বাতেল জালেম অপশক্তির কবল থেকে প্রাণপ্রিয় কেবলাভূমি পুনরদ্ধার এবং দ্বীন-মিল্লাত-মানবতার মুক্তির লক্ষ্যে বিশ্ব সুন্নী আন্দোলন, বাংলাদেশ ফেনী জেলা শাখার উদ্যোগে গতকাল দাগনভূইয়া উপজেলায় ঈদ পুনর্মিলনী ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়।
বাতেল
জালেম অপশক্তির কবল থেকে প্রাণপ্রিয় কেবলাভূমি পুনরদ্ধার এবং
দ্বীন-মিল্লাত-মানবতার মুক্তির লক্ষ্যে বিশ্ব সুন্নী আন্দোলন, বাংলাদেশ
ফেনী জেলা শাখার উদ্যোগে গতকাল দাগনভূইয়া উপজেলায় ঈদ পুনর্মিলনী ও সালাতু
সালাম মাহফিল অনুষ্ঠিত হয়।
শত শত বিশিষ্ট পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম ও শিক্ষাবিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ বিশাল মাহফিলে বিশেষ দিকনির্দেশনা মূলক প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব সুন্নী আন্দোলন এর প্রতিষ্ঠাতা এবং আহলে সুন্নাতের নির্দেশিত জীবন ব্যবস্থার মানবিক রূপরেখা খেলাফতে ইনসানিয়াত তথা সর্বজনীন মানবিক রাষ্ট্রব্যবস্থা ও মুক্ত মানবতার অখন্ড বিশ্বব্যবস্থার দিকদর্শন বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক- হজরত ইমাম হায়াত।
মাওলানা গোলাম সরওয়ার এর সভাপতিত্বে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা অধ্যাপক ডঃ আতাউর রহমান মিয়াজী (ঢাকা বিশ্ববিদ্যালয়), অধ্যাপক আল্লামা ডঃ নুরুন্নবী (এশিয়ান ইউনিভার্সিটি, ঢাকা), মুফতি মাওলানা নজরুল ইসলাম রেজভী(খলিফা,রেজভীয়া দরবার শরীফ, কুমিল্লা), অলীয়ে কামেল হযরত শাহ সূফী মাওলানা মোহাম্মদ জামসেদ আলম ফতেহপুরী প্রকাশ ফুল হুজুর, ফতেহপুর, নবাবপুর, সোনাগাজী, ফেনী, হযরত মাওঃ শাহীন আহমেদ রেজভী খতীব, পুরাতন জেলখানা জামে মসজিদ ব্রাক্ষন বাড়ীয়া, আলহাজ্ব আল্লামা ছালি আহমেদ আনসারি, খতীব, হযরত শাহ জালালুদ্দীন বোখারী (রঃ) জামে মসজিদ, হাটহাজারী, করমুল্লাপুর ছুন্নীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুজাহেদে আহলে সুন্নাত মাওঃ ক্বারী আব্দুল মালেক খতিব, তুলাতলী শাহী জামে মসজিদ, মোজাহেদে আহলে সুন্নাত বি-বাড়িয়া ভাদুঘর শাহী জামে মসজিদের খতিব আল্লামা জাবের আল মনসুর, পীরে তরিকত শাহ সুফী কাজী বেলায়েত হোসেন(পীর সাহেব, ফয়েজলেক দরবার শরীফ, চট্টগ্রাম), ওলীয়ে কামেল পীরে তরিকত শাহ সুফী জামশেদ আলম ফতেহপুরী (প্রকাশ ফুলপীর, ফতেহপুর, নবাবপুর, সোনাগাজী), পীরে তরিকত শাহ মোহাম্মদ সোলায়মান (পীর সাহেব, দুধমুখা দরবার শরীফ), এম এ মনছুর মোল্লা (বাংলাদেশ ইমাম সমিতি ফেনী জেলার সভাপতি ও ফেনী আহলে সুন্নাত ওয়াল জামাত এর সভাপতি), মোজাহেদে আহলে সুন্নাহ ওস্তাজুল ওলামা মাওলানা হাফেজ উল্যাহ (সাবেক প্রিন্সিপাল, দারোগার হাট মাদ্রাসা, চট্টগ্রাম), ওস্তাজুল ওলামা মাওলানা তোফাজ্জল হোসেন (সহযোগী অধ্যাপক, কানকির হাট মাদ্রাসা, নোয়াখালী), পীরে তরিকত আওলাদে গাজী শাহ সামছুদ্দাহ জীবন গাজী(পীর সাহেব, হরিণকাটা গাজীর হাটে, নোয়াখালী), মাওলানা বেলায়েত হোসেন(প্রধান শিক্ষক, নোয়াখালী জেলা স্কুল), কারী আব্দুল মালেক(খতিব, ঐতিহাসিক তুলাতুলি শাহী জামে মসজিদ), শাহ সুফী মন্নান কাওয়াল (সভাপতি, তরিকত ফেডারেশন নোয়াখালী), আল্লামা ছাইদুর