কাদিয়ানি যেমন ইসলামের দল নয় ইসলামের নামে কুফরি মতবাদ তেমনি মওদুদিবাদ জামাত শিবির ওয়াবি সালাফি ইসলামের দল নয়, ইসলামের নামে বাতিল মতবাদ।
এদের আকিদা যেমন ঈমানের বিপরীত তেমনি এদের রাজনীতিও ইসলামের বিপরীত।
ইসলামের রাজনৈতিক দিকদর্শন কেবল রাহমাতাল্লিল আলামীন প্রাণাধিক প্রিয়নবীর দেয়া সব মানুষের নিরাপত্তা অধিকার স্বাধীনতা মালিকানা ভিত্তিক অসাম্প্রদায়িক সর্বজনীন মানবতার রাষ্ট্র।
ইসলাম ক্ষমতার বলে চাপিয়ে দেয়ার দ্বীন নয়। লা ইকরাহা ফিদ দ্বীন। (সুরা বাকারা আয়াত শরীফ 258.) । এমন আয়াত শরীফে আল্লাহতাআলা সব মানুষকে জীবনের স্বাধীনতা মুক্ত জীবন দান করেছেন, চাপমুক্ত আতংকমুক্ত মুক্ত পরিবেশে হৃদয়ের স্বাধীন উপলব্ধির মাধ্যমে সত্য উপলব্ধির সুযোগ দান করেছেন, সকল স্বৈরদস্যুতন্ত্র থেকে মুক্ত জীবন দান করেছেন।
জীবনের স্বাধীনতা না থাকলে সত্যের স্বাধীনতা থাকেনা। মুক্ত জীবনের মুক্ত সমাজ ও একক গোষ্ঠীর স্বৈরদস্যুতামুক্ত অসাম্প্রদায়িক সর্বজনীন মানবতার রাষ্ট্র না থাকলে সত্যের মুক্ত প্রবাহ জ্ঞানের মুক্ত প্রবাহ সম্পদ ও জীবনের মুক্ত প্রবাহ থাকে না রুদ্ধ হয়ে যায়, ফলে সত্যের নামে মিথ্যার স্বৈরদস্যুতা কায়েম হয়।
ইসলামের বাইরে সত্য ও জীবনের স্বাধীনতা এবং জীবনের মুক্তি নাই, কিন্তু নিজের ব্যক্তি জীবন আর সমাজ রাষ্ট্রে ইসলামের প্রয়োগ পদ্ধতি এক নয় সম্পূর্ণ ভিন্ন। সবকিছুতেই ইসলামের নাম লাগিয়ে দেয়া ইসলাম বুঝতে অক্ষমতা। কোথাও ইসলামের নামে বলপূর্বক জবরদস্তি কিছু চাপিয়ে দেয়া ইসলামের প্রাণ হত্যা করা ও ইসলামের মর্মচেতনা রুদ্ধ করা এবং ইসলামকে ধ্বংস করা।
ইসলাম আত্মিক রাজনৈতিক পূর্ণাঙ্গ দ্বীন কিন্তু ইসলামের নামে রাজনৈতিক দল ও রাষ্ট্র কোরআনুল করীমে নিষিদ্ধ। মানবতার রাষ্ট্র ই ইসলামের নির্দেশিত রাষ্ট্র। রাহমাতাল্লিল আলামীন প্রাণাধিক প্রিয়নবীর দেয়া সব মানুষের প্রতিনিধিত্বশীল মানবতার রাজনীতির ই সব মানুষের কল্যাণে ইসলামের নির্দেশিত একমাত্র রাজনীতি।
ইসলামের নামে রাষ্ট্র ক্ষমতাসীন গোষ্ঠীর মতবাদ বলপূর্বক ইসলামের নামে চাপিয়ে দিয়ে আসল ইসলাম স্বাধীন ইসলাম জ্ঞানের ইসলাম দলিলের ইসলাম জবাই করা। আফগানিস্তানে তালেবান রাষ্ট্র- ইরানে শিয়া রাষ্ট্র- বিগত আই এস রাষ্ট্র- আল আরবে সৌদি রাষ্ট্র তার অন্যতম প্রমাণ।
ইসলামের বিরুদ্ধে দুনিয়ায় যত ষড়যন্ত্র আছে তার মধ্যে সর্বনিকৃষ্ট ধ্বংসাত্মক ষড়যন্ত্র ইসলামের নামে রাষ্ট্র করে ইসলাম কুক্ষিগত করে ক্ষমতাসীন গোষ্ঠীর মতবাদ ও স্বৈরদস্যুতন্ত্র ইসলামের নামে চাপিয়ে আসল ইসলাম কবর দেয়া।
ইসলাম তাওহীদ রেসালাত খেলাফতের ভিত্তিতে সব মানুষের জীবনের স্বাধীনতা ভিত্তিক দাসত্বমুক্ত চাপমুক্ত আতংকমুক্ত নিরাপদ মুক্ত জীবনের নাম।
ইসলামের নামে সঠিক ধারায় দল হতে পারে কিন্তু রাজনৈতিক দল হতে পারেনা, কারন ইসলাম চাপিয়ে দেয়ার দ্বীন নয় এবং ইসলামের শিক্ষা এই যে -রাষ্ট্র সবার সব মানুষের একক ধর্মের নয়। ইসলামের নামে রাষ্ট্র মানে ইসলাম ছিনতাই হয়ে যাওয়া।
ক্ষমতার বলে জবরদস্তি চাপিয়ে দেয়া সত্যও সত্য নয় সত্যের নামের অসৎ বিকৃত অপব্যবহার। চাপিয়ে দেয়া সত্য কৃত্রিম সত্য-সত্যের মৃত্যু- জ্ঞানের মৃত্যু- স্বাধীনতার মৃত্যু। চাপিয়ে দেয়া সত্যের লাশ সত্যের মোড়কে মিথ্যার হাতিয়ার।
জীবনের মূল মালিক দয়াময় আল্লাহ প্রাণাধিক রাসুলের দেয়া জীবনের স্বাধীনতা রুদ্ধ করে ইসলাম বা সত্যের নামে কিছু চাপিয়ে দেয়া আল্লাহতাআলা ও তাঁর পবিত্র রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা।
ইসলাম বা সত্যের নামে কোনো কিছু জীবন ও রাষ্ট্রের উপর চাপিয়ে দেয়ার অধিকার আল্লাহ এবং সত্য ও মানবতার প্রাণাধিক রাসুল কাউকে দেন নাই।
আল্লাহ ছাড়া কেউ কারো মাআবুদ প্রভূ নয় এবং আল্লাহতাআলার রাসুল ছাড়া কেউ কারো অথরিটী মালিক নয় বরং রাব্বিল আলামীন আল্লাহ প্রাণাধিক রাসুলের পক্ষ থেকে প্রতিটি মানুষ যার মালিক সে।
আল্লাহ প্রাণাধিক প্রিয়নবীর পক্ষ থেকে প্রতিটি মানুষকে প্রদত্ত নিজ জীবনের আত্মমালিকানা এবং রাষ্ট্র ও দুনিয়ার সম্মিলিত মালিকানা ই কলেমার জীবন কাঠামো খেলাফত তথা খেলাফতে ইনসানিয়াত authority of life & state and world of universal humanity given by kind Allah & beloved holy Rasul sallallahu alaihi wa alihi wa sallam.
- #Allama_Imam_Hayat #World_humanity_revolution_Bangladesh

0 মন্তব্যসমূহ
Thanks For You Comment