Ticker

6/recent/ticker-posts

যুক্তরাজ্যে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব রাজনৈতিক দল হিসেবে অফিসিয়ালি নিবন্ধন পেয়েছে

যুক্তরাজ্যে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব রাজনৈতিক দল হিসেবে অফিসিয়ালি নিবন্ধন পেয়েছে -  



#বিসমিল্লাহির_রাহমানির_রাহিম

​ 

আলহামদুলিল্লাহ ওয়াস্‌সালাতু ওয়াস্‌সালামু আ’লা হাবীবিল্লাহি ও ইলাহিল কারীম।


​আজ যুক্তরাজ্যে 'ইনসানিয়াত বিপ্লব'-এর ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা হলো!


​আমাদের প্রাণের ইমাম, আল্লামা ইমাম হায়াত প্রবর্তিত 'ইনসানিয়াত বিপ্লব' এখন যুক্তরাজ্যে পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করলো।


​অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, 'World Humanity Revolution UK' (ইনসানিয়াত বিপ্লব ইউকে) আজ থেকে যুক্তরাজ্যে রাজনৈতিক দল হিসেবে অফিসিয়ালি নিবন্ধন লাভ করেছে। 🎉


​এই ঐতিহাসিক নিবন্ধনের ফলে, আজ থেকে ইনসানিয়াত বিপ্লব অফিসিয়ালি ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসের সকল প্রকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। ইনসানিয়াত ও মানবতার বার্তা এখন থেকে ব্রিটিশ রাজনীতিতে সরাসরি প্রভাব ফেলবে ইনশাআল্লাহ।


​এটি শুধু একটি দলের নিবন্ধন নয়, বরং তা হলো:

​জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার অঙ্গীকার।


​সত্য, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি মানবিক সমাজ গড়ার প্রতিজ্ঞা।


​বৈশ্বিক মানবতা বিপ্লবের পথে এক ঐতিহাসিক পদক্ষেপ।


​যুক্তরাজ্যের মাটি থেকে শুরু হোক বিশ্বজুড়ে ইনসানিয়াতের বিজয়। আমাদের ইমাম আল্লামা ইমাম হায়াত-এর দেখানো পথে মানব সেবার মাধ্যমে ইনসাফপূর্ণ পৃথিবী গড়ার লক্ষ্যে আমাদের যাত্রা অব্যাহত থাকবে।


​ইনসানিয়াত বিপ্লব: মানবতার মুক্তি ও শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ।


​ধন্যবাদ ওয়া সালাম। 🌹

​#ইনসানিয়াত_বিপ্লব #WorldHumanityRevolutionUK #আল্লামা_ইমাম_হায়াত #InsaniyatBiplob #UKPolitics

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