Ticker

6/recent/ticker-posts

ফেনীতে ইনসানিয়াত বিপ্লবের মানবতার রাজনীতির উদয় সমাবেশ বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলনে আল্লামা ইমাম হায়াত এর বক্তব্য



ইসি নিবন্ধন নং: ০৪৬

সূত্র: প্রেসবিজ্ঞপ্তি

তারিখ: ০১/০২/২০২৫

ফেনীতে ইনসানিয়াত বিপ্লবের মানবতার রাজনীতির উদয় সমাবেশ বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলনে আল্লামা ইমাম হায়াত এর বক্তব্য।

জীবন- দ্বীন-দেশ ধ্বংসের অভিযোগে ও রাষ্ট্র রক্ষায় অন্তর্বর্তী সরকারের পদচ্যুতির দাবিতে ইনসানিয়াত বিপ্লবের হরতালের ডাক।

ধর্মের নামে ধর্ম ধ্বংসাত্মক অধর্ম জঙ্গিবাদী উগ্রবাদী জা অরাজকতার সরকারী প্রশ্রয় ও বিভিন্নভাবে রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়া, জনগণের জানমালের চরম নিরাপত্তাহীনতা, অর্থনীতি ধ্বংস, গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ ধ্বংস ও সামাজিক নিরাপত্তা ধ্বংসের অভিযোগে দায়ী করে এবং অবৈধ জবরদখল থেকে রাষ্ট্র রক্ষায় অন্তবর্তী সরকারের পদচ্যুতি দাবি করে রোববার অর্ধ বেলা জনগণের স্বেচ্ছা হরতালের আহ্বান জানিয়েছে ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ।

ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেন, ক্ষমতাসীন চক্র জীবন-দ্বীন-দেশ-গণতন্ত্র-জনগনের জানমাল ইজ্জত-সামাজিক নিরাপত্তা ভুল পথে চরম ধ্বংসের দিকে ঠেলে দিয়েছেন।

আল্লামা ইমাম হায়াত বলেন, সার্বিক ধ্বংস ও জবরদখল থেকে দেশ-দ্বীন-জীবন-গণতন্ত্র রক্ষায় চলমান ক্ষমতাসীন চক্র বিতাড়িত হওয়া জরুরি হয়ে পড়েছে।

ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান বলেন, ধর্মের নামে ধর্ম ধ্বংসাত্মক অধর্ম উগ্রবাদী-গণতন্ত্র বিরোধী-মানবাধিকার ধ্বংসকারী -জীবনের স্বাধীনতা হরণকারী ওয়াবিবাদী মদুদিবাদী জঙ্গিবাদী সন্ত্রাসবাদী সম্প্রদায়িক অপরাজনীতির ধারাকে রাষ্ট্রীয় প্রশ্রয় দিয়ে ক্ষমতাসীন চক্র রাষ্ট্রকে ধ্বংস ও অরাজকতার দিকে ঠেলে দিয়েছে।

আল্লামা ইমাম হায়াত বলেন, ঈমানের বিপরীত ও ইসলামের মানবিক আর্দশের বিপরীত ইসলামের ছদ্মনামধারী হিংস্র পাশবিক জঙ্গিবাদী মতবাদের রাষ্ট্রীয় প্রমোট করে সরকার সমগ্র মানবমন্ডলীর কল্যাণ ও মুক্তির উৎস রাহমাতাল্লিল আলামিন প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়াসাল্লামের দেয়া সব মানুষের অধিকার স্বাধীনতার রক্ষক প্রেমময় শান্তিময় মানবিক গণতান্ত্রিক ইসলামের আসল ধারা ধ্বংস ও উৎখাত করে দিচ্ছেন।

সম্প্রতি দেশে শত শত আউলিয়াকেরামের মাজার শরীফ ভাঙ্গা, পীর মুর্শিদ তরিকতের খানকা মসজিদ মাদ্রাসায় হামলা ও জবরদখল ক্ষমতাসীনদের প্রশ্রয়ে দেশে ইসলামের নামে ইসলামের আসল ধারার বিপরীত ঈমান বিধ্বংসী মানবতাব বিধ্বংসী ওয়াবি মদুদী সালাফি জঙ্গিবাদী অপশক্তির প্রাদুর্ভাবের অন্যতম প্রমাণ উল্লেখ করে ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান বলেন, আওলিয়াকেরামের মাজার খানকায় হামলা ইসলামের শান্তিময় আসল ধারা উৎখাত করে জঙ্গিবাদী খুনি সন্ত্রাসী স্বৈরদস্যুতার ধারা কায়েম করার ধ্বংসাত্মক চক্রান্ত।

