বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব ই এ যুগের ইমামের জীবনী -Allama Raihan Rahbar

বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব ই এ যুগের ইমামের জীবনী।

ইমাম হায়াত মানে প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রেম ও শাণে প্রাণপণ উৎসর্গতা, ইমাম হায়াত মানে কলেমা প্রদত্ত রেসালাত কেন্দ্রীক তাওহীদ ভিত্তিক জীবন চেতনার পূণঃপ্রবর্তক, ইমাম হায়াত মানে সর্ব বাতিলের বিরুদ্ধে চিরআপোষহীন সংগ্রাম - ওহাবি সালাফি শিয়াবাদি বাতিলদের বিরুদ্ধে যেমন সংগ্রাম তেমনি নাস্তিক্যউদ্ভুত বস্তুবাদী মতবাদের কুফরী চেতনার বিরুদ্ধে সংগ্রাম, ইমাম হায়াত মানে অবৈধ 'সৌদি' আরব শব্দটি উৎখাত করে আল আরব পূণপ্রবর্তন তথা বাতিলের মুলুকিয়তের জবরদখল থেকে কেবলাভূমির স্বাধীনতা পূণরূদ্বার, ইমাম হায়াত মানে কলেমা দ্বীন খেলাফত তথা সুন্নীয়তের নির্ভেজাল ও পূর্ণাঙ্গ পথের দিশা, ইমাম হায়াত মানে আকিদা আদর্শ আধ্যাত্মিক মানবিক রাজনৈতিক সবদিকে কলেমা কারবালার আলোকধারায় দ্বীন সুন্নীয়তের বিশুদ্ধ ও পূর্ণাঙ্গ রূপরেখা পূণরূজ্জীবন যা হারিয়ে দেয়া হয়েছিল, ইমাম হায়াত মানে মহান শাহাদাতে কারবালার লক্ষ্য ও উদ্দেশ্য পূণরূদ্বারের সাধনায় আশুরা শব্দের গন্ডী থেকে জাতীয় শহীদ দিবস হিসেবে ঐতিহাসিক যুগান্তকারী ঘোষণা, ইমাম হায়াত মানে মহান শাহাদাতে কারবালার নির্দেশিত আমানত ও অংগীকার খেলাফতে ইনসানিয়াত পূণরূজ্জীবীত ও পূণপ্রতিষ্ঠার সাধনায় সত্যবিরোধী জীবনবিরোধী মিথ্যা অবিচারের কাঠামো পাশবিক স্বৈরদস্যুতন্ত্র মুলুকিয়তের বিরুদ্ধে অবিরত সংগ্রাম ও মুক্তির সাধনা, ইমাম হায়াত মানে ইসলামের হারানো রাজনীতি বা সুন্নীয়তের বিলুপ্ত রাজনৈতিক রূপরেখা যা সমগ্র মানবমন্ডলীর জন্য জীবন মানবতার একমাত্র প্রাকৃতিক রূপরেখা সে মানবতার জীবন নীতি বা জীবনের রাজনৈতিক দিকদর্শণ খেলাফতে ইনসানিয়াত ( state and world of life and universal humanity under divine values without any kind of discrimination and anti- right barriers )।

