বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের ধর্মনীতিঃ



বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের ধর্মনীতিঃ
==================
ইনসানিয়াত বিপ্লব আস্তিকতা ও নাস্তিকতার দ্বন্দ্বে আস্তিকতার ধারক। 
আস্তিকতা ই ইনসানিয়াতের অস্তিত্ব ও মূলকথা।  নাস্তিক্যউদ্ভূত বস্তুবাদ ও বস্তুবাদি জাতীয়তাবাদের আঁধার বিণাশ থেকে মানবাত্মা ও মানবসত্তার রক্ষক ইনসানিয়াত বিপ্লব।  

জীবনের বস্তুবাদি জাতীয়তাবাদি ব্যাখ্যার  বিপরীতে জীবনের স্রষ্টা ভিত্তিক দিশা ও ব্যাখ্যা এবং স্রষ্টার আলোকে জীবনের দিকদর্শন। 

 ইনসানিয়াত বিপ্লবের চুড়ান্ত বিশ্বাস এই যে, অস্তিত্ব ও জীবনের দয়াময় স্রষ্টা ও সৃষ্টির জন্য স্রষ্টার আলো গুণ জ্ঞান কল্যাণের উৎস রেসালাত ব্যতীত সত্য - জ্ঞান- ন্যায় ও কল্যাণের  ভিত্তিতে  মানব জীবন- মানবাধিকার- জীবনের গতিশীলতা ও মুক্তি এবং অস্তিত্ব ই হতে পারে না। 

ইনসানিয়াত বিপ্লব স্রষ্টার নামে জীবনের আত্মপরিচয় পূণরুজ্জীবনের বিপ্লব। ইনসানিয়াত বিপ্লবের ভিত্তি জীবনের এই সত্যের রূপায়ন যে,  অস্তিত্ব  ও আত্মসত্তার ভিত্তি কোনো বস্তু নয় একমাত্র জীবনের দয়াময় স্রষ্টা। 

ইনসানিয়াত বিপ্লব খেলাফতে ইনসানিয়াত বা স্রষ্টা প্রদত্ত ও স্রষ্টার রেসালাত প্রদত্ত জীবনের আত্ম মালিকানা ও সব মানুষের দুনিয়ার সম্মিলিত মালিকানার রূপরেখার বাস্তবায়নের বিপ্লব। 

ইনসানিয়াত বিপ্লব স্রষ্টার মহান রেসালাতের ঘোষিত জীবনের আত্ম মালিকানা ও দুনিয়ার সম্মিলিত মালিকানার ভিত্তিতে জীবনের  রাজনীতি ও মানবতার রাষ্ট্র ও মানবিক সাম্যের ভিত্তিতে অখন্ড মানবতা ও মুক্ত জীবনের অখন্ড দুনিয়া পূণরুদ্ধারের বিপ্লব। 

আত্মসত্তা ও জীবন অস্তিত্ব ও জীবনের স্রষ্টার নামে এ উপলব্ধি ই আস্তিকতার ধারা এবং আত্মসত্তা ও জীবন বস্তুবাদি চেতনায় বস্তুবাদের ভিত্তিতে এটাই নাস্তিকতার ধারা।

ইনসানিয়াত বিপ্লব ও খেলাফতে ইনসানিয়াতের আত্মিক নীতি, জীবনের নীতি, মানবতার নীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি, বিশ্বনীতি সব কিছুই দয়াময় স্রষ্টার রেসালাতের আলোকে দয়াময় স্রষ্টার একত্ব ও সার্বভৌম মালিকানার ভিত্তিতে সব মানুষের জন্য প্রদত্ত মালিকানা খেলাফতের ভিত্তিতে প্রতিষ্ঠিত। সব মানুষের মালিকানা ও মানবাধিকার, মানবতার রাষ্ট্র, মানবতার বিশ্ব স্রষ্টার মালিকানার ই প্রতিফলন। 

ইনসানিয়াত বিপ্লব খেলাফতে ইনসানিয়াতের বিপরীত একক গোষ্ঠীর স্বৈরদস্যুতন্ত্র মুলুকিয়তকে স্রষ্টার মালিকানার বিপরীত নাস্তিক্যউদ্ভূত কাঠামো মনে করে এবং সব মানুষের মালিকানা খেলাফতে ইনসানিয়াতকে স্রষ্টার মালিকানার প্রতিফলন মনে করে।

