নামধারী একটি সংগঠনের কিছু উগ্র, অন্ধ -সমর্থক, কর্মী মুসলিম মিল্লাতের ইমাম আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমা কে নিয়ে নানান মন্তব্য করছে ।

                                           ***আল্লামা ইমাম হায়াত***


ইদানিংকালে দেখা যাচ্ছে সুন্নী নামধারী একটি সংগঠনের কিছু উগ্র, অন্ধ -সমর্থক, কর্মী মুসলিম মিল্লাতের ইমাম আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমা কে নিয়ে নানান মন্তব্য করছে।

 বিশেষ করে ইমাম হায়াত কি করে হল ইত্যাদি নানান প্রশ্ন। এহেন কর্মকান্ডের নিন্দা জানাই।

পাশাপাশি তাদের ভুল সংশোধন ও যারা জানেনা তাদের কে জানানোর উদ্দেশ্যে কিছু তথ্য উপাত্ত উপস্থাপন।

উস্তাদুল উলামা, মুরশিদে হক্কানী, অলিয়ে রাব্বানী আল্লামা সাইফুর রহমান নিজামী শাহ কেবলার প্রণীত পবিত্র বুখারী শরীফের অনুবাদ ও ব্যাখ্যাগ্রন্থ তাফহিমিল বুখারী শরীফে সহব্যাখ্যাকারী হিসেবে তাঁর বড় সাহেবজাদার আসল নাম তিনি কি লিখেছেন, হায়াত তাঁর দাদাজান কেবলা কুতুবে জামান হজরত শাহ গোলাম রহমান এসমতি রহমতুল্লাহ আলাইহির দেয়া মোবারক নাম। বাকি অন্য ডাকনামের কোন উল্লেখ কোন কাগজপত্রে কখনো ছিল না, মূখে মূখে কেউ ডাকতে পারে কখনও যা আসল নাম নয়।

এবার ইতিহাসের দিকে পর্যালোচনা করে একটু দেখা যাক।মাজহাবের ইমামগনের নামের তালিকাঃ

১) আমরা যাকে ইমামে আজম বলে থাকি সেই আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির পুরো নাম কি? নোমান বিন সাবেত। হাদিস শরিফেও একই নাম উল্লেখ আছে। হানিফা কোথাও নেই। কিন্ত আমরা বলি আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। কেন বলি ? আসল নাম কোথায় গেল? বলবেন কী?

২) ইমাম শাফী রহমাতুল্লাহ আলাইহির পুরো নাম কি? মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ শাফেঈ রহমাতুল্লাহি আলাইহি।

৩) ইমাম হাম্বলী রহমাতুল্লাহ আলাইহি পুরো নাম কি? ইমাম আহমাদ বিন মুহাম্মদ বিন হাম্বল বিন হিলাল বিন আসাদ বিন ইদ্রীস—- আশ্শায়বানী, আল-মারওয়াযী, আল-বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি।

৪) ইমাম মালেক রহমাতুল্লাহ আলাইহির পুরো নাম কি? মালিক বিন আনাস বিন আবূ আমির বিন আমর বিন হারিস আল-আসবাহী রহমাতুল্লাহি আলাইহি।

সিহাহ সিত্তাহ হাদিস শরিফের সংকলক ইমামগনের নামের তালিকাঃ 

৫) ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির পুরো নাম কি? মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রহমাতুল্লাহি আলাইহি।

৬) ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহির এর পূর্ণনাম কি? মুসলিম বিন আল-হাজ্জাজ আল কুশায়রী আন-নিশাপুরী। তার উপনাম আবুল হুসাইন এবং উপাধি ছিল আসাকিরুদ্দীন রহমাতুল্লাহি আলাইহি।

৭) ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহির পুরো নাম কি? আবু দাউদ সোলায়মান ইবনুল আশআস ইবনে ইসহাক আল আসাদী আস সিজিস্তানী রহমাতুল্লাহি আলাইহি ।

৮) ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহির পুরো নাম কি? মুহাম্মদ ইবনে ঈসা আত তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি ।

৯)ইমাম ইবনে মাজাহ রহমাতুল্লাহ আলাইহির পুরো নাম কি? আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইয়াজিদ ইবনে আব্দুল্লাহ ইবনে মাজাহ রহমাতুল্লাহি আলাইহি ।

১০) ইমাম নাসাঈ রহমাতুল্লাহ আলাইহির পুরো নাম কি?  আবু আব্দুর রহমান আহমাদ ইবনু শো‘আইব ইবনে আলী ইবনে সিনান ইবনে বাহার আল-খোরাসানী আন-নাসাঈ রহমাতুল্লাহি আলাইহি।

৬ষ্ট শতাব্দীর ইমাম যাকে হুজ্জাতুল ইসলাম বলে স্বয়ং ওয়াহাবীরাও। যদিও তাদের বলাটাও প্রহসন ছাড়া আর কিছুই না। তার নাম হল ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি। তার পুরো নাম আবু হামিদ মুহাম্মদ ইবনে মুহাম্মদ আল গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি।

যদিও সিহাহ সিত্তাহ এর বাহিরে আরো অনেক সহীহ হাদিস শরিফের সংকলন আছে, তবু আমি সিহাহ সিত্তাতেই সীমাবদ্দ থাকতে চাই।

এবার মশহুর তরিকতের ইমামগনের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাইঃ 

৭) আমরা যাকে বড় পীর বলে থাকি সেই গাউসে পাক রহমাতুল্লাহি আলাইহির পুরো নাম কি? আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহি আলাইহি।

৮) খাজা গরিবে নেওয়াজ যাকে বলা হয় সেই বাবা খাজা রহমাতুল্লাহ আলাইহির পুরো নাম কি? সাইয়েদ মইনুদ্দিন হাসান রহমাতুল্লাহি আলাইহি। চিস্তি উপাধি।

৯) মুজাদ্দেদ আল ফেসানী রহমাতুল্লাহ আলাইহির পুরো নাম কি? যার অর্থ হল দ্বিতীয় সহস্রাব্দীর মুজাদ্দেদ। আবুল মুঘিত আল হুসাইন বিন হাজ্জাজ রহমাতুল্লাহি আলাইহি।

তাহলে বুঝতেই পারছেন ইমাম হায়াত এর নামের মাঝে হায়াত কোথা থেকে আসল বা যে সার্টিফিকেট এর নামের বাহিরে ডাক নাম থাকতে পারে বা সার্টিফিকেট এর নামেই যে কাউকে ডাকতে হবে এমন কোন বাধ্য বাধকতা নেই।

আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক |

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সাহাবী একটি বৈশিষ্ট্য, সাহাবী একটি চরিত্র, সাহাবী একটি আদর্শ, সাহাবী মানে উৎসর্গ, সাহাবী মানে সর্বোচ্চ বিশ্বস্ত! লেখক- আল্লামা ইমাম হায়াত এর দিশার আলোকে- আল্লামা মুফতি রেজাউল মোস্তফা কায়সার

প্রিয়নবীর সম্পর্কের চেয়ে জরুরী গুরুত্বপূর্ণ মূল্যবান অপরিহার্য্য অন্য কোন সম্পর্কই নয় -"আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমা"

(দলিল) নবী রাসূল আলাইহিস সাল্লাম গন সহ আল্লাহর ওলী গন চিরন্তন জীবিত ।