ইমাম হায়াতের জীবন ও জীবনী মানে শারীরিক বর্ণনা বা চাকরির আবেদনের গতানুগতিক সি ভি নয়, ইসলাম-মুসলিম মিল্লাত-মানবতার নূতন যুগ যা আঁধার থেকে আলোতে প্রত্যাবর্তন। ইমাম হায়াতের দিশা দিকদর্শণের পূর্বে চলমান সময়ে ইসলামের মূল ধারা আহলে সুন্নাত তথা সুন্নীয়তের সংজ্ঞা প্রায় বিলুপ্ত করে দেয়া হয়েছিল যার ফলে বস্তুবাদীমতবাদের অনুসারী হয়েও সুন্নী দাবি করা হচ্ছিল- কলেমা দ্বীন খেলাফত কারবালার মর্মধারা অস্বীকার করে দ্বীন সুন্নীয়তকে অরাজনৈতিক ঘোষণা করা হয়েছিল- অথবা ইসলামী রাষ্ট্রের নামে খারেজি সালাফি ওহাবি শিয়াবাদের অপরাজনীতি কিম্বা জাতীয়তাবাদের নামে বস্তুবাদী মতবাদের অপরাজনীতি কিম্বা কোনো না কোনো ধর্মের নামে অধর্ম উগ্রবাদের হিংস্র অপরাজনীতির ধারক স্বৈরদস্যুতন্ত্রের বিষাক্ত মুলুকিয়তের মধ্যে মিল্লাত মানবতাকে ডুবিয়ে দেয়া হয়েছিল, যেখান থেকে পূণরূদ্বারের সাধনা ও মুক্তির দিশা দিতে পেরেছেন একমাত্র ইমাম হায়াত।

ইমাম হায়াতের দিশা দিকদর্শণের পূর্বে এ যুগে শুধু সুন্নীয়তের সংজ্ঞা ও রূপরেখা নয় দুনিয়ার কোনো মাদ্রাসা খানকাহ বিশ্ববিদ্যালয়ে মানুষ তথা মানবসত্তারই সংজ্ঞা দেয়া সম্ভব হচ্ছিল না, ফলে আল্লাহতাআলার অলীগন ব্যতীত প্রায় প্রতিটি মানুষ তার আত্মসত্তা হারিয়ে বস্তুবাদী সত্তায় পরিণত হয়ে নিজের অস্তিত্ব শুধু হারায়নি সত্য ও জীবনের বিপরীত সত্তায় পরিণত হয়ে পড়েছে, জীবনের উর্ধ্বে বস্তুর সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়ে সত্যের ধারা থেকে বিচ্ছিন্ন ও জীবনের আলো নির্বাপিত হয়েছে, যে সর্ব বিণাশী আঁধার থেকে একমাত্র ইমাম হায়াত ই আলো ও মুক্তির পথ দেখিয়েছেন।

বিগত ইতিহাসে আমরা মুসলিম মিল্লাত এবং মানবতায় বিশ্বাসী সব মানুষ কি কি ভূল করে অপশক্তির গ্রাসে রুদ্ধ হয়ে পড়েছি, কেন আমরা সব হারিয়ে কয়েক শতাব্দী শুধু পতনের পর পতনের ইতিহাস, সব কারন চিহ্নিত করে সকল বিধ্বংসী আঁধার রুদ্ধতা পরাধীনতা -পাশবতা-বর্বরতা-খুন-সন্ত্রাস-নৃশংসতা-স্বৈরদস্যুতার কাঠামো থেকে আত্মা ও জীবন মানবতার মুক্তির প্রমানিত সুস্পষ্ট দিশা ও পথ দেখিয়েছেন এ সময় একমাত্র ইমাম হায়াত। আঁধার অপশক্তির গ্রাসে রুদ্ধ সত্য ও জীবন মানবতার নবজীবন ও নবযুগের দিশা ইমাম হায়াত-সত্যের চিরন্তন আলোকধারায় ।

Written By : Allama Raihan Rahbar (Secretary-General: World sunni movemet, Bangladesh & World Humanity Revolution Party, Bangladesh)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সাহাবী একটি বৈশিষ্ট্য, সাহাবী একটি চরিত্র, সাহাবী একটি আদর্শ, সাহাবী মানে উৎসর্গ, সাহাবী মানে সর্বোচ্চ বিশ্বস্ত! লেখক- আল্লামা ইমাম হায়াত এর দিশার আলোকে- আল্লামা মুফতি রেজাউল মোস্তফা কায়সার

প্রিয়নবীর সম্পর্কের চেয়ে জরুরী গুরুত্বপূর্ণ মূল্যবান অপরিহার্য্য অন্য কোন সম্পর্কই নয় -"আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমা"

(দলিল) নবী রাসূল আলাইহিস সাল্লাম গন সহ আল্লাহর ওলী গন চিরন্তন জীবিত ।