ইনসানিয়াত বিপ্লব ধর্ম বলতে সত্যকে বুঝে, যার বিভিন্ন স্তর আছে। পরম সত্য হিসেবে দয়াময় স্রষ্টা কে বুঝে, সত্যের কেন্দ্র ও জীবনের সত্য হিসেবে স্রষ্টার আলো-জ্ঞান-গুণাবলীর ধারক এবং সংযোগের কেন্দ্র হিসেবে স্রষ্টার রাসুলকে বুঝে। দয়াময় স্রষ্টার নামে স্রষ্টার আলোকে মানবাত্মা ও মানবসত্তা এবং জীবনকে ইনসানিয়াত বিপ্লব সত্যের একটি স্তর হিসেবে মনে করে।

ইনসানিয়াত বিপ্লবের দৃষ্টিতে জীবন অস্বীকার ও সত্য অস্বীকার একটা পর্যায়। ইনসানিয়াত বিপ্লব জীবনের সাথে স্রষ্টার সংযোগে বিশ্বাস করে এবং জীবন অস্বীকার বা জীবন স্রষ্টার পরিবর্তে বস্তুবাদি হওয়া স্রষ্টার তথা পরম সত্যকে অস্বীকারের একটা স্তর মনে করে।

ইনসানিয়াত বিপ্লব বস্তুর উর্ধ্বে জীবনের সত্যে বিশ্বাসকে ধর্ম বিশ্বাসের ই একটা স্তর মনে করে। ইনসানিয়াত বিপ্লব প্রকৃত ধর্মকে সত্য-জ্ঞান-ন্যায়-পূণ্য ও মানবতার এবং সকল গুণাবলীর উৎস মনে করে কিন্তু ধর্মের নামে মিথ্যা অবিচার পাশবতা স্বৈরতাকে অধর্ম মনে করে।

যে ধর্মের নামেই হোক ইনসানিয়াত বিপ্লব তাওহীদ রেসালাত খেলাফত ও ইনসানিয়াতের বিপরীত কোন কিছুকে কখনও ধর্ম হিসেবে স্বীকৃতি দিবে না ও দিতে পারে না। ইনসানিয়াত বিপ্লব ধর্মকে রাষ্ট্র ক্ষমতার বলে জবরদস্তি চাপিয়ে দেয়ার বিষয় মনে করে না, বরং অন্যায় অধর্ম ও ধর্মের নামের অপব্যবহার মনে করে।
ইনসানিয়াত বিপ্লব একক ধর্মের নামে ধর্মরাষ্ট্র ও রাষ্ট্রধর্মকে ধর্মবিরোধী মনে করে, একক ধর্মের নামে রাষ্ট্র ধর্মের জন্য ধ্বংসাত্মাক এবং ধর্মের নামে স্বৈরতান্ত্রিক জুলুমের কারসাজি মনে করে।

ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহার করে ধর্মকে কুক্ষিগত করে ধর্মের নামে সন্ত্রাস জংগিবাদ উগ্রবাদ খুন- জুলুম- পাশবতা প্রতিরোধে ইনসানিয়াত বিপ্লব দৃড় প্রতিজ্ঞাবদ্ধ।

প্রকৃত ধর্ম সত্য উপলব্ধি এবং মানবতা, ধর্ম যার যার হৃদয়ের বিষয় ও জীবনের পথ। স্রষ্টার সন্ধানে গুণ- জ্ঞান- নীতি- নৈতিকতা- ন্যায়- সুবিচার- দয়া- ভালোবাসা- জীবনের পবিত্রতা ধর্মের মৌলিক ভিত্তি। ধর্মকে যখন খুন-সন্ত্রাস-অন্যায়- অবিচার-অপরাজনীতির হাতিয়ার করা হয় তখন সেটা অধর্ম হয়ে যায় এবং স্রষ্টার নৈকট্য সাধনার পরিবর্তে স্রষ্টার বিরুদ্ধে যুদ্ধে পরিণত হয়।

ধর্ম জ্ঞানের মাধ্যমে সত্য উপলব্ধির আহ্বান জানায়, ধর্মের প্রকৃত শিক্ষা মানবতা, প্রকৃত ধর্ম মানবতা রক্ষার আহ্বান জানায়। খুন-জুলুম- জবরদস্তি-রুদ্ধতা-স্বৈরতাকে যারা ধর্মের নামে চালিয়ে দেয় তারা ধর্ম সম্পর্কে অজ্ঞ এবং ধর্মের শত্রু।

