Ticker

6/recent/ticker-posts

*Allama Imam Hayat* ছাড়া জীবন ও ঈমান রক্ষার দিশা কর্মসূচী দুনিয়ার কোথাও নাই! চ্যালেন্ঞ্জ



🔴চ্যালেন্ঞ্জ‼️
*Allama Imam Hayat* ছাড়া জীবন ও ঈমান রক্ষার দিশা কর্মসূচী দুনিয়ার কোথাও নাই! চ্যালেন্ঞ্জ।

#চলুন_ভাই, #আল্লামা_ইমাম_হায়াত এর নেতৃত্বে বাতিল -জালিম-অপশক্তিকে রুখে দিয়ে নিজেদের ঈমান -জীবন -দ্বীন-দেশ-গনতন্ত্র ও মানবতাকে বাঁচাই।
***********************

***********************************
*আল্লামা ইমাম হায়াত ছাড়া ঈমান নাই *
***********************************

*দয়াময় আল্লাহতাআলার নাম মোবারকে প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লামের প্রেম ও শানে উৎসর্গীকৃত হওয়ার শিক্ষা দিয়েছেন আল্লামা ইমাম হায়াত।

*সকল নবী-রাসূল আলাইহিমুস সালাম-প্রাণপ্রিয় আহলে বায়েত আলাইহিমুস সালামের গোলামিয়াতে মহামান্য খোলাফায়ে রাশেদীন-মকবুল সাহাবায়ে কেরাম-সত্যের ইমামবৃন্দ-শোহাদায়ে কেরাম ও জামে আউলিয়া কেরামের পথে থাকার শিক্ষা দিয়েছেন আল্লামা ইমাম হায়াত।

*প্রাণাধিক প্রিয়নবীর মধ্যেই দয়াময় আল্লাহতাআলা, প্রাণাধিক প্রিয়নবী দয়াময় আল্লাহতাআলার জাতে পাকের নূর, প্রাণাধিক প্রিয়নবী হাজির-নাজির, প্রাণাধিক প্রিয়নবী সকল হায়াতের উৎস, নবী-রাসূল আলাইহিমুস সালাম ও আহলে বায়েত আলাইহিমুস সালামগন মাসুম, প্রাণাধিক প্রিয়নবীর প্রত্যক্ষ নূর আহলে বায়েত আলাইহিমুস সালাম, মহামান্য খোলাফায়ে রাশেদীন ৬ জন,
এভাবে সবদিকে ঈমানী আকিদা শিক্ষা দিয়েছেন আল্লামা ইমাম হায়াত।

*১২ ই রবিউল আউয়াল মহান ঈদে আজম, ১০ ই মহররম ঈমানী জাতীয় শহীদ দিবস, মহান ঈদে মেরাজুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, দরবারে আজম, মাওলায়ে আলা, ঈমামে আকবার, কেবলাভূমি আল আরব, তরিকতে জামেয়া-মাজহাবে জামেয়া ইত্যাদি শিক্ষা দিয়েছেন আল্লামা ইমাম হায়াত।

*সৌদি ওয়াবিবাদ গোত্রবাদ থেকে প্রাণপ্রিয় কেবলাভূমিক উদ্ধারের মিশন দান করেছেন কেবল আল্লামা ইমাম হায়াত।

*আহলে বায়েতের প্রেম ঈমান, উনাদের দুষমনি কুফুরি; আহলে সুন্নাতের মূল প্রাণের আহলে রাসূল শিক্ষা দিয়েছেন আল্লামা ইমাম হায়াত।

*ঈমানের মূল প্রাণপ্রিয় আহলে বায়েতের দুষমন বাগী মোয়াবিয়া ও কাফের এজিদ ঈমান-ইসলাম-খেলাফতের দুষমন- আল্লাহতাআলার ক্রোধনিপতিত- গজবপ্রাপ্ত- লাআনতপ্রাপ্ত হিসেবে মিল্লাতকে শিক্ষা দিয়েছেন আল্লামা ইমাম হায়াত।