সব ধর্মের সব মানুষের মালিকানা ভিত্তিক সর্বজনীন মানবতার রাষ্ট্রকেই ইসলামের একমাত্র রাজনৈতিক দিকদর্শন উল্লেখ করে আল্লামা ইমাম হায়াত বলেন, দয়াময় আল্লাহতাআলা ও তাঁর মহান রাসুল প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়াসাল্লাম রাষ্ট্র বা ক্ষমতার বলে জবরদস্তি ইসলামের নামে কোন কিছু চাপিয়ে দিতে নিষেধ করেছেন এবং সব মানুষের সমান অধিকার-স্বাধীনতা-নিরাপত্তা-মর্যাদা দান করেছেন।

ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান বলেন, মানবতার রাষ্ট্র ই ইসলামের নির্দেশিত রাষ্ট্র এবং ইসলামের সরাসরি নামে রাষ্ট্র ইসলামে নিষিদ্ধ। তিনি বলেন, ইসলামের নামে রাষ্ট্র ইসলামের নামে ধ্বংসাত্মক ধোকা ও বিকৃত ধারার ইসলাম ছিনত-াইয়ের ষড়যন্ত্র। তিনি বলেন, ইসলামের নামে অনেক বাতিল মতবাদ আছে যারা ইসলামের নামে রাষ্ট্রের কথা বলে ধোকা দিয়ে রাষ্ট্র জবরদখল করে ইসলামের নামে তাদের কুফর-খুন- জুলুম-সন্ত্রাস- অধিকার হরণ-মানবতা ধ্বংসাত্মক মতবাদ রাষ্ট্র ক্ষমতার বলে চাপিয়ে দিয়ে আসল ইসলাম উৎখাত ও রাষ্ট্রকে ধ্বংস করে।

আল্লামা ইমাম হায়াত বলেন, ক্ষমতাসীন চক্র ধর্মীয় ও রাজনৈতিক ভাবে দেশকে ভুল পথে ঠেলে দেয়া ছাড়াও দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছেন। তিনি বলেন, ক্ষমতাসীন চক্র শুরু থেকেই রাজনৈতিক বিদ্বেষের বশবর্তী হয়ে অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ শিল্পপতিদের গ্রেফতার, শত শত শিল্প কারখানা ধ্বংস ও জনস্বার্থ সংশ্লিষ্ট ব্যবসা-বাণিজ্য ধ্বংস করে অর্থনীতির গোড়ায় কুড়াল মেরেছে। তিনি বলেন, ক্ষমতাসীন গোষ্ঠীর ভুলের কারণে দেশে বিনিয়োগ উৎপাদন আয় উপার্জনের পথ রুদ্ধ হয়ে গেছে, ফলে জনগণ মারাত্বক আর্থিক সংকটে পড়েছে এবং খাদ্যদ্রব্যের অগ্নিমূল্য জনজীবনে প্রায় দুর্ভিক্ষাবস্থার মত মারাত্মক সংকট তৈরি হয়েছে।

তিনি অভিযোগ করেন, দলীয় বিদ্বেষ বৈষম্যের কারণে ও দেশকে রাজাকারকরণের জন্য হাজার হাজার কর্মীকে চাকরিচ্যুত করে লক্ষ লক্ষ পরিবারে চরম দুর্দশা হাহাকার উপবাসের উপক্রম হয়েছে।

আল্লামা ইমাম হায়াত বলেন, ক্ষমতাসীন মহলের ভূল নীতি ও ভুল পথে চলা এবং অব্যবস্থার কারণে দেশের নিরাপত্তাব্যবস্থা-আইন শৃংখলা-সামাজিক নিরাপত্তা সম্পূর্ন ধ্বংস হয়ে গেছে। তিনি বলেন, জনগনের জানমাল ইজ্জতের কোনো নিরাপত্তা নেই। তিনি বলেন, সর্বত্র আতংক বিরাজ করছে এবং প্রকাশ্যে হত্যা-ডাকাতি-লুটতরাজ-সন্ত্রাস চলছে। তিনি বলেন, ক্ষমতাসীন চক্র ও তাদের সমর্থিত সহযোগীদের চক্রান্ত ও অবৈধ জবরদখলে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে গেছে এবং শিক্ষার পরিবেশ ধ্বংস ও শিক্ষা প্রতিষ্ঠান যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে।

