বর্ডারের পিছনের শক্তি হচ্ছে সত্য বিরোধী ও মানবতা বিরোধী অপশক্তির স্বৈরদস্যুতন্ত্র মুলুকিয়ত -সৈয়দ আল্লামা ইমাম হায়াত।



দুনিয়ায় কোনো বর্ডার আল্লাহতাআলা ও তাঁর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেন নি, মানবজীবনে কোনো বর্ডার আল্লাহতাআলা ও তাঁর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেন নি, সত্য ও মানবতার কোনো সীমা বা ব্যারিকেড হতে পারে না,  বর্ডারের পিছনের শক্তি হচ্ছে সত্য বিরোধী ও মানবতা বিরোধী অপশক্তির স্বৈরদস্যুতন্ত্র মুলুকিয়ত, বর্ডার মিথ্যা ও জুলুমের সার্বভৌমত্বের রক্ষক কাঠামো, বর্ডার সত্য ও সম্পদ ও জ্ঞানের মুক্ত প্রবাহ রুদ্ধ করে জীবন ও জগত মিথ্যা অবিচার শোষণ নিপীড়ন পাশবতা বর্বরতার ধারক স্বৈরদস্যুতান্ত্রিক কাঠামো কায়েম রাখে,  বর্ডারের একপাড়ে মানুষ না খেয়ে মারা যাচ্ছে আরেক পাড়ে খাবার উপচে পড়ছে ফেলে দিচ্ছে । 

বর্ডারের কারনে মানবতা বিভক্ত ও পরস্পর শত্রু এমনকি বর্ডার পার হলে গুলি করে খুন করছে,  বর্ডার এখন  জীবনের উর্ধে, বর্ডার এখন সত্যের উর্ধে, বর্ডার পালার জন্য দুনিয়ায়  যে সামরিক বাজেট খুনের বাজেট তার দশ ভাগের এক ভাগ দরিদ্র দূরীকরণে ব্যয় হলে দুনিয়ার কোথাও একজন দরিদ্রও থাকবেন না, আসলে বর্ডারের কারনেই সুসম বন্টন ব্যবস্থা ধ্বংস হয়ে দুনিয়ার ভারসাম্য নষ্ট হয় এবং বৈষম্য ও দারিদ্র তৈরি হয়, সত্য ও মানবতার   দৃষ্টিতে বর্ডার অপরাধ । বর্ডার জীবন বিরোধী কারাগার ও পরাধীনতার অপর নাম । নজরুল বলেছেন লাথি মার ভাঙ্গরে তালা যতসব বন্দীশালা । 

বর্ডার ভেংগে মানবিক সাম্যের ভিত্তিতে সর্বজনীন মানবাধিকারের রপরেখায় অখণ্ড মানবতার অবিভাজ্য বিশ্বব্যবস্হা খেলাফতে ইনসানিয়াত state and world of universal humanity based on authority of life under religious values প্রতিষ্ঠার লক্ষ্যে ইনসানিয়াত বিপ্লব । 

আসলে সত্য - সুবিচার- মানবতা- অধিকারের উৎস হকের কলেমার ভিত্তিতে জীবন ও জগতের প্রাকৃতিক  রূপরেখাই অখণ্ড মানবতার অবিভাজ্য দুনিয়া, বর্ডার মুক্ত দুনিয়া । 

বর্ডার নেই তো বাতিল জালিম অপশক্তির স্বৈরদস্যুতন্ত্র মুলুকিয়তের হুকুমতও নেই, তখন কেবল মানুষের দুনিয়ায় মানবতার জগত ।

 তবে রাষ্ট্রীয় সীমান্তের বর্ডারের চেয়ে বস্তবাদি মতবাদের চেতনায় মানুষের মন মগজের বর্ডার ই এখন সর্ব নিকৃষ্ট বর্ডার , ঈমানী চেতনা ও মানবিক মূল্যবোধ ও ভ্রাতৃত্ব বোধের মাধ্যমে  এটা দূর করতে পারলে ওটাও দূর হয়ে সত্য ও মানবতার বিজয়ের নতুন দুনিয়া কলেমার দুনিয়া তৈরি হবে।

ImamHayat,
World humanity revolution.

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সাহাবী একটি বৈশিষ্ট্য, সাহাবী একটি চরিত্র, সাহাবী একটি আদর্শ, সাহাবী মানে উৎসর্গ, সাহাবী মানে সর্বোচ্চ বিশ্বস্ত! লেখক- আল্লামা ইমাম হায়াত এর দিশার আলোকে- আল্লামা মুফতি রেজাউল মোস্তফা কায়সার

প্রিয়নবীর সম্পর্কের চেয়ে জরুরী গুরুত্বপূর্ণ মূল্যবান অপরিহার্য্য অন্য কোন সম্পর্কই নয় -"আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমা"

(দলিল) নবী রাসূল আলাইহিস সাল্লাম গন সহ আল্লাহর ওলী গন চিরন্তন জীবিত ।