* ঈমান বিধ্বংসী-
ইসলাম ধর্মের নামে ওয়াবিবাদ-শিয়াবাদ-সালাফিবাদ- মওদুদিবাদ, ইসলাম ধর্ম ও অন্যান্য ধর্মের নামে অধর্ম উগ্রবাদ জঙ্গীবাদ সন্ত্রাসবাদ, নাস্তিক্যউদ্ভূত বস্তুবাদি মতবাদ, একক গোষ্ঠীর রাষ্ট্র মুলুকিয়ত ও মুলুকিয়তের দালাল.....এই ৫ টি বাতিল চিহ্নিতকরন এবং এ থেকে মুক্ত হওয়ার শিক্ষা দিয়েছেন আল্লামা ইমাম হায়াত।

*ইসলাম আত্মিক-আকিদা-আধ্যাত্মিত-মানবিক- রাজনৈতিক ভাই-বোন সবাইকে নিয়ে পূর্ণাঙ্গ শিক্ষা দিয়েছেন আল্লামা ইমাম হায়াত।

*ইসলামের নির্দেশিত মানবতার রাজনীতি-
সব মানুষের প্রতিনিধিত্বশীল কল্যানমূলক রাজনীতির শিক্ষা দিয়েছেন আল্লামা ইমাম হায়াত।

*মদীনার সনদের আলোকে ইসলামের নির্দেশিত রাষ্ট্রব্যবস্থা ও বিশ্ব ব্যবস্থা 'খেলাফতে ইনসানিয়াত(authority of life & state & world of universal humanity)' শিক্ষা দিয়েছেন আল্লামা ইমাম হায়াত।

*নির্যাতিত ফিলিস্তিন-সিরিয়াসহ সারা দুনিয়াব্যাপী মিল্লাত ও মানবতাকে রক্তের সাগর থেকে রক্ষার শিক্ষা দিয়েছেন আল্লামা ইমাম হায়াত।

*এভাবে ঈমানের শত শত বিষয় যা নিকট ইতিহাসে পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয়-মাদ্রাসা, স্কুল-কলেজ, পীর-আলেম, মুফতি-মুহাদ্দেস, দরবার-খানকা, শিক্ষক-দার্শনিক-গবেষক কেউ শিক্ষা দিতে পারে নি, যা ছাড়া ঈমান হয়না।

******************************************
*আল্লামা ইমাম হায়াত ছাড়া জীবনের দিশা নাই*
******************************************

*সকল বস্তুর উর্ধ্বে জীবন কেবল জীবনের স্রষ্টার নামে স্রষ্টার রেসালাতের আলোকে -জীবনের এই সত্যভিত্তিক আস্তিক্যবাদী প্রাকৃতিক শিক্ষা দিয়েছেন আল্লামা ইমাম হায়াত।

*মানবজীবনের সত্যভিত্তিক সংজ্ঞা-
মানবিক বৈশিষ্ট্য- গুনাবলী- মানবিক চেতনা-
মানব জাতীয়তা-
মানবিক সাম্য-মানবিক ভাতৃত্ব,
জীবনের আত্মমালিকানা ও দুনিয়ার সম্মিলিত মালিকানা-
মানবতার রাজনীতি-
মানবতার রাষ্ট্র-
মানবতার বিশ্বব্যবস্থা-
মানবতার অর্থনীতি-
বিশ্ব সরকার ***

*জীবনের স্রষ্টা প্রদত্ত দান প্রাকৃতিক এই দিশা তুলে ধরে শিক্ষা দিয়েছেন আল্লামা ইমাম হায়াত।

*একক ধর্মের নামে অধর্ম উগ্রবাদ জঙ্গিবাদের সাম্প্রদায়িক অপরাজনীতি ও বস্তুবাদি জাতিবাদি একক গোষ্ঠীবাদি অপরাজনীতির সন্ত্রাসবাদ থেকে মুক্তির উপায় সব ধর্মের সব মানুষের প্রতিনিধিত্বশীল কল্যানমূলক মানবতার রাজনীতি 'বিশ্ব ইনসানিয়াত বিপ্লব' তুলে ধরেছেন আল্লামা ইমাম হায়াত।

