সৈয়দ আল্লামা ইমাম হায়াতের দিকনির্দেশনা অনুসরণ করছি কেন? -মাঈনুদ্দীন টিটু
_________________________________________________
উত্তরঃ-
✅ঈমান দ্বীন খেলাফতের উত্তরাধিকারের ইমাম আল্লামা সৈয়দ ইমাম হায়াত আলাইহে রাহমা'র সান্নিধ্যে এসেই আমি বস্তুর উর্ধ্বে মানব জীবন ও জীবনের সত্য মুখী চেতনার দিশা পেলাম।
✅জীবনের আসল সত্য জীবন সব বস্তুর উর্ধ্বে স্রষ্টা ভিত্তিক স্রষ্টার রেসালাতকে কেন্দ্র করে তা জানতে পারলাম।
✅দুনিয়া ও আখেরাতে জীবনের আসল ও সর্বোচ্চ একান্ত আপন একমাত্র প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহে ওয়া আলিহী ওয়াসাল্লাম শিখতে পেলাম।
✅মানুষ হিসেবে জীবনের আসল ধারা সত্য ও ন্যায়ের ধারা বুঝতে পারলাম, মুমিন হিসেবে জীবনের আসল ধারা তাওহীদ রেসালাতের উদ্দেশ্যে মহামহিম আহলে বায়েতের প্রেমের ধারা বুঝতে পারলাম।
✅মানুষ ও মুমিন হিসেবে জীবনের আসল গন্তব্য হিসেবে সত্য ও মানবতার মুক্তির উৎস ও গন্তব্য
"তোমার আমার ঠিকানা -
প্রাণের ভূমি মদিনা" (ইমাম হায়াত)
"ঈমানী হৃদয়ের ঠিকানা -
দরবারে আজম প্রাণের মদিনা" (ইমাম হায়াত) এই দিশায়
এগিয়ে চলার সু পথের সন্ধান পেলাম।
✅মানুষ ও মুমিন হিসেবে জীবনের জন্য অনুকূল রাজনীতি হিসেবে সর্বজনীন প্রাকৃতিক মানবিক গণতান্ত্রিক মানবতার রাজনীতির সন্ধ্যান পেলাম।
✅একক গোষ্ঠীর স্বৈরতা পাশবতা অন্যায় জুলুম মুলুকিয়ত মুক্ত সর্বজনীন প্রাকৃতিক মানবিক গণতান্ত্রিক মানবতার রাষ্ট্র মানবতার বিশ্ব ব্যবস্থা খেলাফতে ইনসানিয়াত বিপ্লব এর সন্ধান পেলাম।
✅সত্য ও ন্যায়ের ধারায় জীবন ও মানবতা রক্ষায় রাষ্ট্র সবার দুনিয়া সবার সব মানুষের কল্যাণে হতে হবে এমন মহান দিশার দিকনির্দেশনা পেলাম।
✅প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর প্রেমে আল্লাহর রহমত লাভের আশায় আয়োজিত অনুষ্ঠানকে মিলাদ মাহফিল নয় বরং প্রাণের সালাতু সালামের মাহফিল হিসেবে বলার শিক্ষা অর্জন করলাম।
✅পবিত্র কেবলাভূমি আল আরবকে নাপাকি শব্দ সৌদি ওয়াবি গোত্রবাদি শব্দে ডাকা ঈমানের পরিচয় নয় তা জানতে পারলাম।
✅মানুষ ও মুমিন হিসেবে নিজের আত্মা সত্তাকে নিছক বস্তুবাদী মতবাদের জাতীয়তাবাদী চেতনা আদর্শে আত্মা-সত্তা-জাত-জাতীয়তা নির্ধারণ নয় বরং জীবনের সত্য তথা স্রষ্টা ভিত্তিক আত্মা সত্তা জীবন জাত জাতীয়তা বিশ্বাস করতে হবে জানতে পারলাম।
✅প্রাণাধিক প্রিয়নবী স্বয়ং আল্লাহ তাআলার জাতে পাকের নূর,আর আহলে বায়েত প্রাণাধিক প্রিয়নবীর নূর ঈমানী আকিদার বহিঃপ্রকাশ বিশ্বাস করলাম।
✅পবিত্র মহররম মাস আনন্দের উদযাপনের নয় বরং মুমিন হিসেবে ঈমানী শোক ও শপথের মাস উপলব্ধি করতে পারলাম।
✅১০ই মহররম নিছক আশুরা দিবসও নয়, এমনকি ইহা বাতিল শিয়াদেরও একক কোন দিবস অনুষ্ঠানও নয়।
১০ই মহররম মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহিদ দিবস শাহাদাতে কারবালা দিবস জেনে গেলাম।
✅১২ ই রবিউল আওয়াল মহান আজম হিসেবে উদযাপন করার শিক্ষা লাভের পাশাপাশি আমাদের জীবন ঈদে আজমের মিশন জানতে পারলাম।
তাই নিজেকে মানুষ ও মুমিন হিসেবে বিশ্বাস করি বলে ইমাম হায়াতের দিশাকেই বদর-ওহোদ-সিফফিন-কারবালার আলোকধারার আমানতের উত্তরাধিকার এবং সত্য ও মানবতার মুক্তির ইমাম হিসেবে কবুল করলাম।
_____________
মাঈনুদ্দিন টিটু
ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks For You Comment