আল্লাহতাআলা নিষ্পাপ অবস্থায় জীন ও ইনসান সৃষ্টি করেছেন যাদের কেউ কেউ আল্লাহতাআলা ও তাঁর রেসালাত অমান্য করে শয়তান হয়েছে ।
আল্লাহতাআলা শয়তান সৃষ্টি করেন নি, কোনো কাফের ও জালেম সৃষ্টি করেন নি।
আল্লাহতাআলা হক এবং পবিত্র, তাঁর দ্বারা মিথ্যা ও শয়তান বা অন্যায় সৃষ্টি করা সম্ভব নয়, তবে আল্লাহতাআলা জ্ঞান ও এখতিয়ার দিয়ে স্বাধীন সত্তা তৈরি করেছেন এবং সুপথ দিয়ে ভ্রষ্টতা থেকে মুক্ত থাকার নির্দেশ দিয়ে পরিণত সম্পর্কে সতর্ক করেছেন।
আল্লাহতাআলার দেয়া জ্ঞান ও মেধা এবং এখতিয়ার ও স্বাধীনতা অপব্যবহার করে নফসের বশবর্তী হয়ে কেউ কেউ নিজেকে শয়তানে পরিণত করে আর সুপথে চলে সকল রহমত হিদায়াতের সুব্যবহার করে কেউ কেউ মুমিন মুত্তাকি অলী হয়ে যান।
এজন্য বিচার হবে এবং শয়তানরা শাস্তি পাবে এবং মুমিনগণ পুরস্কৃত হবেন। আল্লাহতাআলা শয়তান সৃষ্টি করেছেন মনে করা আল্লাহতাআলার উপর জুলুম ও অপবাদ হবে এবং আল্লাহতাআলার রহমত ও হিদায়াত অস্বীকৃতি হবে।
শয়তানকে আল্লাহতাআলা শাণে নবুওয়াতের এক্তেদা এত্তেবার মাধ্যমে মুমিন ও অলী হওয়ার পথ দেখিয়েছেন কিন্তু নবুওয়াতে এলাহী অস্বীকৃতি ও অমান্য করে সে নিজেই নিজেকে শয়তান বানিয়েছে যার জন্য একমাত্র সেই দায়ী।
==================
#আল্লামা_ইমাম_হায়াত
( ইসলামের মূল ধারা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রকৃত ধারার এ যুগের #পূণরূজ্জীবনকারী এবং বিশ্ব সুন্নী আন্দোলনের #প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের #প্রবর্তক)
0 মন্তব্যসমূহ
Thanks For You Comment