রমজানের ঈমানী ধারা -"সৈয়দ আল্লামা ইমাম হায়াত"



রমজানের ঈমানী ধারা
================

অপশক্তির গ্রাস থেকে আত্মার প্রাণপ্রবাহ তথা সত্যের প্রবাহধারা ও দ্বীন
রক্ষায় এবং পবিত্র কলেমা দ্বীনের দিকদর্শনে জীবনের সার্বভৌমত্বের ভিত্তিতে সর্বজনীন মানবিক রাষ্ট্রব্যবস্থা ও মানবিক সাম্যের ভিত্তিতে সর্বজনীন মানবাধিকারের রূপরেখায় মুক্ত মানবতার অখন্ড প্রাকৃতিক বিশ্বব্যবস্থার রক্ষায় মহান সাহাবায়ে কেরাম রাদিআল্লাহু আনহুমকে রমজানুল মোবারকেই মহান জিহাদে বদরে অবতীর্ণ হতে হয়েছিল ।

প্রাণপিয় আহলে বায়েত ও মহামান্য খোলাফায়ে রাশেদীন ও মহান মকবুল সাহাবায়ে কেরাম রাদিআল্লাহু আনহুম ই সত্যের মাপকাঠি এবং দ্বীনের প্রকৃত রূপরেখা, তাঁদের পথই আহলে সুন্নাত, তাঁদের আদর্শ পূর্ণাংগ, তাঁরা আমাদের মহান মাতাগণ ও পিতৃগণ একই সাথে দ্বীন ও জীবনের আত্মিক এবং রাজনৈতিক সব দিকে মাতাপিতা সবাই পূর্ণাংগভাবে কাজ করেছেন এবং দয়াময় আল্লাহতাআলা ও প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লামের তাঁদের উপর সর্বোচ্চ সন্তোষ্টি ঘোষনা করেছেন, যার উর্ধ্বে আর কোন মর্যাদা ও উচ্চতা নেই ।

মহান সাহাবায়ে কেরাম রাদিআল্লাহু আনহুম তথা দ্বীনের প্রকৃত ধারা উৎখাত করে যারা মা-বোনদের অতি পর্দার নামে ইসলামের দায়িত্ব তথা ঈমানের পবিত্র কলেমারই অস্বীকার এবং শিক্ষা ও জীবনের বিকাশ থেকে বঞ্চিত করে দ্বীনকে বিকৃত এবং মিল্লাতকে পংগু করতে চাইছেন ও দ্বীন-মিল্লাতকে ভুয়া আধ্যাত্মিকতার নামে অরাজনৈতিক গন্ডীতে আবদ্ধ করতে চাইছেন, তারা প্রাণপ্রিয় মহামহিম আহলে বায়েত মহান মকবুল সাহাবায়ে কেরামের পথ থেকে বিচ্যুত ও ঈমান দ্বীনের ধ্বংসাত্মক শত্রু
এবং সব বাতেলের প্রতিষ্ঠার দোসর, যাদের কারণে আমাদের আজকের চরম ধ্বংসাত্মক অবস্থা তৈরি হয়েছে এবং জীবন ও জগতের সব কিছু অপশক্তির গ্রাসে চলে গেছে ।
=====================
- হজরত ইমাম হায়াত আলাইহি রাহমা
(বস্তুর উর্ধ্বে মানবসত্তার প্রবক্তা এবং বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক)

বিশ্ব সুন্নী আন্দেলন (World sunni movement)

Email: worldsunnimovement@gmail.com, 
Facebook: worldsunnimovement, 
Mobile: 01612128 884

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

প্রিয়নবীর সম্পর্কের চেয়ে জরুরী গুরুত্বপূর্ণ মূল্যবান অপরিহার্য্য অন্য কোন সম্পর্কই নয় -"আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমা"

সাহাবী একটি বৈশিষ্ট্য, সাহাবী একটি চরিত্র, সাহাবী একটি আদর্শ, সাহাবী মানে উৎসর্গ, সাহাবী মানে সর্বোচ্চ বিশ্বস্ত! লেখক- আল্লামা ইমাম হায়াত এর দিশার আলোকে- আল্লামা মুফতি রেজাউল মোস্তফা কায়সার

মহামান্য ইমাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সংক্ষিপ্ত ইতিহাস ।