দয়াময় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শিক্ষা ধর্ম মানে স্রষ্টার ভালোবাসায় সৃষ্টিকে ভালোবাসা এবং সব মানুষের কল্যাণ সাধন করা। মানুষ হিসেবে আমরা সব মানবিক মানুষ এক ও অবিচ্ছেদ্য, মানবতা রক্ষায় আমরা সবাই এক। যেখানে মানবতা তথা সব মানুষের ইজ্জত- নিরাপত্তা-অধিকার-স্বাধীনতা নেই সেখানে কোন প্রকৃত ধর্ম নেই।

পরস্পরের নিরাপত্তা ও কল্যাণের জন্য আমরা সবাই একাকার হয়ে কাজ করতে হবে, অন্যায় অবিচার অপরাজনীতির স্বৈরদস্যুতা অপশক্তি থেকে পরস্পর সব মানুষকে রক্ষায় দেশ দুনিয়া রক্ষায় সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং সর্বজনীন মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়া গড়ে তুলতে হবে।

মানবিক ভ্রাতৃত্ব ব্যতীত মানবতা রক্ষা হবে না এবং মানবতার সমাজ ও রাষ্ট্র হবে না বরং বিপরীত বিধ্বংসী হয়ে যাবে। মানবিক ভ্রাতৃত্ব প্রকৃত ধর্মেরই মূল্যবোধ। ধর্মের নামে বিভিন্ন অধর্ম উগ্রবাদ ও বস্তুবাদি জাতীয়তাবাদ মানবিক ভ্রাতৃত্ব ধ্বংস করে হিংসা বিদ্বেষ বিভক্তি অবিচার সন্ত্রাস স্বৈরদস্যুতা তৈরি করে ধর্মের শিক্ষা ও মানবতা ধ্বংস করে।

বিশ্ব ইনসানিয়াত বিপ্লব ধর্ম জাতি নির্বিশেষে সকল মানুষের সমান অধিকার-নিরাপত্তা-স্বাধীনতা-মর্যাদার কাঠামো খেলাফতে ইনসানিয়ত তথা একক গোষ্ঠীর স্বৈরদস্যুতামুক্ত অসাম্প্রদায়িক ও সর্বজনীন মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়া গড়ে তোলার মানবিক সংগঠন।

ইনসানিয়াত বিপ্লব প্রকৃত ধর্মকে জীবনের স্বাধীনতার ধারক মনে করে। আত্মার স্বাধীনতা, জীবনের স্বাধীনতা ও মুক্ত দুনিয়া ছাড়া জীবনের কর্তৃত্ব খেলাফতে ইনসানিয়াত (representative authority of life & humanity beyond any discrimination, flow of truth & wealth, structure of right & freedom, state and world of peace-safety & universal humanity under light of divine values; given by beloved holy Rasul, the source of all blessing-love-humanity)  হয় না, যা কেবলমাত্র দয়াময় স্রষ্টার নামে স্রষ্টার আলোর দিশায় হতে পারে।   

ইনসানিয়াত বিপ্লব ধর্মের পবিত্র মূল সূত্র কলেমার ভিত্তিতে তথা জীবন সত্যের মূল সূত্রের আলোকধারায় গঠিত, অর্থাৎ জীবন সকল বস্তুর উর্ধ্বে, আত্মসত্তা কোন বস্তুর ভিত্তিতে নয় কেবল দয়াময় স্রষ্টার পবিত্র নামে ও স্রষ্টার আলোকে, জীবনের উর্ধ্বে জীবনের স্রষ্টা ও স্রষ্টার আলো তথা জ্ঞান-গুণ-কল্যাণে অধিকার স্বাধীনতার কেন্দ্র ও রক্ষক রেসালাত ব্যতীত কিছু নেই। 

ইনসানিয়াত বিপ্লব ধর্মের নামে স্বাধীনতা পরিপন্থী মানবতা-অধিকার বিরোধী জ্ঞান বিজ্ঞান প্রগতি বিরোধী কোন কিছু ধর্ম নয়, অপব্যাখ্যা অধর্ম মনে করে। ইনসানিয়াত বিপ্লব মিথ্যা কুসংস্কার অবিচার মূর্খতা ও স্বৈরতাকে কখনও ধর্ম হিসেবে স্বীকৃতি দিবে না। 

