Ticker

6/recent/ticker-posts

 

ঈমানের পর ঈমানী কর্তব্য হিসেবে খেলাফতে ইনসানিয়াত ই ধর্ম ও জীবনের মূল বিষয়। 

বাহ্যিক কোনো বিষয়কে ধর্মের মূল বিষয় মনে করা ধর্মের সত্য বুঝতে অক্ষমতা। 

ধর্মের মৌলিক বিষয় ঈমানের পর সবার জীবনের স্বাধীনতা অধিকার নিরাপত্তা মর্যাদা রক্ষা করা।

অন্যের অধিকার স্বাধীনতা অস্বীকার করে কারো উপর ধর্মের নামে কোনো কিছু বলপূর্বক জবরদস্তি বাধ্যতামূলক চাপিয়ে দেয়া ধর্মের মৌলিক সত্য অস্বীকার ও ধ্বংস হয়ে ধর্মের নামে অধর্ম হয়ে যায়।

ভালো নিয়তে দাঁড়ি রাখা ভালো কিন্তু দাঁড়ি ধর্মের মূল নয় বা ধর্ম পরায়নতা নয়। 

প্রাকৃতিক বিষয় হলেও ঈমানদার মানবিক মানুষের জন্য ভালো নিয়তে দাঁড়ি ইসলামের একটি সাধারণ সুন্নাত হিসেবে গণ্য হয়।

দাঁড়ি ভালো মানুষ বা খারাপ মানুষের মাপকাঠি নয়, এটা প্রাকৃতিক। দাঁড়ি থাকলেই তিনি ধর্মের একান্ত অনুসারী ভালো মনের মানুষ যেমন নয় তেমন না থাকলেও ধর্ম পরায়ন ভালো মানুষ উন্নত মানুষ হতে পারেন। 

দাঁড়ি রেখেই সালাফি ওঁয়াবিরা মানুষ হত্যা করে ধর্মের বিরুদ্ধে যুদ্ধ করে।
দাঁড়ি রাখা অনেক খারাপ লোক আছে, দাঁড়িওয়ালা অনেক কাফের জালিম অসৎ শয়তান আছে এবং দাঁড়ি বিহীন অনেক ভালো লোক অনেক ঈমানদার অনেক সৎ লোক আছেন। 
ওয়াবি কওমি মাদ্রাসায় দাঁড়ি রেখে জোব্বা পড়ে বলাৎকারের খবিসি ঘটনা ব্যাপক ।

ঈমানের পর সততা পবিত্রতা সৎগুনাবলী ও সেবাপরায়নতা এবং মানবতা ই ধর্মের আসল শিক্ষা।  
ধর্মের আসল মর্ম ও মানবতা গৌন হয়ে  বাহ্যিকতা মূখ্য হয়ে গেলে ধর্মের আসল শিক্ষা আড়াল হয়ে ধর্মের বিলুপ্তিঘটে ধর্মের নামে অধর্ম উগ্রবাদ বিকৃতি মূর্খতা তৈরি হয়।

বাহ্যিক কোনো কিছুই ধর্ম বা সততার প্রমাণ নয় এবং ধর্মের মূল বিষয় নয়, বরং আকিদা ঈমান আত্মা ও জীবনের সবদিকে দ্বীনের আসল ধারা না বুঝে দাঁড়ি বোরকা ইত্যাদিকে ধর্মের মূল বিষয় ও ধর্মপরায়নতা মনে করা ধর্মের আসল মর্ম অস্বীকার করে ধর্মকে সংস্কৃতিতে পরিণত করা হয়।

কলেমার ভিত্তিতে তথা রেসালাতের প্রেম ও তাজীম ও শাণে উৎসর্গীকৃত হয়ে আল্লাহতাআলার নামে ও উদ্দেশ্যে আত্মা ও জীবনের গঠন ই ধর্মের মূল মর্ম । আধ্যাত্মিক ও রাজনৈতিক সব দিকে দিনের পূর্ণাঙ্গ মানবিক ধারায় এগিয়ে যাওয়াই ধর্মের আসল বিষয় ।

আকিদা-আধ্যাত্মিক-রাজনৈতিক সবদিকে কলেমা কারবালার আলোকধারায় হকের চিরন্তন ধারায় বিশ্বস্ত অটল গতিশীল থাকা এবং এর বিপরীত ধারা তথা বাতিল জালিম অপশক্তির সাথে একাকার না হয়ে বিপক্ষে থাকাই সত্য তথা ধর্মভিত্তিক জীবন।

কেউ যতই নামাজ রোজা দাঁড়ি রাখুন যদি ওঁয়াবি-শিয়া- সালাফি-মেওয়াতি তবলীগী-মওদূদীবাদি-খারেজি ইত্যাদি ধর্মের নামে অধর্ম ধর্মের ছদ্মবেশী ছদ্মবেশী বাতিলের গোমরাহী কুফরিতে যুক্ত থাকেন সমর্থন করেন তিনি ঈমানহারা ও শয়তানি শয়তানের ধোকায় নিমজ্জিত ও ধর্ম বা ইসলামের শত্রু হয়ে যাবেন।

কেউ নামাজ রোজা দাঁড়ি বোরকা সব বাহ্যিক করেও কলেমার চেতনার বিপরীত বস্তুবাদি মতবাদ ও বস্তুবাদি জাতীয়তাবাদের সমর্থন করেন তিনি কলেমার বিপরীত হয়ে সত্য বা ধর্ম তথা ইসলাম থেকে বিচ্যুত এবং ইসলামের শত্রু হয়ে যাবেন।

ধর্মের ছদ্মবেশী অনেক ধোকা ও ঈমান দ্বীনের বিপরীত অনেক মতবাদ প্রকৃত ধর্ম ও মানবতার বিরুদ্ধে সমাজে কাজ করে যাচ্ছে যাদের সম্পর্কে সতর্ক না থাকলে প্রতারণার ফাঁদে পড়ে ধ্বংস অনিবার্য।
===============
- আল্লামা ইমাম হায়াত, 
বিশ্ব সুন্নী আন্দোলন, 
World humanity revolution .

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