ইসলামের দল আর রাজনীতির দল এক নয়!
রাস্তা যেমন কোন ধর্মের হয় না!
বাজার যেমন কোন ধর্মের হয় না! সবার সব মানুষের হয় ঠিক রাষ্ট্রও সবার সব মানুষের।
ইসলাম তুলে ধরার জন্য, ইসলামের প্রচার প্রসার করার জন্য ইসলামী দল থাকতে পারে এটা যাস্ট ইসলামের অনুসারীদের নিয়েই হবে।
কিন্তু! রাষ্ট্র এটা সবার সব মানুষের।
রাষ্ট্রের সাথে ইসলাম লাগিয়ে দিয়ে, কিংবা অন্যকোন ধর্মের নাম লাগিয়ে দিয়ে ধর্মকে এবং যত্রতত্র ধর্মের নামে চালিয়ে দিয়ে অন্যান্য ধর্মের মানুষের বিশ্বাস আদর্শ নিষিদ্ধ করা এটা কোন ধর্মের শিক্ষা নয়! এমনকি ইসলামেরও শিক্ষা নয়!!
ইসলাম, জ্ঞান ভালোবাসার মাধ্যমে একাডেমিকভাবে তুলে ধরার ধর্ম। যে সত্য মনে করে সে গ্রহণ করবে যে করবে না সেটা তাঁর একান্ত বিষয়।
একক ধর্মের নামে ধর্মরাষ্ট্রের নামে সাম্প্রদায়িক রাজনৈতিক দল মানেই ধর্মের শত্রু ও মানবতার শত্রু জংগিবাদ সন্ত্রাসবাদ।
কারন-
সত্য ও মানবতার মুক্তির উৎস প্রাণাধিক প্রিয় নবীর শিক্ষা- রাষ্ট্র সবার সব মানুষের একক গোষ্ঠীর নয়।
ক্ষমতার বলে ধর্মের নামে কিছু চাপিয়ে দেয়া দয়াময় আল্লাহতাআলা নিষিদ্ধ করেছেন।
আল্লাহতাআলা ও প্রাণাধিক প্রিয়নবী সব মানুষের সমান নিরাপত্তা-স্বাধীনতা-অধিকারের রাষ্ট্র একমাত্র সর্বজনীন মানবতার রাষ্ট্রের নির্দেশ দিয়েছেন।
বলপূর্বক চাপিয়ে দিলে সেটা আর ধর্ম থাকেনা অধর্ম অন্যায় হয়ে যায়।
একক ধর্মের নামে রাষ্ট্র মানে ক্ষমতাসীন গোষ্ঠীর মতবাদ ধর্মের নামে চালিয়ে দিয়ে আসল ধর্ম উৎখাত করা।
ধর্মের শিক্ষা মানবতার প্রাণ প্রাণাধিক প্রিয় নবীর দেয়া সব মানুষের প্রতিনিধিত্বশীল মানবতার রাজনীতি।
একক ধর্মবাদি ও একক জাতিয়তাবাদি একক গোষ্ঠীবাদি পাশবিক অপরাজনীতি ও একক গোষ্ঠীবাদি রাষ্ট্র সত্য ও মানবতার বিরুদ্ধে অপরাধ স্বৈরদস্যুতন্ত্র।
ধর্ম বা জাতীয়তাবাদ যে নামেই চালিয়ে দেয়া হোক একক গোষ্ঠীবাদি রাজনীতি (communal sectarian politics) ভার্সাস সার্বজনীন মানবতার রাজনীতি (universal humanitarian politics) পারস্পরিক দ্বান্দ্বিক পরস্পর বিপরীত।
ইসলামের শরিয়া শুধু মুসলিমদের জন্য প্রযোজ্য। তা ও বলপূর্বক বা জবরদস্তি নয়।রাষ্ট্রে শুধু মুসলিম থাকে না। অমুসলিমদের জন্য মুসলিম শরিয়া প্রযোজ্য নয়।
ইনসানিয়াত সবার জন্য প্রযোজ্য। রাষ্ট্রব্যবস্থার জন্য
ইনসানিয়াত ই শরিয়তের শিক্ষা। আর শরিয়ত নিয়েও ইসলামের নামে পরস্পর বিরোধী অনেক ধারা আছে।
মুসলিম দাবি করলেও সবার শরিয়ত এক নয়।
ইসলামের নামে বহু ফেরকা আছে যাদের এক গ্রুপের কাছে যা ঈমান আরেক গ্রুপের কাছে তা শিরিক কুফর।
ইসলামের আসল শরিয়া আর ইসলামের নামেই চালিয়ে দেয়া ওয়াবি সালাফি শিয়াবাদি শরিয়ত এক নয়, বিপরীত।
তালেবান, আই এস, বোকো হারাম ইত্যাদি বাতিলের শরিয়ত আর ইসলামের শরিয়ত এক নয় বিপরীত, অথচ ইসলামের নামেই চালিয়ে দেয়া হচ্ছে। শুধু শরিয়ত নয় ইসলামের আসল ধারার ঈমানের সংজ্ঞা আর সালাফি ওয়াবি শিয়াবাদ মওদুদিবাদ ইত্যাদি ফেরকার ঈমানের সংজ্ঞাও এক নয় সম্পূর্ণ বিপরীত।
রাষ্ট্র একক ধর্ম একক গোষ্ঠী একক জাতীয়তাবাদ বা একক মতবাদের হতে পারে না।
সূর্যের আলো বাতাস অক্সিজেন বৃষ্টি রোদ মাটি পানির মত সবার সব মানুষের সার্বজনীন।
ইসলামের নির্দেশিত রাষ্ট্র ব্যাবস্হা ইসলামের নামে রাষ্ট্র নয়।
ইসলামের শিক্ষা মানবতার রাজনীতি মানবতার রাষ্ট্র খেলাফতে ইনসানিয়াত।
কোরআনুল করিম ও হাদিস শরীফের নির্দেশিত রাষ্ট্র ব্যাবস্হা মানবতাে রাষ্ট্র খেলাফতে ইনসানিয়াত।
ইসলামের সরাসরি নামে রাষ্ট্র কোরআন সুন্নার বিপরীত বাতিল বেদায়াত।
কোরআন সুন্নার নামে অনেক বিকৃতি অনেক বিপরীত মতবাদ আছে।
- আল্লামা ইমাম হায়াত,
বিশ্ব ইনসানিয়াত বিপ্লব,
World humanity revolution.

0 মন্তব্যসমূহ
Thanks For You Comment