিয় আহলে বায়েত, মহামান্য খোলাফায়ে রাশেদীন, মকবুল সাহাবায়ে কেরাম, সত্যের ইমামবৃন্দ ও মহান আওলিয়া কেরামের প্রতি শ্রদ্ধা ভালোবাসার মাধ্যমে সুন্নী আকিদা আদর্শ গতিশীল রাখা ও সব ভ্রান্ত মতবাদ থেকে সুরক্ষা করা।

বিশ্ব সুন্নী আন্দোলন প্রত্যক্ষ রাজনৈতিক দল নয়, ইসলামের পূর্ণাংগ রূপরেখার ধারক হিসেবে আকিদা ভিত্তিক প্রতিষ্ঠান এবং নৈতিক-আধ্যাত্মিক-মানবিক ও রাজনৈতিক তথা দ্বীন ও জীবন মানবতার সব দিকে দিশামূলক একাডেমিক প্রতিষ্ঠান। বিপরীত মতপথ আদর্শ হলেও সুন্নী আন্দোলন কখনও কোন ব্যক্তি-দল-গোষ্ঠি-প্রতিষ্ঠান-সংগঠন ইত্যাদিকে নির্দিষ্টভাবে উল্লেখ করে আঘাত অবমাননা ফতোয়াবাজি করে কথা বলে না, সত্য ও মানবতার স্বার্থে কেবল মতাদর্শ ও মতবাদ আদর্শিকভাবে তুলে ধরে মানুষকে স্বাধীনভাবে সত্য উপলব্দি ও মুক্তির পথ খুঁজে নেয়ার সুযোগ করে দেয়।

ইসলাম ও মানবতার সুরক্ষায় শান্তিপূর্ণ বিশ্বের লক্ষ্যে সুন্নী আন্দোলন কেবল ইনসানিয়াত বা মানবতার রাজনীতির পক্ষে তথা অখন্ড মানবতার সমাজ-রাষ্ট্র-বিশ্বের দিকদর্শন তুলে ধরে। সুন্নী আন্দোলনই তুলে ধরেছে যে- জবরদস্তি ধর্মের নামে রাষ্ট্র ও একক গোষ্ঠির সাম্প্রদায়িক রাজনীতি ইসলামের শিক্ষা নয়, ইসলামের নির্দেশিত রাষ্ট্রব্যবস্থা কেবল ধর্মীয় মূল্যবোধ ভিত্তিক কিন্তু অসাম্প্রদায়িক সর্বজনীন মানবতার রাষ্ট্রব্যবস্থা ও বিশ্বব্যবস্থা খেলাফতে ইনসানিয়াত (Authority of humanity), যেখানে রাষ্ট্র সব মানুষের তথা মুসলিম অমুসলিম ধর্ম জাতি নির্বিশেষে সবাই মানুষ হিসেবে সমান মর্যদা অধিকার নিয়ে চলবে, এ উদ্দেশ্যে সুন্নী আন্দোলন সমগ্র মানবমন্ডলীর সুরক্ষায় প্রত্যক্ষ রাজনৈতিক কর্মসূচী হিসেবে শান্তিময় সর্বকল্যাণময় বিশ্ব ইনসানিয়াত বিপ্লব সমর্থন করে- যা গোষ্ঠিস্বার্থের প্রচলিত ভীতিকর রাজনীতি নয়, কেবলই মানবতার সেবা এবং শান্তিময় দুনিয়ার দিকদর্শন।

ইসলামের নামে ইরানে শিয়াবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার প্রতিবাদে এবং আফগানিস্তানে ইসলামের নামে তালেবান ওহাবী সালাফি রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর একমাত্র সুন্নী আন্দোলন ই অব্যাহতভাবে ইসলামের নামে রাষ্ট্র ঘোষনার আদর্শিক প্রতিবাদ করে আসছে যে- এক ধর্মের নামে রাষ্ট্র ইসলামের শিক্ষা নয়- ইসলামের আদর্শের লংঘন ও বিকৃতি। ইসলামের পবিত্র নামের অপব্যবহার করে এবং ইসলামের কর্তৃত্ব কুক্ষিগত করে ইরানে শিয়াবাদী একক গোষ্ঠিবাদী স্বৈরতন্ত্র বা মুলুকিয়ত এবং আফগানিস্তানে জংগিবাদী তালেবান আইএস ইসলামিক রিপাবলিক ঘোষনার পর একমাত্র বিশ্ব সুন্নী আন্দোলন ই ঢাকায় প্রতিবাদ মিছিল করে এবং পরাষ্ট্রমন্ত্রানলয়ে স্মারকলিপি পেশ করে তাদেরকে স্বীকৃতি না দেয়ার আবেদন জানায়। এভাবে সুন্নী আন্দোলন ধর্মের নামে সকল অধর্ম উগ্রবাদের জংগিবাদী অপরাজনীতির গ্রাস থেকে দ্বীন-মিল্লাত-মানবতাকে সুরক্ষার সাধনা করে আসছে।

ইসলামের মূল আকিদা সুন্নী আকিদা সমুন্নত রাখার জন্য সুন্নী আন্দোলন সুন্নী আকিদা তুলে ধরার সাথে সাথে সালাফিবাদ-ওহাবিবাদ-শিয়াবাদ ইত্যাদি বিপরীত উগ্রবাদী আকিদা সম্পর্কে শান্তিপূর্ণ ভাবে একাডেমিক পদ্ধতিতে সবাইকে সজাগ করে আসছে, কিন্তু এর মধ্যেও সুন্নী আন্দোলন ব্যক্তি বিদ্বেষ- গোষ্ঠি বিদ্বেষ-সাম্প্রাদায়িক বিদ্বেষ পরিহার করে চলে। সুন্নী আন্দোলন সবাইকে ইসলামের মূল ধারা আহলে সুন্নাত সত্য ও মানবতার ধারায় আহ্বান জানায় এবং একই সাথে প্রত্যেক মানুষের নিজ নিজ বিশ্বাস আদর্শ নিয়ে স্বাধীন ভাবে চলার অধিকারে সম্মান করে।

