তরিকায়ে মোঃ নামে কোনো স্বীকৃত তরিকা ইসলামে নেই -"সৈয়দ আল্লামা ইমাম হায়াত"



তরিকায়ে মোঃ নামে কোনো স্বীকৃত তরিকা ইসলামে নেই। 

আল্লাহতাআলার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সরাসরি নাম মোবারকে কোনো তরিকা মজহাব হয় না কারণ এগুলো বেলায়াত ও ইমামাতের স্তর, নবুওয়াত দ্বীনের মালিক।

তরিকত মজহাব এগুলো উম্মতের নামে হয়, শাণে নবুওয়াতের নামে নয়। কেউ আল্লাহতাআলার হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম মোবারকে তরিকত চালিয়ে দিতে চাইলে হয় জাহেল নাহয় শয়তান।

প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গাওসে পাক রঃ খাজা বাবা রঃ এর মত তরিকতের ইমাম নন ঈমানের উৎস ও দ্বীনের মালিক। আর এই মোঃ যদি মোঃ ইবনে ওয়াব হয় তাহলে তরিকতের ছদ্মবেশে ওয়াবিবাদের গোপনাংগ ছাড়া কিছু নয়। নাউজুবিল্লাহ।

আমরা ঈমানী সত্য তুলে ধরেছি, পারলে দলিলে প্রমাণ দিয়ে তরিকায়ে মোঃ প্রমাণ করুন। এ নামে কোনো তরিকা ইসলামে স্বীকৃত নয়, এই মোঃ হচ্ছে অভিশপ্ত মোঃ ইবনে ওয়াব।

ব্রেলবি ও ইসমাল দেহলভী ওয়াবিবাদের জনকের নামে আওর মোঃ তরিকা নামে এটা চালু করে, মূর্খ মানুষ আল্লাহতাআলার হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম মোবারক মনে করে ধোকার ফাঁদে পড়ে আছে।

অথচ আল্লাহতাআলার হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সরাসরি নামে তরিকত মজহাব হয় না কারণ এগুলো উম্মতের বেলায়াত ও ইমামাতর স্তর,নবুওয়াতের নয়, নবুওয়াত সব কিছুর উর্ধে ও উৎস, নবুওয়াতের নামে তরিকত হয় না, নবুওয়াত দ্বীনের মালিক।

গাওসে পাক রঃ বা খাজা বাবা রঃ কিম্বা মোজাদ্দেদ আলফেসানী রঃ এর মত রেসালাতে ইলাহি তরিকতের ইমাম নন, ঈমান দ্বীন শরিয়ত তরিকতের উৎস ও দাতা এবং মূল মালিক।

=================
#আল্লামা_ইমাম_হায়াত
(ইসলামের মূল ধারা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রকৃত ধারার এ যুগের #পূণরূজ্জীবনকারী এবং বিশ্ব সুন্নী আন্দোলনের #প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের #প্রবর্তক)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সাহাবী একটি বৈশিষ্ট্য, সাহাবী একটি চরিত্র, সাহাবী একটি আদর্শ, সাহাবী মানে উৎসর্গ, সাহাবী মানে সর্বোচ্চ বিশ্বস্ত! লেখক- আল্লামা ইমাম হায়াত এর দিশার আলোকে- আল্লামা মুফতি রেজাউল মোস্তফা কায়সার

প্রিয়নবীর সম্পর্কের চেয়ে জরুরী গুরুত্বপূর্ণ মূল্যবান অপরিহার্য্য অন্য কোন সম্পর্কই নয় -"আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমা"

(দলিল) নবী রাসূল আলাইহিস সাল্লাম গন সহ আল্লাহর ওলী গন চিরন্তন জীবিত ।