লোকের প্রশংসা বা নিন্দার উর্ধে উঠে না গেলে জীবন সত্যের ধারক ও সত্যের অনুসরণীয় দিশারী জীবন হবে না ।
লোকের প্রশংসা নিন্দার উর্ধে উঠে এসবের পরওয়া না করে কেবল মাআবুদ আল্লাহ ও প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তোষ্টির জন্য নিজের জীবন ও হকের ধারা জারি রাখার জন্য তথা বাতিলের ধারা থেকে দ্বীন মিল্লাত খেলাফত ইনসানিয়াতের ধারা কায়েম রাখার জন্যই কাজ করতে হবে।
কে কি বললো এসব চিন্তা করাও অনুচিত। কারো স্বীকৃতি বা প্রশংসা পাওয়ার আশা কিম্বা নিন্দায় বিচলিত হওয়া নিজের নিয়তের অশুদ্ধতা ও লক্ষ্যের বিকৃতি।
যে কোনো অবস্থাতেই কারো প্রতিদানের আশা না করে কেবল নিজের ঈমানী লক্ষ্যে এগিয়ে যাওয়াই ঈমানী জীবন।
আমাদের লক্ষ্য শুধু তাওহীদ রেসালাতের উদ্দেশ্যে খেলাফত ও ইনসানিয়াতের বিপ্লব ।
আমাদের লক্ষ্য শুধু প্রাণপ্রিয় আহলে বায়েতের মোহাব্বত ও গোলামিয়াত তথা বাতিল জালিম অপশক্তির পরাজয় এবং সত্য ও জীবনের বিজয় ।
ফি আমানিল্লাহ।
-"সৈয়দ আল্লামা ইমাম হায়াত
World sunni movement, World humanity revolution.
0 মন্তব্যসমূহ
Thanks For You Comment