তথাকথিত ঐক্যমত্য কমিশনের সনদ প্রত্যাখ্যান করেছে
#বিশ্ব_ইনসানিয়াত_বিপ্লব_বাংলাদেশ।
ঐক্যমত্য কমিশনের সনদ সম্পর্কে মানবতার রাজনীতির দল বিশ্ব ইনসানিয়াত বিপ্লব (World humanity revolution) এর চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেন - 
কতিপয় জনসনদবিহীন লোকের এসব ভিত্তিহীন তথাকথিত সনদ জনগণের সনদ নয়, এসব সনদের কোনো আইনগত ও সাংবিধানিক বৈধতা নেই। 
কতিপয় অনির্বাচিত ব্যক্তির সনদ রাষ্ট্রের সনদ হতে পারেনা। রাষ্ট্র ওজনগণের উপর কেউ কিছু চাপিয়ে দেয়ার অধিকার নেই এবং এহেন প্রচেষ্টা নব্য স্বৈরাচার নব্য ফ্যাসিবাদ হিসেবেই গণ্য হবে।
গণভোটের নামে প্রহসণের ভোটের নামে যতই চেষ্টা করা হোক এসব চাপিয়ে দেয়া তথাকথিত সনদ কখনোই জনগনের গ্রহনযোগ্য হবে না।
আমরা জনগণের প্রতিনিধিত্বশীল সব রাজনৈতিক দলের সাথে আলোচনা পরামর্শ না করে কতিপয় ভিত্তিহীন নামসর্বস্ব ও জংগীবাদি সাম্প্রদায়িক স্বৈররাজনীতির গ্রুপ নিয়ে তাদের অসৎস্বার্থে স্বৈরাচারী কায়দায় তৈরি অগণতান্ত্রিক এ তথাকথিত সনদ জনগণ বর্জন করবে এবং ইতিহাসের পরিত্যক্ত বর্জ্য আবর্জনায় পরিণত হবে এবং অলরেডি হয়ে গেছে।
#আল্লামা_ইমাম_হায়াত
 #বিশ্ব_ইনসানিয়াত_বিপ্লব_বাংলাদেশ। 
#Allama_Imam_Hayat #World_humanity_revolution

 
 
 
 
 
 
 
 
0 মন্তব্যসমূহ
Thanks For You Comment