*ইসলাম ধর্মের নামে ইসলাম ধর্মের বিপরীত ওয়াবি রাষ্ট্র-শিয়া রাষ্ট্র-রাম রাষ্ট্র- বৌদ্ধ রাষ্ট্র- ইহুদী রাষ্ট্র- বস্তুবাদি জাতিবাদি রাষ্ট্র....ইত্যাদি খুন-জুলুমের রাষ্ট্র থেকে স্রষ্টা ও স্রষ্টার রাসূল প্রদত্ত সব মানুষের অধিকার-নিরাপত্ত- স্বাধীনতা- মর্যাদা-কল্যানভিত্তিক মানবতার রাষ্ট্রের রূপরেখা তুলে ধরেছেন শিক্ষা দিয়েছেন আল্লামা ইমাম হায়াত।

*জীবন বস্তুর উর্ধ্বে - রাষ্ট্র গোষ্ঠীর উর্ধ্বে, জীবন স্রষ্টার দান- মানবতার রাষ্ট্র প্রাণাধিক প্রিয়নবীর দান, রাষ্ট্র একক গোষ্ঠীর নয়, রাষ্ট্র ও সম্পদ সব মানুষের, সব মানুষ ভাই ভাই, মানবতার দুনিয়া চাই, ধর্ম ও মতপথ যার যার, রাষ্ট্র ও দুনিয়া সবার - এই সর্বজনীন মানবতার মুক্তির ঐতিহাসিক স্লোগান দান করেছেন আল্লামা ইমাম হায়াত।

*স্রষ্টা ও স্রষ্টার রাসূল প্রদত্ত মানবতার অর্থনীতি ও মানবতার রাষ্ট্র এবং মানবতার দুনিয়া 'খেলাফতে ইনসানিয়াত' এর শিক্ষা দিয়েছেন আল্লামা ইমাম হায়াত।

*দুনিয়াব্যাপী মিথ্যা-জুলুম-একক গোষ্ঠীর রাষ্ট্র থেকে, রক্তের সাগরে ভাসমান মানবতাকে উদ্ধার মুক্তির  দিশা শিক্ষা দিয়েছেন আল্লামা ইমাম হায়াত।
            
*এভাবে শত শত বিষয় তুলে ধরে জীবন-দেশ ও মানবতাকে রক্ষার দিশা দিয়েছেন দুনিয়ার বুকে একমাত্র আল্লামা ইমাম হায়াত। যা নিকট ইতিহাসে কোন দার্শনিক-গবেষক-রাষ্ট্রবিজ্ঞানী কেউ তুলে ধরতে পারে নি, যা ছাড়া জীবন হয়না।

★প্রমাণিত বাস্তব সত্য-
*আল্লামা ইমাম হায়াত মুসলিম মিল্লাত ও সমগ্র মানবতার মুক্তির ইমাম দিশারী।

*ঈমান বুঝা ও দ্বীন রক্ষার একমাত্র প্লাটফর্ম বিশ্ব সুন্নী আন্দোলন।

*জীবন বুঝা ও জীবনের দুনিয়া গড়ার একমাত্র বিশ্ববিদ্যালয় বিশ্ব ইনসানিয়াত বিপ্লব।

*আল্লামা ইমাম হায়াতের দিশা ব্যতীত ঈমান হবে না, ঈমান নিয়ে মউতও হবে না। বাতিল জালিম অপশক্তি মুলুকিয়তের কবল থেকে আত্মা জীবন ও জগতের মুক্তিও কস্মিনকালে আসবে না। চলুন মোরা আল্লামা ইমাম হায়াতের নেতৃত্বে বিশ্ব সুন্নী আন্দোলন (World sunni movement) ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব (World humanity revolution) এর মাধ্যমে  সর্ব বাতিলকে রুখে দিয়ে ঈমানিয়াত ইনসানিয়াত ও খেলাফতের বিজয় সুনিশ্চিত করি। সত্য ও মানবতার পরম আপন, মুসলিম মিল্লাত ও সমগ্র মানবতার মুক্তির ইমাম *আল্লামা ইমাম হায়াত* এর প্রতি কৃতজ্ঞতা ও সশ্রদ্ধ সালাম জানাচ্ছি।

********
আল্লামা ইমাম হায়াতের দিশার আলোকে লিখনী- #Raihan_Chowdhury_Sohag .


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