কুফরি বস্তুবাদ থেকে নিজের ঈমান ও জীবন রক্ষা করুন -"সৈয়দ আল্লামা ইমাম হায়াত"।



কুফরি বস্তুবাদ থেকে নিজের ঈমান ও জীবন রক্ষা করুন। 
*******************

বস্তুবাদ ঈমানের বিপরীত মতবাদ। 

বস্তুবাদ জীবনের বিপরীত মতবাদ।

বস্তুবাদি চেতনা কলেমার তাওহীদ রেসালাত ভিত্তিক চেতনার বিপরীত চেতনার ধারা। 

বস্তুবাদি সত্তা শুধু ঈমানের বিপরীত নয়, মানবসত্তারও বিপরীত।

মালিক মাআবুদ দয়াময় আল্লাহতাআলা ও অস্তিত্বের উৎস ঈমান দাতা প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে চরম বেঈমানী ও নিজের  বিরুদ্ধে শত্রুতা বস্তুবাদী হওয়া।

বস্তুবাদ জীবনের মালিক ও জীবনের রক্ষক দয়াময় স্রষ্টার সাথে আত্মা ও জীবনের বন্ধন ছিন্ন করে দেয় এবং স্রষ্টার আলো ও জীবনের আলো শাণে রেসালাত থেকে বিচ্ছিন্ন বিপরীত করে আত্মা ও জীবনকে কুফরির অন্ধকারে নিমজ্জিত করে চরম ধ্বংস করে দেয়।

বস্তুবাদি আত্মা আর ঈমানী আত্মা থাকে না, বস্তুবাদি আত্মা মানবিক আত্মাও থাকেনা বরং বিষাক্ত বিপরীত হয়ে যায়।

বস্তুবাদ বস্তুর বিরোধীতা নয়, সকল বস্তু জীবনের কল্যাণে রেসালাতের অসিলায় আল্লাহতাআলার দান, কিন্তু স্রষ্টার পরিবর্তে বস্তুর ভিত্তিতে সত্তা হতে পারে না এবং জীবনের উর্ধ্বে বস্তু হতে পারে না।

বস্তুবাদ তাওহীদদ্রোহী- রেসালাতদ্রোহী- জীবন বিধ্বংসী- মানবতা বিধ্বংসী এক বিষাক্ত নাস্তিক্যউদ্ভূত মিথ্যা মতবাদ।

বস্তুবাদি জাতীয়তাবাদের মাধ্যমেই বস্তুবাদ আত্মা ও জীবন এবং রাষ্ট্র ও দুনিয়া কলুষিত ও নিয়ন্ত্রণ করে।

ভাষা- গোত্র- রাষ্ট্র- সীমান্ত- বর্ণ- লিংগ ইত্যাদির ভিত্তিতে বস্তুবাদি জাতীয়তাবাদ তৈরি করে ইত্যাদি কৃত্রিম বাহ্যিকতার ভিত্তিতে বিভেদ- বিদ্বেষ- বৈষম্য তৈরি করে মানুষকে অমানুষ বানিয়ে পরস্পর শত্রু বানিয়ে অখন্ড মানবতাকে ধ্বংস করে গোষ্ঠীবাদি পাশবিক রাষ্ট্র এবং সত্য ও জীবনের বিরুদ্ধে জুলুমের দুনিয়া গড়ে তোলে।

বস্তুবাদি জাতীয়তাবাদী মানেই বস্তুবাদের ধারক এবং সত্য ও জীবনের শত্রু।

বস্তুবাদ সত্য ও মিথ্যা বুঝার ক্ষমতা এবং ন্যায় অন্যায় উপলব্ধির বোধ নষ্ট করে মানবাত্মাকে চরম অন্ধ ও মিথ্যার হাতিয়ারে পরিণত করে।

যার মধ্যে বস্তুবাদের যতটুকু সংক্রমন ঘটেছে সে মন- মানসিকতা-  দৃষ্টি-  চেতনা ও আত্মিক দিক থেকে ততটুকু নষ্ট ও দূষিত হয়েছে।

