ঢাকা চট্টগ্রাম দিল্লি মক্কা কোনো মূখী হয়ে লাভ হবে না, যদি শাহাদাতে কারবালার সুন্নীয়ত না হয় । ===================================
তথা যদি আকিদা আদর্শ আধ্যাত্মিক রাজনৈতিক সবদিকে নির্ভেজাল বিশুদ্ধ ও পূর্ণাঙ্গ সুন্নীয়ত না হয়, বাতিল ফেরকা ও বস্তুবাদি মতবাদ এবং মুলুকিয়তের বিরুদ্ধে ঈমানিয়াত ও ইনসানিয়াত এবং খেলাফতের সুন্নীয়ত না হয়।
সুন্নীয়তের নামে প্রচলিত অরাজনৈতিক কিম্বা কোনো বাতিলের অপরাজনীতির অংগ এবং বস্তুবাদি মতবাদ ও মুলুকিয়তের অনুসারী সুন্নীয়ত আসলে সুন্নীয়ত নয় খারেজি মতবাদ ও সব বাতিলের ডাস্টবিন।
আগে সুন্নীয়ত ও সুন্নীয়তের বিপরীত ধারা বুঝতে হবে তারপর সঠিক পথে সময়ের সঠিক লক্ষ্যে সঠিক কর্মসূচীতে এগিয়ে গেলে সুন্নীয়তের বিজয় অনিবার্য।
কেবলাভূমি আল আরবকে সৌদি আরব বলা যে সুন্নীয়তের বিপরীত এতটুকু মৌলিক ঈমানী সেন্স যাদের নেই তাদের নেতৃত্বে কেয়ামত পর্যন্তও সুন্নীয়ত প্রতিষ্ঠিত হতে পারে না, তবে সুন্নীয়তের নামে ব্যবসা ধান্ধা দালালি এবং সুন্নীয়তকে ধ্বংস করার ষড়যন্ত্র সফল হতে পারে।
================
#আল্লামা_ইমাম_হায়াত
(বস্তুর উর্ধ্বে মানবসত্তার প্রবক্তা ও বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা এবং বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক)
0 মন্তব্যসমূহ
Thanks For You Comment