ইনসানিয়াত বিপ্লব ধর্মগ্রন্থ ও ধর্মের ব্যাখ্যায় সত্য ও মানবতাকে মূলনীতি মনে করে এবং এজন্য মানবতা বিরোধী কোন কিছুকে ধর্ম মনে করে না। ধর্মের নামে মানবতা বিরোধী কোন আইন ফতোয়া মনগড়া শরিয়া ইনসানিয়াত বিপ্লব ধর্ম বা শরিয়া মনে করে না। ইনসানিয়াত নিছক বাহ্যিক প্রথা পোষাক আচারকে ধর্মের মূল মনে করে না।

ইনসানিয়াত বিপ্লব ধর্মের মূলনীতির ভিত্তিতে কেবল জ্ঞান বিবেক দলিল যুক্তির ভিত্তিতে ধর্মের বিকাশে বিশ্বাস করে। কোন জবরদস্তি ভীতি অস্ত্র বা আইন প্রয়োগে কৃত্রিম ধর্ম পালনে বিশ্বাস করে না। ইনসানিয়াত বিপ্লব হৃদয়ের স্বাধীন উপলব্ধির মাধ্যমে ধর্ম পালনে বিশ্বাস করে।

ইনসানিয়াত বিপ্লব সরাসারি ধর্মের নামে নয়, ধর্মের মানবিক মূল্যবোধের মাধ্যমে রাষ্ট্রব্যবস্থা পরিচালনা প্রয়োজন মনে করে।

ইনসানিয়াত বিপ্লব প্রকৃত ধর্মের শিক্ষা আলো ও দর্শন থেকে উৎসরিত হলেও ইনসানিয়াত বিপ্লব প্রচলিত একক ধর্মীয় সংগঠন নয়। জীবনের সত্য ও জীবন নীতির ভিত্তিতে জীবনের আত্মিক ও রাজনৈতিক সংগঠন, যা প্রকৃত ধর্মের মূল্যবোধ ধারণ করে রাষ্ট্রের সর্বজনীনতা এবং গণতন্ত্র রক্ষা ও বিকশিত করে।

ইনসানিয়াত বিপ্লব একক ধর্মভিত্তিক যেমন নয়, তেমনি ধর্মবিহীনও নয়। প্রকৃত ধর্ম বিরুদ্ধ হওয়ার প্রশ্নই আসেনা কিন্তু অবশ্যই ধর্মের নামধারী প্রদর্শনী- মিথ্যা- মূর্খতা- অবিচার- স্বৈরতা- কুসংস্কার- পাশবতার বিরুদ্ধে রাজনীতি ও রাষ্ট্র ধর্মের নামে ধর্মের সাথে একাকার বা কোন একক ধর্ম ভিত্তিক করে ফেলার সম্পূর্ণ বিরুদ্ধে ইনসানিয়াত বিপ্লব এর অবস্থান।

কিন্তু সমাজে প্রকৃত ধর্মের মূল্যবোধ ও শিক্ষা রক্ষায় এবং প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ কারণ প্রকৃত ধর্মের শিক্ষা ও মূল্যবোধ ব্যতীত সত্য হয় না, মানবতা হয়না, মানব সমাজ আর পাশবিক সমাজের পার্থক্য থাকেনা, পাপ-পুণ্য ন্যায়-অন্যায়ের পার্থক্য থাকে না।
মানবতা প্রতিষ্ঠা এবং অপশক্তি থেকে মানবতাকে বাঁচাতে ইনসানিয়াত বিপ্লব যেখানেই শক্তি তথা তত্ত্ব- জ্ঞান- দর্শন- যুক্তি- উপায়- পথ- পন্থা পাবে তা গ্রহণ করবে এবং তার ভিত্তিতে এগিয়ে যাবে। যেখানে কোনো ধর্ম ধর্মগ্রন্থ থেকে মানবতা রক্ষায় মানবতার রাষ্ট্র গড়ার সূত্র ও দিশা পেলে আমরা অবশ্যই মানবতার শক্তি সম্পদ হিসেবে তা গ্রহণ করবো এবং তার ভিত্তিতে এগিয়ে চলবো।

সত্য, জ্ঞান, কল্যাণ ও প্রগতির যেকোন মনি মুক্তা সম্পদ যেকোনো উৎস থেকে পাওয়া যায় আমরা তার সন্ধানে থাকবো। বিশেষতঃ দয়াময় স্রষ্টার নামে ধর্ম মানব জীবনে মিশে আছে, যদিও দয়াময় স্রষ্টার নামে এবং ধর্মের নামে ধোকা ও স্রষ্টার বিপরীত পথও আছে তাই প্রকৃত ধর্ম ও ভুয়া ধর্ম পৃথক করে সত্য ও মানবজীবনকে রক্ষা করতে হবে। প্রকৃত ধর্মে কোন অকল্যাণ থাকার প্রশ্নই আসে না বরং মানবতার শক্তি সহায় কিন্তু ধর্মের নামে বিকৃত অধর্ম মানবতার চরম শত্রু।