রহমান(প্রিন্সিপাল, জামেয়া রহমানীয়া সুন্নীয়া মাদ্রাসা মস্তাননগর, চট্টগ্রাম), শাহ্ শুফী মাওলানাঃ সরওয়ার অহমদ(পীর সাহেব লাকসাম দরবার শরীফ)। আরও উপস্থিত ছিলেন বিশ্ব সুন্নী আন্দোলনের কেন্দ্রীয় নেতা আল্লামা আরেফ সারতাজ, আল্লামা আবরার চিস্তি, আল্লামা মোর্শেদ শাহ, আল্লামা খাজা নাজমুদ্দিন, আল্লামা জাকির আহসান, আল্লামা রায়হান রাহবার, আল্লামা এমদাদ সায়ীফ, আল্লামা হাফেজ ইলিয়াছ শাহ, আল্লামা শেখ নয়ীমুদ্দিন, আল্লামা আওয়াল কাদেরী। বিশিষ্ট সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, ফেনী জেলার সভাপতি ও দৈনিক ফেনী প্রতিদিন এর সম্পাদক জসিম মাহমুদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, ফেনী জেলার সাধারন সম্পাদক ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার সিদ্দিক আল মামুন, দাগনভূইয়া প্রেস ক্লাবের সভাপতি সিরাজ উদ্দিন দুলাল, সাবেক সাধারন সম্পাদক আলমগীর ননী প্রমুখ।
ঈমান-দ্বীন-মিল্লাত-মানবতার চলমান ঘোর আঁধার ও ভয়াবহ ধ্বংসাত্মক পরিস্থিতি বর্ণনায় ইমাম হায়াত বলেন, সত্য ও মানবতার বিরুদ্ধে মিথ্যা-অবিচারের ধারক বিভিন্ন ধর্মের নামে অধর্ম উগ্রবাদ ও বস্তুবাদ অপশক্তির একক গোষ্ঠিবাদী স্বৈর দস্যুতন্ত্রেও যুদ্ধেও মুখে দুনিয়াব্যাপী খুন-ক্ষুধা-সন্ত্রাস-হিংস্রতা-পরাধীনতা-অধিকারহীনতা-নির্মম ধ্বংসযজ্ঞে অন্তহীন আতংক-ক্রন্দন-হাহাকার-আর্তনাদ থেকে মুক্তির একমাত্র উপায় সর্বজনীন মানবতার মুক্ত দুনিয়া গড়ে তোলার বিপ্লব খেলাফতে ইনসানিয়াতের মাধ্যমে ফিরে আসতে পারে সত্য ও মানবতার সার্থক ঈদ।
ইমাম হায়াত সর্ব বাতিলের যুদ্ধের মুখে সুন্নীয়তের অস্তিত্ব রক্ষায় ও সর্বাত্মক পূনপ্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন, অবরুদ্ধ সত্য পরাজিত জীবন ও নিপীড়িত মানবতার মুক্তি ও বিজয়ের লক্ষ্যে পালিত হোক সকল ঈদ।
শত শত বিশিষ্ট পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম ও শিক্ষাবিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ বিশাল মাহফিলে বিশেষ দিকনির্দেশনা মূলক প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব সুন্নী আন্দোলন এর প্রতিষ্ঠাতা এবং আহলে সুন্নাতের নির্দেশিত জীবন ব্যবস্থার মানবিক রূপরেখা খেলাফতে ইনসানিয়াত তথা সর্বজনীন মানবিক রাষ্ট্রব্যবস্থা ও মুক্ত মানবতার অখন্ড বিশ্বব্যবস্থার দিকদর্শন বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক- হজরত ইমাম হায়াত।
মাওলানা গোলাম সরওয়ার এর সভাপতিত্বে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা অধ্যাপক ডঃ আতাউর রহমান মিয়াজী (ঢাকা বিশ্ববিদ্যালয়), অধ্যাপক আল্লামা ডঃ নুরুন্নবী (এশিয়ান ইউনিভার্সিটি, ঢাকা), মুফতি মাওলানা নজরুল ইসলাম রেজভী(খলিফা,রেজভীয়া দরবার শরীফ, কুমিল্লা), অলীয়ে কামেল হযরত শাহ সূফী মাওলানা মোহাম্মদ জামসেদ আলম ফতেহপুরী প্রকাশ ফুল হুজুর, ফতেহপুর, নবাবপুর, সোনাগাজী, ফেনী, হযরত মাওঃ শাহীন আহমেদ রেজভী খতীব, পুরাতন জেলখানা জামে মসজিদ ব্রাক্ষন বাড়ীয়া, আলহাজ্ব আল্লামা ছালি আহমেদ আনসারি, খতীব, হযরত শাহ জালালুদ্দীন বোখারী (রঃ) জামে মসজিদ, হাটহাজারী, করমুল্লাপুর ছুন্নীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুজাহেদে আহলে সুন্নাত মাওঃ ক্বারী আব্দুল মালেক খতিব, তুলাতলী শাহী জামে মসজিদ, মোজাহেদে আহলে সুন্নাত বি-বাড়িয়া ভাদুঘর শাহী জামে মসজিদের খতিব আল্লামা জাবের আল মনসুর, পীরে তরিকত শাহ সুফী কাজী বেলায়েত হোসেন(পীর সাহেব, ফয়েজলেক দরবার শরীফ, চট্টগ্রাম), ওলীয়ে কামেল পীরে তরিকত শাহ সুফী জামশেদ আলম ফতেহপুরী (প্রকাশ ফুলপীর, ফতেহপুর, নবাবপুর, সোনাগাজী), পীরে তরিকত শাহ মোহাম্মদ সোলায়মান (পীর সাহেব, দুধমুখা দরবার শরীফ), এম এ মনছুর মোল্লা (বাংলাদেশ ইমাম সমিতি ফেনী জেলার সভাপতি ও ফেনী আহলে সুন্নাত ওয়াল জামাত এর সভাপতি), মোজাহেদে আহলে সুন্নাহ ওস্তাজুল ওলামা মাওলানা হাফেজ উল্যাহ (সাবেক প্রিন্সিপাল, দারোগার হাট মাদ্রাসা, চট্টগ্রাম), ওস্তাজুল ওলামা মাওলানা তোফাজ্জল হোসেন (সহযোগী অধ্যাপক, কানকির হাট মাদ্রাসা, নোয়াখালী), পীরে তরিকত আওলাদে গাজী শাহ সামছুদ্দাহ জীবন গাজী(পীর সাহেব, হরিণকাটা গাজীর হাটে, নোয়াখালী), মাওলানা বেলায়েত হোসেন(প্রধান শিক্ষক, নোয়াখালী জেলা স্কুল), কারী আব্দুল মালেক(খতিব, ঐতিহাসিক তুলাতুলি শাহী জামে মসজিদ), শাহ সুফী মন্নান কাওয়াল (সভাপতি, তরিকত ফেডারেশন নোয়াখালী), আল্লামা ছাইদুর রহমান(প্রিন্সিপাল, জামেয়া রহমানীয়া সুন্নীয়া মাদ্রাসা মস্তাননগর, চট্টগ্রাম), শাহ্ শুফী মাওলানাঃ সরওয়ার অহমদ(পীর সাহেব লাকসাম দরবার শরীফ)। আরও উপস্থিত ছিলেন বিশ্ব সুন্নী আন্দোলনের কেন্দ্রীয় নেতা আল্লামা আরেফ সারতাজ, আল্লামা আবরার চিস্তি, আল্লামা মোর্শেদ শাহ, আল্লামা খাজা নাজমুদ্দিন, আল্লামা জাকির আহসান, আল্লামা রায়হান রাহবার, আল্লামা এমদাদ সায়ীফ, আল্লামা হাফেজ ইলিয়াছ শাহ, আল্লামা শেখ নয়ীমুদ্দিন, আল্লামা আওয়াল কাদেরী। বিশিষ্ট সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, ফেনী জেলার সভাপতি ও দৈনিক ফেনী প্রতিদিন এর সম্পাদক জসিম মাহমুদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, ফেনী জেলার সাধারন সম্পাদক ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার সিদ্দিক আল মামুন, দাগনভূইয়া প্রেস ক্লাবের সভাপতি সিরাজ উদ্দিন দুলাল, সাবেক সাধারন সম্পাদক আলমগীর ননী প্রমুখ।
ঈমান-দ্বীন-মিল্লাত-মানবতার চলমান ঘোর আঁধার ও ভয়াবহ ধ্বংসাত্মক পরিস্থিতি বর্ণনায় ইমাম হায়াত বলেন, সত্য ও মানবতার বিরুদ্ধে মিথ্যা-অবিচারের ধারক বিভিন্ন ধর্মের নামে অধর্ম উগ্রবাদ ও বস্তুবাদ অপশক্তির একক গোষ্ঠিবাদী স্বৈর দস্যুতন্ত্রেও যুদ্ধেও মুখে দুনিয়াব্যাপী খুন-ক্ষুধা-সন্ত্রাস-হিংস্রতা-পরাধীনতা-অধিকারহীনতা-নির্মম ধ্বংসযজ্ঞে অন্তহীন আতংক-ক্রন্দন-হাহাকার-আর্তনাদ থেকে মুক্তির একমাত্র উপায় সর্বজনীন মানবতার মুক্ত দুনিয়া গড়ে তোলার বিপ্লব খেলাফতে ইনসানিয়াতের মাধ্যমে ফিরে আসতে পারে সত্য ও মানবতার সার্থক ঈদ।
ইমাম হায়াত সর্ব বাতিলের যুদ্ধের মুখে সুন্নীয়তের অস্তিত্ব রক্ষায় ও সর্বাত্মক পূনপ্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন, অবরুদ্ধ সত্য পরাজিত জীবন ও নিপীড়িত মানবতার মুক্তি ও বিজয়ের লক্ষ্যে পালিত হোক সকল ঈদ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks For You Comment