শুধু আওয়ামী লীগ কে নিষিদ্ধ করলেই দেশ স্বৈরাচার ফ্যাসিবাদ থেকে মুক্ত হবে না।
স্বৈরাচার ফ্যাসিবাদের মুলে আছে একক মতবাদ ভিত্তিক এবং একক ধর্মের নামে অধর্ম উগ্রবাদী সাম্প্রদায়িক রাজনীতি।
তাই একক মতবাদ ভিত্তিক এবং একক ধর্মের নামে অধর্ম উগ্রবাদী সাম্প্রদায়িক রাজনীতি কে সাংবিধানিক ভাবে নিষিদ্ধ না করা হলে কখনোই দেশ স্বৈরাচার ফ্যাসিবাদ মুক্ত হবে না।
বরং এক গোষ্ঠীবাদী দলের দাবীর ভিত্তিতে অন্য রাজনৈতিক দল কে নিষিদ্ধ করাই স্বৈরাচারী চরিত্রের বহিঃপ্রকাশ, এবং দেশকে স্পষ্ট একটা গোষ্ঠীর হাতে তুলে দিয়ে দেশ রাষ্ট্র গনতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র।
আজকে জুলাই আগস্টের হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগ কে নাৎসি বাহিনীর সাথে তুলনা করে নিষিদ্ধ করার জন্য যারা আন্দোলন করছে বাংলাদেশের ইতিহাসে নাৎসি বাহিনীর সমান সংখ্যক মানুষ হত্যার রেকর্ড কেবল তাদের রয়েছে,তার জন্য সবার আগে তাদের নিষিদ্ধ করা উচিৎ।
তাই ক্ষমতার বলে শুধুমাত্র একটা রাজনৈতিক দল কে নিষিদ্ধ করে বাকিদের স্বৈরাচারী কায়দায় ক্ষমতায় যাওয়ার পথ তৈরি দেশ ও জনগণের সাথে বেইমানি বিশ্বাসঘাতকতা।দলীয় রাজনীতির উর্ধে মানবতা। মানবতার জন্যই হতে হবে রাজনীতি। যে রাজনীতি মানবতা ভিত্তিক নয় সেটা দস্যুনীতি।
দল মতের উর্ধে জীবন মানবতা। রাষ্ট্রেরও উর্ধে মানবতা। মানবতা সকল আইনেরও উর্ধে।
সব ধর্মের মূল আদর্শ মানবতা।
মানবতা স্বয়ং স্রষ্টার নির্দেশ এবং স্রষ্টার আলো মহান রাসুলের নির্দেশ। মানবতার শত্রু স্রষ্টা ও তাঁর মহান রাসুলের শত্রু অমানুষ।
পক্ষ বিপক্ষ শত্রু মিত্র সবার জন্য মানবিক হোন সবার মানবাধিকার রক্ষা করুন। যার মধ্যে মানবতা নাই সে মানুষ নয় অমানুষ।
মানবতাবিরুদ্ধ স্বৈররাজনীতির চেয়ে বড় অপরাধ আর কিছুই নেই।
মানবতাবিরুদ্ধ পাশবিক স্বৈররাজনীতি বর্জন করে সর্বজনীন মানবতার রাষ্ট্রের লক্ষ্যে মানবতার রাজনীতির ধারক হোন।
ধন্যবাদ।
#আল্লামা_ইমাম_হায়াত #বিশ্ব_ইনসানিয়াত_বিপ্লব_বাংলাদেশ
#Allama_Imam_Hayat #World_humanity_revolution

0 মন্তব্যসমূহ
Thanks For You Comment