বিভিন্ন ধর্মের নামে উগ্রবাদ- হিংস্রতা- এজিদবাদ- সন্ত্রাস- খুন- জবরদস্তি- অধিকার হরণ- বাড়াবাড়ি- ফতোয়াবাজি- জ্ঞান বিজ্ঞান প্রগতি নস্যাৎ এমনকি রাষ্ট্রক্ষমতা জবরদখল করে প্রকৃত শরীয়ত লংঘন করে শরীয়তের নামে অত্যাচার-নিপীড়ন-বর্বরতা-বিভীষিকা স্বাধীনতা অধিকার লুন্ঠন মানবতার বিরুদ্ধে এমনকি প্রকৃত ধর্মের বিরুদ্ধে সর্বনিকৃষ্ট ভয়ঙ্কর সংকট হিসেবে প্রাদুর্ভাব ঘটেছে সারা দুনিয়ায়।
ইনসানিয়াত বিপ্লব প্রকৃত ধর্মের শিক্ষা মূল্যবোধ অবলম্বন করে বিভিন্ন ধর্মের ছদ্মনামধারী এসব অধর্মের আগ্রাসন থেকে মানবতাকে রক্ষায় অপরিহার্য মনে করে। 
প্রকৃত ধর্মের বিকাশই ধর্মের নামধারী অধর্ম দূর করতে পারে। রাজনৈতিক ময়দান থেকে ধর্মের নামধারী এবং অন্যান্য সংকীর্ণবাদি-গোষ্ঠীবাদি- জাতীয়তাবাদি- গোত্রবাদি মানবতা বিরোধী অপশক্তিকে বিতাড়ণে ইনসানিয়াত বিপ্লবের নীতি দর্শন ও কর্মকৌশল কোন বিকল্প দুনিয়ায় নেই।

মুক্ত স্বাধীন সমৃদ্ধ বিকশিত মানবতার জন্য মানবিক রাষ্ট্র ও মানবিক বিশ্বের কোন বিকল্প নেই। সমগ্র মানবতার জন্য মানবিক রাষ্ট্র বা ইনসানিয়াতের রাষ্ট্র ও বিশ্ব খেলাফতে ইনসানিয়াত ই একমাত্র আদর্শ।

পবিত্র কলেমা, কুরআনুল কারীম ও পবিত্র হাদীছ শরীফ থেকে আমরা সুস্পষ্টভাবে মানবতার সত্তা, জীবন, মালিকানা, অধিকার, স্বাধীনতা, সর্বজনীনতার মৌলিক ভিত্তি ও সূত্র খুঁজে পায় যার একমাত্র দু-একটা আমরা এখানে দলীল হিসাবে তুলে ধরেছি অন্য ধর্ম মতে দর্শনের পথ থেকে মানবতার রাষ্ট্র ও বিশ্বের অনুকূল দলিল প্রদান করলে আমরা সাদরে নিজেদের সম্পদ হিসেবে গ্রহণ ও প্রকাশ করব।

মানবতাকে দোজাহানে রক্ষার জন্যই দুনিয়ায় প্রকৃত ধর্ম এসেছে ধ্বংসের জন্য নয়, ধর্মের নামে অধর্ম ই মানবতার চরম শত্রু।

মুসলিম ছদ্মনামধারী উগ্রবাদী একক ধর্ম রাষ্ট্রের রাষ্ট্রীয়ভাবে বিকৃত শরীয়ত চাপিয়ে দেয়ার যে প্রকৃত ধর্মের বিপরীত বাতিল ফেরকা তাদের সংশোধন ও প্রতিরোধের জন্য ইনসানিয়াত বিপ্লব মানবতার পক্ষে কোরআন হাদিসের দলিল দিয়েছে।
সকল ধর্মের অনুসারীদের প্রতি আমাদের আবেদন ও অনুরোধ থাকবে সবাই যেন মানবতার রাষ্ট্র ও বিশ্বের পক্ষে এবং তাঁদের ধর্মের ছদ্মনামধারী উগ্রবাদ মানবতাবিরোধী বিধ্বংসী বিরুদ্ধে গোষ্ঠীবাদি সংকীর্ণতার বিরুদ্ধে নিজ নিজ ধর্মগ্রন্থের দলিল প্রদান করে উগ্রবাদিতা থেকে ধর্ম, সমাজ ও রাষ্ট্র রক্ষা করেন। 
মানবতার প্রতিবন্ধক ও বিপরীত বিনাশী অপশক্তিগুলো বুঝতে ও চিহ্নিত করতে না পারলে এবং তাদের নৈতিক ভিত্তি ভেঙে দিতে না পারলে তাদের আধিপত্য দূর হবে না বরং সম্প্রসারিত হবে।

