জীবন আল্লাহর দান - মানবতা রাসুলের দান। *সব মানুষ এক মানুষ- এক মানুষ সব মানুষ। বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের দুএকটি মূল শ্লোগান এর সংখিপ্ত ব্যাখ্যা দেয়া হলো।



একটি  সংগঠনের কিছু আগ্রহী  ভাই জানতে চেয়ে ছিলেন  তাদের উদ্দেশ্যেই বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের দুএকটি মূল শ্লোগান এর সংখিপ্ত ব্যাখ্যা দেয়া হলো।-

*জীবন আল্লাহর দান - 
মানবতা রাসুলের দান।

*সব মানুষ এক মানুষ-
এক মানুষ সব মানুষ 

*সব মানুষ ভাই ভাই-
মানবতার দুনিয়া চাই

أَنَّهُ مَن قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِي الْأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيعًا وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ جَمِيعًا

এটা কোরআনুল করীমে সুরা মায়েদার  ৩২ নম্বর আয়াত শরীফ-* অর্থাৎ একজন মানুষকে হত্যা করা-সব মানুষকে হত্যা করা এবং একজন মানুষকে বাঁচানো সব মানুষকে বাঁচানো * এবং অনুরূপ হাদিস শরীফের ভাবার্থ, এ ভাবার্থ টির ভিত্তিতে এভাবে বিপ্লবী দিকদর্শন হিসেবে আংশিক  রূপক অনুবাদে ছন্দাকার শ্লোগানে তৈরি করেছেন আল্লামা ইমাম হায়াত ।

এ আয়াত শরীফের ব্যাখ্যায় আল্লামা ইমাম হায়াত বলেন,-” এ আয়াত মোবারকের মর্ম অসীম, আধ্যাত্মিক-রাজনৈতিক-মানবিক এবং দয়া-ভালোবাসা-দায়িত্ব সহ অনেক আলোকময় দিশার এক খনি এবং মানবিক সমাজ রাষ্ট্র ও বিশ্ব গড়ে তোলার দিক নির্দেশিকা এ মহান আয়াত মোবারক। 

এটা যেমন তাওহীদের এককত্বের দিকে আহ্বান করে, এটা যেমন সকল গুন জ্ঞান দিশা কল্যাণের মূল উৎস সকল আলোর একমাত্র মহাকেন্দ্র মহান রেসালাতের ভিত্তিকতার আহ্বান করে, তেমনি মানবিক ভ্রাতৃত্ব-সাম্য-একাত্মতা-আপনত্ব-বন্ধন স্মরণ করিয়ে দেয় এবং তৈরি ও প্রতিষ্ঠায় নির্দেশ দেয়, বিভক্তি বিচ্ছিন্নতা দূর করে সব মানুষের একক দুনিয়া মানবিক দুনিয়া গড়ার আহ্বান জানায়। 

নিজেকে অখন্ড মানবমন্ডলীর অংশ হিসেবে উপলব্ধি এবং নিজের মধ্যে সব মানুষের প্রতি সেবা-ভালোবাসা-একাত্মতা ও মানবতার উদ্ধার ও কল্যাণে দায়িত্ব শিখায়। 
সব মানুষের এবং যে কোনো মানুষের সুখ শান্তি উদ্ধার নিজের শান্তি এবং যে কোনো মানুষের অন্য সব মানুষের দুঃখ কষ্ট ও কারো ওপর জুলুম-নির্যাতন-নিপীড়ন-শোষণ-অবমাননা নিজের ও নিজেদের আপনদের উপর হিসেবে আন্তরিক ব্যাথার উপলব্ধি ও উদ্ধারের সম্মিলিত প্রেরণা এই আয়াত মোবারক। 

সবাই আমরা এক মূল থেকে এসেছি এবং আবার মূল গন্তব্যে সবার মুক্তির দরবার শাণে রেসালাতে যুক্ত থেকে তাওহীদের রহমতয় মঞ্জিলে একই মকসুদে ফিরে যেত হবে, এভাবে অখণ্ড অনন্ত সত্যের উপলব্ধি এ আয়াত মোবারক। 

জীবনের উৎস স্মরণ করিয়ে দেয়া এই দিশা সব মিথ্যা থেকে সব মানুষের আত্মা রক্ষায় এবং খুন জুলুম থেকে সবার জীবন রক্ষায় সুরক্ষার কাঠামো এবং জীবন বিরোধী অপশক্তির মিথ্যা অবিচারের কাঠামো মুলুকিয়তের স্বৈরদস্যুতন্ত্র থেকে মুক্তির কাঠামো খেলাফতে ইনসানিয়াত (authority of life and state and world of humanity) গড়ে তোলার মহান নির্দেশিকা।

”ঈমানের ভিত্তিতে ঈমানী ভ্রাতৃত্ব ও মানবতার ভিত্তিতে মানবিক ভ্রাতৃত্ব, মানবিক দায়িত্ব এবং মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়া খেলাফতে ইনসানিয়াত গড়ে তোলা আল্লাহতাআলা ও তাঁর হাবীব রাহমাতাল্লিল আলামীন প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। 

#আল্লামা_রায়হান_রাহবার
মহাসচিব,  বিশ্ব ইনসানিয়াত বিপ্লব।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সাহাবী একটি বৈশিষ্ট্য, সাহাবী একটি চরিত্র, সাহাবী একটি আদর্শ, সাহাবী মানে উৎসর্গ, সাহাবী মানে সর্বোচ্চ বিশ্বস্ত! লেখক- আল্লামা ইমাম হায়াত এর দিশার আলোকে- আল্লামা মুফতি রেজাউল মোস্তফা কায়সার

প্রিয়নবীর সম্পর্কের চেয়ে জরুরী গুরুত্বপূর্ণ মূল্যবান অপরিহার্য্য অন্য কোন সম্পর্কই নয় -"আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমা"

(দলিল) নবী রাসূল আলাইহিস সাল্লাম গন সহ আল্লাহর ওলী গন চিরন্তন জীবিত ।