Ticker

6/recent/ticker-posts

মোবাইল অ্যাপে ভোটের সুবিধা ও ভোট কেন্দ্রে বুথে গিয়ে ভোটের অসুবিধা দেখুন



মোবাইল অ্যাপে ভোটের সুবিধা ও ভোট কেন্দ্রে বুথে গিয়ে ভোটের অসুবিধা দেখুন - 

তুলনামূলক বিশ্লেষণ

মোবাইল অ্যাপে ভোটের সুবিধা : 
মোবাইল ফোনে আঙ্গুলের ছাপে ভোট-

(১) সবাই ঘরে কর্মস্থলে বসে ভোট দিতে পারবেন।
(২) সবার জন্য নিরাপদ।
(৩) কোন আতঙ্ক নেই, শান্তিপূর্ণ পদ্ধতি।
(৪) যার ভোট তিনি দিবেন কেউ জানবে না। 
(৫) ভোট জালিয়াতের সুযোগ নাই।
(৬) কেন্দ্র দখলের অবকাশ নেই।  
(৭) গণনা নির্ভুল হবে।
(৮) বিশাল অর্থের অপচয় হবে না।
(৯) কোনোরূপ দুর্নীতির সুযোগ নাই।
(১০) সময় নষ্ট হবে না।
(১১) রাষ্ট্রীয় ছুটির প্রয়োজন নেই।
(১২) এক কোটি বিশ লাখ প্রবাসী সবাই ভোট দিতে পারবেন।
(১৩) অসুস্থ ভোটার হাসপাতাল থেকে এবং কর্মব্যস্ত লোকেরাও ভোট দিতে পারবেন।
(১৪) বৃদ্ধাঙ্গুলির ছাপ জালিয়াতি সম্ভব নয় ফলে ভোট নিশ্চিত হবে। 
(১৫) আঙ্গুলে কালি দেওয়ার প্রয়োজন নেই।
(১৬) কেন্দ্রীয়ভাবে ভোটের সংখ্যা মনিটর করা যাবে। 
(১৭) ডাটা সংরক্ষিত থাকবে তাই কেউ চাইলেই ফলাফল নিশ্চিত হতে পারবেন

ভোট কেন্দ্রে বুথে গিয়ে ভোটের অসুবিধা:
ভোট কেন্দ্রে বুথে গিয়ে সিল মেরে ভোট-

(১) নিজ নিজ অবস্থান থেকে সম্ভব নয়।
(২) কারো জন্য নিরাপদ নয়। 
(৩) খুবই আতঙ্কজনক এবং প্রাণহানির আশঙ্কা।
(৪) ভোটের গোপনীয়তা ঠিক থাকে না।
(৫) ভোট জালিয়াতের সুযোগ আছে।
(৬) কেন্দ্র দখলের হুমকি আছে।  
(৭) গণনায় চক্রান্তের সুযোগ আছে।  
(৮) বিশাল অর্থের অপচয় হবে।
(৯) ব্যাপক দুর্নীতি হয়।
(১০) কোটি লোকের ব্যাপক সময় নষ্ট হবে।
(১১) রাষ্ট্রের ছুটির মাধ্যমে রাষ্ট্রের ক্ষতি হয়।
(১২) প্রবাসীরা ভোট দিতে পারবেন না।
(১৩) হসপিটালের লক্ষ লক্ষ ভোটার এবং জরুরী কর্মব্যস্ত সবাই ভোট দিতে পারবেন না। 
(১৪) ভোট নিশ্চিত হবে না এবং অতীতেও হয় নাই।
(১৫) আঙ্গুলে কালি দেওয়ার যে কোন পদ্ধতি অগ্রহণযোগ্য।
(১৬) গণনা শেষ না হওয়া পর্যন্ত তাৎক্ষণিক মনিটর অসম্ভব এবং ফলে দাঙ্গা হাঙ্গামা হয়।
(১৭) সংরক্ষিত সম্ভব নয় তাই নির্বাচন প্রশ্নবিদ্ধ ও কলঙ্কিত হয়। 

আল্লামা ইমাম হায়াত
চেয়ারম্যান-ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