Ticker

6/recent/ticker-posts

কোনো শিশু কোনো ভাষা নিয়ে জন্মায় না।



কোনো শিশু কোনো ভাষা নিয়ে জন্মায় না।
তাহলে স্পষ্ট হলো কোনো মানুষ জন্মগতভাবে ভাষাভিত্তিক জাতি নয়।

স্পষ্ট হলো দুনিয়ায় সবাই একই মানুষ হিসেবে আসে- কেউ বাঙালি আরবী ইংলিশ ইত্যাদি হিসেবে কারো জন্ম হয় না।
স্পষ্ট হলো ভাষাভিত্তিক বিভেদ বৈষম্য জাতীয়তাবাদ পরবর্তীতে আরোপিত কৃত্রিম মতবাদ।

জীবনের সত্য এই যে-
জীবন ভাষা গোত্র দেশ রাষ্ট্র বর্ণ লিংগ সব বস্তুর উর্ধে।

প্রমাণিত হলো যে- মানবসত্তার ভিত্তি কোনো বস্তু নয়,
অতএব কোনো বস্তুর ভিত্তিতে মানব জীবনের আত্মপরিচয় মিথ্যা ও মূর্খতা।

প্রমাণিত হলো যে- বস্তু জীবনের উপকরণ, কিন্তু জীবনের উর্ধে নয়।
প্রমাণিত হলো যে সকল বস্তুবাদি জাতীয়তাবাদ মিথ্যা এবং মানবতা অখণ্ড।

সকল বস্তুবাদি চেতনা মিথ্যা এবং জীবন অস্বীকার। 
ভাষা- গোত্র- রাষ্ট্র- বর্ণ- লিংগ- ইত্যাদি বস্তুভিত্তিক সকল বস্তুবাদি বিভেদ বৈষম্য বর্ডার জাতীয়তাবাদ মানবতা বিধ্বংসী বর্ণবাদ।

প্রমাণ হলো যে- প্রাকৃতিকভাবে সব মানুষ এক জাতি মানবজাতি।

কোনো শিশু যেমন নির্দিষ্ট ভাষা নিয়ে জন্মায় না তেমনি কোনো বর্ডার ভিত্তিক জন্মায় না- সব শিশু জীবনের স্রষ্টা প্রদত্ত বিশ্ব নাগরিকত্ব নিয়ে জন্মায়।

কোনো শিশু কোনো মানুষ দরিদ্র হিসেবে জন্মায় না, আল্লাহ রাসুল সব মানুষের জন্য আলো বাতাসের মত দুনিয়ার সব সম্পদ দিয়েছেন যা একক গোষ্ঠীর রাজনীতির কারাগারে রুদ্ধ হয়ে গেছে।

জীবনের সত্য এই যে-
জীবনের উর্ধে জীবনের স্রষ্টা ও স্রষ্টার আলো রাসুল ছাড়া কিছু নেই।

সব শিশু তথা সব মানুষকে জীবনের স্রষ্টা স্বাধীন করে সৃষ্টি করেছেন- বস্তুবাদ আত্মিক মৃত্যু ঘটায় এবং একক গোষ্ঠীর স্বৈরদস্যুতান্ত্রিক রাষ্ট্র জীবনের স্বাধীনতা হরন করে জীবন ধ্বংস করে।

বস্তুবাদি জাতীয়তাবাদি বিভেদ বিদ্বেষ বৈষম্য বর্ডার জীবনের সত্য অস্বীকার ও মানবতাবিধ্বংসী অপরাধ।

================
- আল্লামা ইমাম হায়াত,
বিশ্ব ইনসানিয়াত বিপ্লব,
Allama Imam Hayat
World humanity revolution.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