প্রত্যেক সজ্ঞাত বস্তুবাদিই এক একজন মানবরূপী অমানুষ শয়তান মিথ্যার দাস।

বস্তুবাদি দৃষ্টি আর ঈমানী দৃষ্টি যেমন বিপরীত তেমনি বস্তুবাদি দৃষ্টি ও মানবিক দৃষ্টিও বিপরীত। 

ঈমানী দৃষ্টি ও মানবতার দৃষ্টিতে  সত্য- মিথ্যা, স্বাধীনতা- পরাধীনতা, জয়- পরাজয়, শত্রু- মিত্রের সংজ্ঞা ও ইতিহাসের বিচার মূল্যায়ন বস্তুবাদি দৃষ্টির সম্পূর্ণ বিপরীত।

সকল মিথ্যা- মূর্খতা- আঁধার- মানুষ অমানুষ হওয়া- মানব জীবনের সকল সংকটের মূলে আছে বস্তুবাদি মতবাদ।

একক গোষ্ঠীর স্বৈরদস্যুতন্ত্র মুলুকিয়ত সত্য ও জীবনের বিরুদ্ধে বস্তুবাদের ই কাঠামো।

বস্তুবাদের উৎস ও গন্তব্য নাস্তিকতাবাদ। 

বস্তুবাদের সমর্থক বা অনুসারী আল্লাহতাআলার বান্দা নয় এবং আল্লাহতাআলার হাবীব প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া
সাল্লামের উম্মত নয়।

বস্তুবাদি মতবাদের অংশ হয়ে মুসলিম দাবি মিথ্যা ও আত্মপ্রতারণা।

বস্তুবাদি কোনো ধর্মের মূল্যবোধের অনুসারী দাবিও স্ববিরোধী, কারণ কোনো ধর্মই দয়াময় মহান স্রষ্টার বিপরীত মতবাদ সমর্থন করে না।

বস্তুবাদের উপর মৃত্যু কুফরির মৃত্যু। সজ্ঞাত বস্তুবাদির জানাজা পড়া উচিত নয় এবং মুসলিম কবরস্থানে বস্তুবাদিকে দাফন করাও উচিত নয়। বস্তুবাদ ত্যাগ করে মানুষ ও মুমিন না হওয়া পর্যন্ত বস্তুবাদির সাথে মানুষ ও মুমিনের বিয়ে শাদী হওয়াও উচিত নয়। কারণ বস্তুবাদি অপবিত্র অমানুষ এবং জীবনের মর্যাদা কখনও বুঝবেনা এবং কেবল বাহ্যিক লোভ মোহের ভিত্তিতেই জীবনের মূল্যায়ন করবে।

যারা না জেনে না বুঝে বস্তুবাদি মতবাদের দল মতের ফাঁদে পড়েছেন এক মুহুর্তও ঈমানের খেলাফ কুফরিতে অভিশপ্ততার মধ্যে অতিবাহিত না করে ঈমানী জীবন ও মানবিক জীবনে ফিরে আসুন।

বস্তুবাদি মতবাদের অনুসারী সমর্থক হয়ে নামাজ দোয়া কিছুই হবে না, কারণ সব আমল এবাদতের পূর্বশর্ত ঈমান ঈমান ঈমান।

- আল্লামা ইমাম হায়াত
প্রতিষ্ঠাতাঃ World sunni movement - বিশ্ব সুন্নী আন্দোলন
প্রবর্তকঃ World humanity revolution - বিশ্ব ইনসানিয়াত বিপ্লব

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সাহাবী একটি বৈশিষ্ট্য, সাহাবী একটি চরিত্র, সাহাবী একটি আদর্শ, সাহাবী মানে উৎসর্গ, সাহাবী মানে সর্বোচ্চ বিশ্বস্ত! লেখক- আল্লামা ইমাম হায়াত এর দিশার আলোকে- আল্লামা মুফতি রেজাউল মোস্তফা কায়সার

প্রিয়নবীর সম্পর্কের চেয়ে জরুরী গুরুত্বপূর্ণ মূল্যবান অপরিহার্য্য অন্য কোন সম্পর্কই নয় -"আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমা"

(দলিল) নবী রাসূল আলাইহিস সাল্লাম গন সহ আল্লাহর ওলী গন চিরন্তন জীবিত ।