সকল পীর মাশায়েখ খানকা দরবার সবার প্রতি সম্মান প্রদর্শন করে সবাইকে নিয়ে সুন্নী আন্দোলন সুন্নীয়তের সুরক্ষায় কাজ করে আসছে এবং আমল মসআলার বাড়াবাড়ি করে কোন সিলসিলার বিরুদ্ধে কথা বলা সুন্নী আন্দোলন অন্যায় অপরাধ মনে করে। আকিদার মৌলিক বিষয় অক্ষুন্ন রেখে অন্যান্য বিষয়ে ব্যাখ্যা ও দৃষ্টিভঙ্গির ভিন্নতা থাকলেও সুন্নী আন্দোলন সবার মর্যাদা ও স্বাধীনতার পক্ষে এবং সুন্নীয়তের ঐক্যের লক্ষ্যে কাজ করে। পক্ষ বিপক্ষ যাই হোক দল সংগঠন নির্বিশেষে প্রতিটি সুন্নী ভাইবোন সবাইকে আন্তরিক ভালোবাসা এবং মানুষ হিসেবে ধর্ম-জাতি-নির্বিশেষে প্রতিটি মানুষকে ভালোবাসাই ইমাম হায়াতের অলঙ্ঘনীয় শিক্ষা ও সুন্নী আন্দোলনের মূলনীতি।

আদর্শিক একাডেমিক সংগঠন হিসেবে সুন্নী আন্দোলন সরকারী বিষয়ে মাথা ঘামায় না এবং সরকার বিরোধী কোন কর্মসূচী পালন করে না, প্রয়োজন হলে আবেদন নিবেদন করে, বরং সরকারের সহযোগীতায় সুন্নী আন্দোলন সব কর্মসূচী পালন করে আসছে এবং উগ্রবাদ ও জংগিবাদের বিরূদ্ধে সরকারী কর্মসূচীকে সহায়তা করে আসছে। দেশের কল্যাণে ও উন্নয়নে আমরা সরকারের সপ্রশংস সহযোগী। আমরা ধর্মীয় দিবসকে ধর্মীয় উপলক্ষ এবং রাষ্ট্রীয় দিবসকে রাষ্ট্রীয় উপলক্ষ হিসেবে মূল্যায়ন করে আসছি। রাষ্ট্রীয় স্বাধীনতা সুরক্ষায় সুন্নী আন্দোলনের প্রতিটি ভাইবোন আপোষহীন।

মতপার্থক্য থাকলেও সুন্নীয়তে বিশ্বাসী কোন ব্যক্তি বা সংগঠনকে আমরা শত্রু মনে করি না বরং আপন মনে করি। বিভ্রান্তির শিকার সকলকে বিনা প্রমানে হিংসাত্মক মিথ্যাচার ও বিদ্বেষ সৃষ্টি পরিহার করে দ্বীন-সুন্নীয়ত-দেশের ক্ষতি না করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার অনুরোধ জানাচ্ছি। মিথ্যাচার- অপবাদ-অপপ্রচার-হিংসা-বিদ্বেষ-সংঘাত-সন্ত্রাস পরিহার করে যার যার আদর্শ সমাজে তুলে ধরুন এবং মানুষকে জ্ঞান বিবেকের মাধ্যমে স্বাধীনভাবে নিজ নিজ পথ বেছে নেয়ার সুযোগ দিন।

সুন্নী আন্দোলনের প্রতি ব্যাপক সুন্নী জনতা ও মুসলিম অমুসলিম নির্বিশেষে সকল শান্তিপ্রিয় মানবিক মানুষের ভালোবাসায় ইর্ষান্বীত মহলের মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে নিজেরা সব কিছু যাচাই করে আকিদা-আদর্শ-আধ্যাত্মিক-মানবিক-রাজনৈতিক সব দিকে আমাদের ঈমানী অস্তিত্ব সুন্নীয়ত তথা সত্য ও মানবতার পূর্ণাংগ আদর্শ সবাইকে এগিয়ে নেয়ার আহ্বান জানাচ্ছি।

বিশ্ব সুন্নী আন্দোলন(World sunni movement), বাংলাদেশ
এর পক্ষে আল্লামা আরেফ সারতাজ, আল্লামা রায়হান রাহবার, জনাব এমদাদ সায়ীফ, হাফেজ ইলিয়াশ শাহ ও শেখ নয়ীমুদ্দিন।

Email: worldsunnimovement@gmail.com
Facebook: worldsunnimovement
Mobile: 01612 128 884, 01819 642 498, 01919 714 665

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সাহাবী একটি বৈশিষ্ট্য, সাহাবী একটি চরিত্র, সাহাবী একটি আদর্শ, সাহাবী মানে উৎসর্গ, সাহাবী মানে সর্বোচ্চ বিশ্বস্ত! লেখক- আল্লামা ইমাম হায়াত এর দিশার আলোকে- আল্লামা মুফতি রেজাউল মোস্তফা কায়সার

প্রিয়নবীর সম্পর্কের চেয়ে জরুরী গুরুত্বপূর্ণ মূল্যবান অপরিহার্য্য অন্য কোন সম্পর্কই নয় -"আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমা"

(দলিল) নবী রাসূল আলাইহিস সাল্লাম গন সহ আল্লাহর ওলী গন চিরন্তন জীবিত ।