প্রশ্ন: ইনসানিয়াত কি? ইনসানিয়াত বিপ্লব এর রাষ্ট্র বিশ্ব ব্যবস্থা কেমন হবে তার দিশা প্রদান করলেন -সৈয়দ আল্লামা ইমাম হায়াত।



#প্রশ্ন: ইনসানিয়াত কি?

#উত্তর: ইনসানিয়াত বিপ্লব (humanity revolution) কে সংক্ষেপে ইনসানিয়াত বলা হয়। মানবসত্তা, মানবাধিকার ও মানবতার রাষ্ট্র এই তিন টি বিষয় নিয়ে ইনসানিয়াত বিপ্লব।

এটার প্রথম বিষয় রাজনীতি নয়, জীবনের সংজ্ঞা ও ব্যাখ্যা, জীবনের সত্য উপলব্ধি, জীবন নীতি বা মানবসত্তা রক্ষা করা, ভাষা-গোত্র-লিংগ-বর্ণ-বর্ডার-দেশ-রাষ্ট্র সকল বস্তুর ঊর্ধ্বে ও সকল গন্ডীর ঊর্ধ্বে মানবসত্তার উপলব্ধি, জীবন সব কিছুর ঊর্ধ্বে- জীবনের ঊর্ধ্বে জীবনের দয়াময় স্রষ্টা ও স্রষ্টার মহান আলো মহান রেসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছাড়া কিছু নেই।

জীবনের এ সত্য ও মানবসত্তার পর ইনসানিয়াতের মূল বিষয় জীবনের আত্মমালিকানা ও দুনিয়ার মালিকানা, জীবনের অধিকার-নিরাপত্তা-স্বাধীনতা-মর্যাদা, মানবিক দৃষ্টি-গুণাবলী-বৈশিষ্ট্য এবং মানবিক দায়িত্ব ও মানবতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে অবস্থান।

এ দুটি বিষয়ের পর ইনসানিয়াতের রাজনীতি মানবতার রাজনীতি ও মানবতার রাষ্ট্র ও মানবতার বিশ্ব খেলাফতে ইনসানিয়াত (authority of life & state & world of humanity) তথা একক গোষ্ঠীর স্বৈরদস্যুতামুক্ত অসাম্প্রদায়িক ও সর্বজনীন মানবতার রাষ্ট্র ও মুক্ত জীবনের অখণ্ড দুনিয়া মানবতার বিশ্ব গড়ে তোলার বিপ্লব।

বর্তমান বিশ্বে দুইটি রাজনীতি ও রাষ্ট্রব্যবস্থা আছে- ধর্মের নামে অধর্ম উগ্রবাদি রাজনীতি যার লক্ষ্য এক ধর্মের নামে রাষ্ট্র আর জাতীয়তাবাদী রাজনীতি ও জাতিরাষ্ট্র, যা মানবতাকে খন্ড বিখন্ড করে পরস্পরের শত্রু করে।

জাতীয়তাবাদ বস্তুবাদি মতবাদের একটি মেকানিজম যা মানবসত্তাকে বস্তুবাদি সত্তায় পরিণত করে মানুষকে মিথ্যা মূর্খতার ধারক ও অমানুষে পরিণত করে দুনিয়াকে কারাগার কসাইখানায় পরিণত করে।

এই দুই অপরাজনীতি থেকে মুক্তির একমাত্র প্রাকৃতিক রাজনীতি ও রাষ্ট্রব্যবস্থা ও বিশ্বব্যবস্হার দিকদর্শন মানবতার রাজনীতি যার লক্ষ্য সর্বজনীন মানবতার রাষ্ট্র ও মানবিক সাম্যের ভিত্তিতে মুক্ত মানবতার অখণ্ড অবিভাজ্য বিশ্বব্যবস্হা খেলাফতে ইনসানিয়াত (authority of life and state and world of universal humanity)।

ইনসানিয়াত জীবনের দল জীবননীতির ধারক এবং মানবতার রাজনীতির দিকদর্শন ও মানবতার রাষ্ট্রের রূপরেখা। যদিও নিছক রাজনৈতিক দল নয় জীবনের সার্বিক দর্শন, তারপরও রাজনৈতিক ময়দানে ইনসানিয়াত বিপ্লব মানবতা ভিত্তিক রাজনীতির দর্শন ও মানবতাভিত্তিক রাজনৈতিক দল হিসেবে পরিচিত।

______________________
#আল্লামা_ইমাম_হায়াত
(বস্তুর উর্ধ্বে মানবসত্তার প্রবক্তা ও বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা এবং বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সাহাবী একটি বৈশিষ্ট্য, সাহাবী একটি চরিত্র, সাহাবী একটি আদর্শ, সাহাবী মানে উৎসর্গ, সাহাবী মানে সর্বোচ্চ বিশ্বস্ত! লেখক- আল্লামা ইমাম হায়াত এর দিশার আলোকে- আল্লামা মুফতি রেজাউল মোস্তফা কায়সার

প্রিয়নবীর সম্পর্কের চেয়ে জরুরী গুরুত্বপূর্ণ মূল্যবান অপরিহার্য্য অন্য কোন সম্পর্কই নয় -"আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমা"

(দলিল) নবী রাসূল আলাইহিস সাল্লাম গন সহ আল্লাহর ওলী গন চিরন্তন জীবিত ।