স্বাধীনতার বিশ্বাসী মানবতার আপনদের কাছে প্রশ্ন -"স্বাধীনতার ৪৬ বছরে কি আমরা স্বাধীন?



স্বাধীনতার বিশ্বাসী মানবতার আপনদের কাছে প্রশ্ন -"স্বাধীনতার ৪৬ বছরে কি আমরা স্বাধীন? প্রশ্ন রয়ে যায়, স্বাধীনতার পর যতগুলো দল ক্ষমতায় আসছে সবগুলো দলের কাজকর্ম একই ধারার।

নিজেদের ক্ষমতা বিস্তারে মাধ্যমে একক গোষ্ঠীবাদী মুলকিয়তের ধারা প্রতিষ্ঠা করা,  তাদের কাজকর্ম এর কিছু ফলাফল তুলে ধরা যাক

বর্তমানে বাংলাদেশে গড়ে -

------------------------------

প্রতিদিন ১২ জন মা-বোন ধর্ষণের শিকার হয়
দিনে = ১২ জন
মাসে = ৩৬০ জন
বছরে = ৪৩২০ জন
তাহলে গত ৪৭ বছরে = ২০৩০৪০ জন । 


[নোট : তা কেবল নথি পত্রের ভিত্তিতে  যার বাহিরে আরো এমন ধর্ষণ হচ্ছে ]


মা-বোন দেশে স্বাধীন হওয়ার পর ধর্ষনের শিকার হয়েছে বা হচ্ছে।


আমরা কি এই স্বাধীনতা চেয়েছিলাম? 


আমরা জানি স্বাধীনতাযুদ্ধে পাকহানাদার বাহিনী কর্তৃক এই বাংলাতে ২০০,০০০-৪০০,০০০ মা বোন ধর্ষণের শিকার হয়েছে ( সূত্র :উইকিপেডিয়া ) তা ছিল দেশ পরাধীন অবস্থায় স্বাধীন হওয়ার পূর্বের অবস্থা যা থেকে আমরা মুক্তি চেয়েছিলাম , চেয়েছিলাম জীবনের নিরাপত্তা মা-বোনদের ইজ্জতের নিরাপত্তা কিন্তু বাস্তব চিত্র কি ? আমরা কি এই স্বাধীনতা চেয়েছিলাম ?

সিদ্ধান্ত আজ আমাদের নিতে হবে ,

৭১ এর যেমন পাকহানাদারদের পরাজিত করে বিজয় ছিনিয়ে এনেছি আজ আবার শপথ নেবো আমরা ৪৭ বছরের অপরাজনীতি ভেজ্ঞে মানবতার রাজনীতি মানুষের সবার রাষ্ট্র নিশ্চিত করবো |

বাংলাদেশ থেকে বর্তমানে কথিত বন্ধু রাষ্ট্র ইন্ডিয়া হয়ে প্রতিদিন - ১৩৭ জন জীবন্ত মানুষ বিশেষ করে
মা-বোন ও শিশু পাচার হচ্ছে একটু হিসেবে করে নেই :
দিনে - ১৩৭. জন
মাসে - ১৩৭* ৩০ = ৪১১০ জন
বছরে= ১২ মাস* ৪১১০ = ৪৯৩২০
এযুগে = ৫৯১৮৪০ জন গত ১২বছরে মানব পাচার হয়েছে এই হচ্ছে আমাদের স্বাধীন দেশের চিত্র ?

এবং যা প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে ।

সিদ্ধান্ত আমাদের এখনিই নিতে হবে মা বোনদের পাচার হতে দেব অপরাজনীতির দোসরদের কাছে ক্ষমতা তুলে দিব? নাকি মানবতার তথা সব মানুষের সার্বজনীন রাষ্ট্রের পক্ষে অবস্থান নেবো |

তাই আসুন সকলে মিলে ইনসানিয়াত বিপ্লব তথা মানবিক বিপ্লব গড়ে তুলি। আগামী নির্বাচনে ইনসানিয়াত বিপ্লবের প্রার্থীকে ভোট দিয়ে জয় যুক্তকরুন।

মনে রাখবেন কখনোই মানুষ হিসেবে অমানবিক অপরাজনীতিকে ভোট দিতে পারে না।

"সব মানুষ ভাই ভাই,মানবতার দুনিয়া চাই"-"ইমাম_হায়াত" 
 
অনুপ্রেরণা : জাবেদ ভাই

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সাহাবী একটি বৈশিষ্ট্য, সাহাবী একটি চরিত্র, সাহাবী একটি আদর্শ, সাহাবী মানে উৎসর্গ, সাহাবী মানে সর্বোচ্চ বিশ্বস্ত! লেখক- আল্লামা ইমাম হায়াত এর দিশার আলোকে- আল্লামা মুফতি রেজাউল মোস্তফা কায়সার

প্রিয়নবীর সম্পর্কের চেয়ে জরুরী গুরুত্বপূর্ণ মূল্যবান অপরিহার্য্য অন্য কোন সম্পর্কই নয় -"আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমা"

(দলিল) নবী রাসূল আলাইহিস সাল্লাম গন সহ আল্লাহর ওলী গন চিরন্তন জীবিত ।