Ticker

6/recent/ticker-posts

ঈমানীয়াত ও ইনসানিয়াত সুরক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা



ঈমানিয়াত ও ইনসানিয়াতের এ যুগের ধারা না বুঝলে এবং বিপরীত ধারার অবস্থান ও অপকৌশল না বুঝলে   আত্মা ও জীবনের সবদিকে  মিথ্যা ও জুলুমের ধারা কায়েম থাকবে এবং সত্য ও মানবতার ধারা রুদ্ধ ও পরাজিত থাকবে।

ইমানিয়াত ও ইনসানিয়াত সম্পর্কে কোনো মন্তব্য করার  আগে দিশা ও পরিস্থিতি   বুঝার চেষ্টা করুন, না হয় সত্য ও মানবতার বিপর্যস্ত ধারার পূণঃউদয়ের কর্মপন্থা  বুঝবেন না। আর কোনো বিষয়ে না জেনে না বুঝে মন্তব্য করা মূর্খতা এবং ক্ষতিকর। 

বিশেষ ব্যতিক্রম ছাড়া অধিকাংশ মানুষের আত্মা ও জীবন এবং দুনিয়া বর্তমানে এন্টি ঈমানিয়াত ও এন্টি ইনসানিয়াতের গ্রাসে রুদ্ধ হয়ে আছে। ঈমান- দ্বীন- জীবন- মানবতা - স্বাধীনতা- অধিকার জীবননীতির রাজনীতি ও মানবতার রাষ্ট্র সম্পর্কে ধারণা এখন স্পষ্ট  নেই, এমনকি অস্তিত্বের  এসব মৌলিক বিষয়ের সংজ্ঞা পর্যন্ত বিলুপ্ত করে বিপরীত সংজ্ঞা চালিয়ে দেয়া হচ্ছে।   

ইমানী শর্ত ছাড়া ঈমানিয়াতের সদস্য বা সংগঠন হতে পারে না কিন্তু ইনসানিয়াতে বিশ্বাস করলে ইনসানিয়াতের শর্ত পূরণ হলে যে কোনো মানুষ ইনসানিয়াতের সদস্য হতে পারে।

ইমানিয়াত ও ইনসানিয়াতের শর্ত এক নয়,ইমানীয়াত ও ইনসানিয়াত জীবনের দুই স্তর একই বিষয় নয়, ইমানী জগত ও ইনসানী জগত এবং  ইমানী সম্পর্ক ও ইনসানী সম্পর্কও এক বিষয় নয় স্তরগত পার্থক্য আছে, দুই স্তরেই কাজ করা অপরিহার্য না হয় সত্য ও মানবতার ধারা বিলুপ্ত হয়ে জীবন ও জগত  মিথ্যা ও জুলুমের ধারক অপশক্তির গ্রাসে চলে যাবে এবং গেছে  । 

নীতি আদর্শ অক্ষুণ্ণ রেখে সবাইকে নিয়ে কাজ করা কোরআনুল করীম ও হাদিস শরীফের নির্দেশ এবং আমাদের আওলিয়া কেরামের চিরন্তন আদর্শ। মুমিনদের নিয়ে ঈমানী সংগঠন এবং মানবতায় বিশ্বাসী সব মানুষকে নিয়ে মানবতার মুক্তির লক্ষ্যে মানবতার রাষ্ট্র খেলাফতে ইনসানিয়াতের লক্ষ্যে বিশ্ব  মানবতার সংগঠন ইনসানিয়াত বিপ্লব। 

ইনসানিয়াত মানবসত্তার ভিত্তিতে সব মানুষের আত্মা ও জীবনের স্বীকৃতি- অধিকার- স্বাধীনতা- নিরাপত্তা- সম্পদ- জীবিকা-মানবিক মর্যাদা ও বিকাশের কাঠামো এবং জীবন মানবতা স্বাধীনতা অধিকার  বিধ্বংসী অপশক্তির রুদ্ধতা পরাধীনতা স্বৈরদস্যুতন্ত্র থেকে মুক্তির বিপ্লবী রূপরেখা, যা মূলতঃ আল্লাহতাআলার প্রিয়তম হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দান সমগ্র মানব মন্ডলীর সর্ব কল্যাণ ও মুক্তির জন্য ।

ইসলামের নামে ইসলামের বিপরীত মত পথ সমর্থন করা যায় না এবং ইসলামের বিপরীত  ধারার সাথে জোট করা যায় না,   ইনসানিয়াতের নামে ইনসানিয়াত বিরুদ্ধ বিপরীত ধারাকে সমর্থন বা এন্টি ইনসানিয়াত অপশক্তির সাথে একাকার হওয়া যায় না । বিপরীত ধারাকে সমর্থন মূল ধারার সাথে বিশ্বাসঘাতকতা এবং ধ্বংসাত্মক ।

আমরা বাতিল মতবাদের বিরুদ্ধে আদর্শিক একাডেমিক সংগ্রাম করি, সব মানুষকে ভালোবেসে সবাইকে বাতিল জালিম অপশক্তির গ্রাস থেকে উদ্ধারের জন্য কাজ করি, সত্য ও মানবতার নীতি আদর্শ অক্ষুণ্ণ রেখে আমাদের কাজের বিভিন্ন স্তর আছে যা বিদ্বেষী মন দিয়ে বুঝা সম্ভব নয় ।

একজন ডাক্তার বা অংক শিক্ষক বা পাইলট বা ম্যানেজার মুসলিম অমুসলিম সবাই হতে পারেন এবং তাঁদের সহযোগে ও তত্ত্বাবধানে সবাই কাজ করতে এবং উপকৃত হতে পারেন, কিন্তু মসজিদের ইমাম বা পুরোহিত যে কেউ হতে পারেন না, মসজিদ আর বাজারের মসআলা কিম্বা ঘর আর রাস্তার মসআলাও এক নয় তবে সব যায়গায় চলার সুনির্দিষ্ট নীতি নিয়ম পদ্ধতি আছে যা লংঘন করা যায় না । এভাবে জীবনের বিভিন্ন অধ্যায় ও কাজের বিভিন্ন স্তর আছে যা না বুঝে মন্তব্য করা জ্ঞানসম্মত নয় ।

মুমিন হিসেবেও ইনসানিয়াত অস্বীকার করা যায় না এবং ইনসান বা মানুষ হিসেবেও ইনসানিয়াত বা খেলাফতে ইনসানিয়াত (authority of life and state and world  of humanity) অস্বীকার করা যায় না । 

ইনসানিয়াত অস্বীকার জীবনের সত্য অস্বীকার, জীবনের অধিকার স্বাধীনতা অস্বীকার , সব মানুষের অধিকার ভিত্তিক   মানবতার রাষ্ট্র ও মানবিক সাম্যের ভিত্তিতে সর্বজনীন মানবাধিকারের দুনিয়া অস্বীকার , সত্য ও জ্ঞান ও সম্পদের মুক্ত প্রবাহ অস্বীকার এবং জীবন মানবতা অধিকার স্বাধীনতা নিরাপত্তা মর্যাদা হরনকারী ও সত্যের মুক্ত প্রবাহ রুদ্ধকারী  বাতিল জালিম অপশক্তির সমর্থক অংশ হয়ে যাওয়া । 

*(আল্লামা ইমাম হায়াত এর বক্তব্য থেকে সংকলিত) । 
বিশ্ব সুন্নী আন্দোলন ও 
বিশ্ব ইনসানিয়াত বিপ্লব।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