মানবতার বিরুদ্ধ ধ্বংসাত্মক শক্তি হচ্ছে ধর্মের ছদ্মনামে ধর্মের প্রকৃত শিক্ষার বিপরীত উগ্রবাদি সহিংস সন্ত্রাসী জঙ্গি যা সব ধর্মের নামেই চালানো হচ্ছে মানবতার ধারক প্রকৃত ধর্মের অনুপস্থিতির কারণে।

ধর্মের নামে ধর্মের শত্রু অধর্ম উগ্রবাদি সাম্প্রদায়িক অপশক্তি ধর্মরাষ্ট্রের নামে মানবতা- গণতন্ত্র- সর্বজনীনতা- স্বাধীনতা উৎখাত করে স্বৈরদস্যুতা প্রতিষ্ঠা করতে চায়, একই সাথে বস্তুবাদি মতবাদ বস্তুবাদি জাতীয়তাবাদ উগ্র রাজনৈতিক গোষ্ঠী মানবতা ও মানবিক রাষ্ট্রের বিপরীত স্বৈরদস্যুতান্ত্রিক মতাদর্শ যারা অন্যের অধিকার স্বীকার করে না।

প্রকৃত ধর্মের দিশা সত্য ও মানবতার ধারা রক্ষায় একমাত্র উপায় ধর্মের নামে অধর্ম সাম্প্রদায়িক অপশক্তি ও বস্তুবাদি জাতীয়তাবাদি উভয় অপশক্তির প্রতিরোধ করে ধর্মের প্রকৃত ধারা স্রষ্টার নামে স্রষ্টার আলোকে জীবনের সত্যের ভিত্তিতে স্রষ্টা ও তাঁর রেসালাত প্রদত্ত সব মানুষের নিরাপত্তা- মর্যাদা- অধিকার- মালিকানা- স্বাধীনতার জীবন ও দুনিয়ার রূপরেখা খেলাফতে ইনসানিয়াত।

ইনসানিয়াত বিপ্লব দয়াময় স্রষ্টার সংযোগ মহান রেসালাতের সংযোগে দয়াময় স্রষ্টা ও জীবন এবং মানবতাকে অবিচ্ছিন্নভাবে দেখে। সত্য- ন্যায়- জীবন ও মানবতার বিপরীত সব কিছুকে দয়াময় স্রষ্টার বিরুদ্ধে অপরাধ হিসেবে দেখে। ইনসানিয়াত বিপ্লব ও খেলাফতে ইনসানিয়াতের দৃষ্টিতে মানবতা বিরোধী মানেই স্রষ্টা বিরোধী ও স্রষ্টার রেসালাত বিরোধী অপশক্তি।

ইনসানিয়াত বিপ্লবের দর্শন সৃষ্টির ভালোবাসা ও কল্যাণ সাধনা স্রষ্টার আলোকধারায় স্রষ্টারই ভালোবাসার প্রতিফলন।

=============
- আল্লামা ইমাম হায়াত ( Allama Imam Hayat)
প্রতিষ্ঠাতাঃ ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ( World sunni movement )
প্রবর্তকঃ ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশন ( World humanity revolution)
 #Allama_Imam_Hayat #World_humanity_revolution

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সাহাবী একটি বৈশিষ্ট্য, সাহাবী একটি চরিত্র, সাহাবী একটি আদর্শ, সাহাবী মানে উৎসর্গ, সাহাবী মানে সর্বোচ্চ বিশ্বস্ত! লেখক- আল্লামা ইমাম হায়াত এর দিশার আলোকে- আল্লামা মুফতি রেজাউল মোস্তফা কায়সার

প্রিয়নবীর সম্পর্কের চেয়ে জরুরী গুরুত্বপূর্ণ মূল্যবান অপরিহার্য্য অন্য কোন সম্পর্কই নয় -"আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমা"

(দলিল) নবী রাসূল আলাইহিস সাল্লাম গন সহ আল্লাহর ওলী গন চিরন্তন জীবিত ।