সৈয়দ আল্লামা ইমাম হায়াতের দিকনির্দেশনা অনুসরণ করছি কেন? -মাঈনুদ্দীন টিটু



সৈয়দ আল্লামা ইমাম হায়াতের দিকনির্দেশনা অনুসরণ করছি কেন?

_________________________________________________
উত্তরঃ-
✅ঈমান দ্বীন খেলাফতের উত্তরাধিকারের ইমাম আল্লামা সৈয়দ ইমাম হায়াত আলাইহে রাহমা'র সান্নিধ্যে এসেই আমি বস্তুর উর্ধ্বে মানব জীবন ও জীবনের সত্য মুখী চেতনার দিশা পেলাম।

✅জীবনের আসল সত্য জীবন সব বস্তুর উর্ধ্বে স্রষ্টা ভিত্তিক স্রষ্টার রেসালাতকে কেন্দ্র করে তা জানতে পারলাম।

✅দুনিয়া ও আখেরাতে জীবনের আসল ও সর্বোচ্চ একান্ত আপন একমাত্র প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহে ওয়া আলিহী ওয়াসাল্লাম শিখতে পেলাম।

✅মানুষ হিসেবে জীবনের আসল ধারা সত্য ও ন্যায়ের ধারা বুঝতে পারলাম,  মুমিন হিসেবে জীবনের আসল ধারা তাওহীদ রেসালাতের উদ্দেশ্যে মহামহিম আহলে বায়েতের প্রেমের ধারা বুঝতে পারলাম।

✅মানুষ ও মুমিন হিসেবে জীবনের আসল গন্তব্য হিসেবে  সত্য ও মানবতার মুক্তির উৎস ও গন্তব্য
      "তোমার আমার ঠিকানা -
     প্রাণের ভূমি মদিনা" (ইমাম হায়াত)
     "ঈমানী হৃদয়ের ঠিকানা -
দরবারে আজম প্রাণের মদিনা" (ইমাম হায়াত) এই দিশায়
এগিয়ে চলার সু পথের সন্ধান পেলাম।

✅মানুষ ও মুমিন হিসেবে জীবনের জন্য অনুকূল রাজনীতি হিসেবে সর্বজনীন প্রাকৃতিক মানবিক গণতান্ত্রিক মানবতার রাজনীতির সন্ধ্যান পেলাম।

✅একক গোষ্ঠীর স্বৈরতা পাশবতা অন্যায় জুলুম মুলুকিয়ত মুক্ত সর্বজনীন প্রাকৃতিক মানবিক গণতান্ত্রিক মানবতার রাষ্ট্র মানবতার বিশ্ব ব্যবস্থা খেলাফতে ইনসানিয়াত বিপ্লব এর সন্ধান পেলাম।

✅সত্য ও ন্যায়ের ধারায় জীবন ও মানবতা রক্ষায় রাষ্ট্র সবার দুনিয়া সবার সব মানুষের কল্যাণে হতে হবে এমন মহান দিশার দিকনির্দেশনা পেলাম।

✅প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর প্রেমে আল্লাহর রহমত লাভের আশায় আয়োজিত অনুষ্ঠানকে মিলাদ মাহফিল নয় বরং প্রাণের সালাতু সালামের মাহফিল  হিসেবে বলার শিক্ষা অর্জন করলাম।

✅পবিত্র কেবলাভূমি আল আরবকে নাপাকি শব্দ সৌদি ওয়াবি গোত্রবাদি শব্দে ডাকা ঈমানের পরিচয় নয় তা জানতে পারলাম।

✅মানুষ ও মুমিন হিসেবে নিজের আত্মা সত্তাকে নিছক বস্তুবাদী মতবাদের জাতীয়তাবাদী চেতনা আদর্শে আত্মা-সত্তা-জাত-জাতীয়তা নির্ধারণ নয় বরং জীবনের সত্য তথা স্রষ্টা ভিত্তিক আত্মা সত্তা জীবন জাত জাতীয়তা বিশ্বাস করতে হবে জানতে পারলাম।

✅প্রাণাধিক প্রিয়নবী স্বয়ং আল্লাহ তাআলার জাতে পাকের নূর,আর আহলে বায়েত প্রাণাধিক প্রিয়নবীর নূর ঈমানী আকিদার বহিঃপ্রকাশ বিশ্বাস করলাম।

✅পবিত্র মহররম মাস আনন্দের উদযাপনের নয় বরং মুমিন হিসেবে ঈমানী শোক ও শপথের মাস উপলব্ধি কর‍তে পারলাম।

✅১০ই মহররম নিছক আশুরা দিবসও নয়, এমনকি ইহা বাতিল শিয়াদেরও একক কোন দিবস অনুষ্ঠানও নয়।
১০ই মহররম মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহিদ দিবস শাহাদাতে কারবালা দিবস জেনে গেলাম।

✅১২ ই রবিউল আওয়াল মহান আজম হিসেবে উদযাপন করার শিক্ষা লাভের পাশাপাশি আমাদের জীবন ঈদে আজমের মিশন জানতে পারলাম।

তাই নিজেকে মানুষ ও মুমিন হিসেবে বিশ্বাস করি বলে ইমাম হায়াতের দিশাকেই বদর-ওহোদ-সিফফিন-কারবালার আলোকধারার আমানতের উত্তরাধিকার এবং সত্য ও মানবতার মুক্তির ইমাম হিসেবে কবুল করলাম।
_____________
মাঈনুদ্দিন টিটু
ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট

ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলোশন Monir

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সাহাবী একটি বৈশিষ্ট্য, সাহাবী একটি চরিত্র, সাহাবী একটি আদর্শ, সাহাবী মানে উৎসর্গ, সাহাবী মানে সর্বোচ্চ বিশ্বস্ত! লেখক- আল্লামা ইমাম হায়াত এর দিশার আলোকে- আল্লামা মুফতি রেজাউল মোস্তফা কায়সার

প্রিয়নবীর সম্পর্কের চেয়ে জরুরী গুরুত্বপূর্ণ মূল্যবান অপরিহার্য্য অন্য কোন সম্পর্কই নয় -"আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমা"

(দলিল) নবী রাসূল আলাইহিস সাল্লাম গন সহ আল্লাহর ওলী গন চিরন্তন জীবিত ।