আল্লামা ইমাম হায়াত বলেন, ক্ষমতাসীন মহল দেশের রাজনৈতিক পরিবেশ দমনমূলক, আতংকজনক ও নিপীড়নমূলক করে গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করে ফেলেছে এবং নিজেরাই পূর্বাপেক্ষাও জঘন্য স্বৈরাচারী ফ্যাসিবাদী হয়ে উঠেছে। স্বাধীন মত প্রকাশ ও সরকারের অন্যায় অবিচারের সমালোচনা এবং যার যার আদর্শ তুলে ধরার স্বাধীনতা রুদ্ধ ও বিপদজ্জনক করে তোলা হয়েছে উল্লেখ করে ইমাম হায়াত বলেন, রুদ্ধ ও পক্ষপাত দুষ্ট এবং অনিরাপদ আতংকজনক পরিবেশে সুষ্ঠু নির্বাচন অসম্ভব হবে, ফলে তাদের মাধ্যমে আগামী নির্বাচনও প্রহসন ও গণতন্ত্র হত্যার নির্বাচন হবে।

আল্লামা ইমাম হায়াত বলেন, আমরা ইনসানিয়াত বিপ্লব বিশ্বাস করি রাষ্ট্রের মালিক জনগণ, রাষ্ট্র কোন একক ধর্ম-একক জাতি-একক গোষ্ঠীর করা জনগণের মালিকানা অস্বীকার ও উৎখাত এবং রাষ্ট্র জবরদখল।

আল্লামা ইমাম হায়াত বলেন, দয়াময় স্রষ্টা ও স্রষ্টার মহান রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত জনগণের সম্মিলিত মালিকানা অস্বীকার এবং রাষ্ট্র জবরদখল ও জীবনের স্বাধীনতা রুদ্ধ করে কোনো মতবাদ চাপিয়ে দেয়া স্বৈরাচার ও ফ্যাসিবাদ।

আল্লামা ইমাম হায়াত বলেন, আমরা ইনসানিয়াত বিপ্লব সব মানুষের প্রতিনিধিত্বশীল মানবতার রাজনীতি ও জনগণের মালিকানা ভিত্তিক মানবতার রাষ্ট্রে বিশ্বাস করি বিধায় জনগণের নির্বাচিত নয় এবং জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহি নয়, এমন কোন ব্যক্তিকে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান হিসেবে আমরা ইনসানিয়াত বিপ্লব ও মানবিক গণতান্ত্রিক জনগণ এক সেকেন্ডের জন্যও মানতে পারবো না এবং বৈধ সরকার হিসেবে গ্রহন করতে পারবো না।

জবরদখল ও জঙ্গিবাদ থেকে রাষ্ট্র রক্ষায়, জনগণের জীবনের নিরাপত্তা ও জীবনের স্বাধীনতা রক্ষায়, ইসলামের মানবিক আসল ধারা রক্ষায়, অর্থনীতি ও গণতন্ত্র পুনরুদ্ধারে ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে রাষ্ট্রপতির কাছে ক্ষমতা সারেন্ডার করে পদত্যাগের আহ্বান জানিয়েছেন আল্লামা ইমাম হায়াত।

সমাবেশে একইসাথে অবিলম্বে নিরাপদ গণতান্ত্রিক-ধর্মীয়-রাজনৈতিক-অর্থনৈতিক-সামাজিক স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে এনে দেশ রক্ষার জন্য জনগণের সরকার গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতির প্রত্যক্ষ নেতৃত্বে ও কর্তৃত্বে দল নিরপেক্ষ নির্বাচনী সরকার গঠন করে আস্থাস্পদ সামরিক বাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে সব দলের অংশগ্রহণে সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নিরাপদ গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন জানায় ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ।

পরীক্ষার্থী শিক্ষার্থী, চিকিৎসা সংশ্লিষ্ট সবকিছু, গার্মেন্টস, রিক্সা ও শ্রমজীবি জনগণ এবং সকল জরুরী সরবরাহ এই স্বেচ্ছা হরতালের আওতামুক্ত থাকবে বলে সমাবেশে ইনসানিয়াত বিপ্লবের নেতৃবৃন্দ ঘোষনা করেন।

জনগণের স্বেচ্ছা হরতালের দিকনির্দেশনা দিয়ে ইনসানিয়াত বিপ্লবের নেতৃবৃন্দ ঘোষনা করেন, রাষ্ট্র-দ্বীন-জীবন-গণতন্ত্র রক্ষায় এবং জংগীবাদ ও জবরদখলের বিরুদ্ধে জনগণের প্রতিবাদ ও প্রত্যাখ্যান হিসেবে এবং মানবতার রাজনীতি ও মানবতার রাষ্ট্রের লক্ষ্যে এ হরতাল জোরজবরদস্তিমুক্ত ও পিকেটিংমুক্ত কেবল আবেদনমূলক অনুরোধমূলক থাকবে।

শেখ রায়হান রাহবার

মহাসচিব

ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