Ticker

6/recent/ticker-posts

গণতন্ত্রকে ইসলাম ও খেলাফতের বিপরীত হিসেবে দেখানো ইসলামের ছদ্মনামধারি ইসলামের বিকৃতিকারি ইসলামের শত্রু সালাফি শিয়া ওহাবি খারেজি বাতিল ফেরকার একটি চালাকি ও ষড়যন্ত্র



গণতন্ত্র প্রচলিত অন্য যে কোনো পদ্ধতির চেয়ে ভালো কিন্তু  মানবতার মুক্তির পারফেক্ট উপায় নয়। গণতন্ত্রে প্রচলিত অন্য পদ্ধতির চেয়ে কিছুটা অধিকার ও জীবনের আংশিক স্বাধীনতা থাকলেও সব মানুষের অধিকার ও স্বাধীনতা থাকে না।

গণতন্ত্রের মধ্যেও একক গোষ্ঠীবাদি রাষ্ট্র হয়ে যায় ফলে সর্বজনীন মানবতা তথা সব মানুষের রাষ্ট্র থাকে না এবং সব মানুষের অধিকার স্বাধীনতা রাষ্ট্রীয় মালিকানা নিশ্চিত হয় না। সত্য ও মানবতার মূল সমস্যা এক গোষ্ঠীর রাষ্ট্র হওয়া থেকে গণতন্ত্র বাঁচাতে পারে না ।

খেলাফতে ইনসানিয়াত বা বস্তুর উর্ধে মানবসত্তার ভিত্তিতে মানবিক সাম্যের রূপরেখায় সর্বজনীন মানবতার রাষ্ট্র ও মুক্ত মানবতার অখণ্ড বিশ্বব্যবস্হা ছাড়া অন্য যে কোন সিস্টেমের চেয়ে গণতন্ত্র একমাত্র তুলনামূলক বৈধ ও আংশিক মানবিক পথ।

গণতন্ত্রের মধ্যে জীবনের  অনেক অপরিহার্য জরুরী  দিক আছে যা খেলাফত থেকেই এসেছে ও নেয়া হয়েছে। গণতন্ত্র খেলাফতের পরিপূরক- বিপরীত বা প্রতিবন্ধক নয়। নির্বাচিত সরকার, জবাবদিহিতা তথা জনগণের অধিকার সবকিছুই ইসলামের খেলাফতের ই মৌলিক বিষয় যা গণতন্ত্র তাত্ত্বিকভাবে ধারন করেছে যদিও বাস্তবে কার্যকর করতে পারে নি গণতন্ত্রের অন্তর্নিহিত ভিত্তি না থাকার কারণে, জীবনের এ ভিত্তি কেবলমাত্র কলেমার আলোকচেতনায় খেলাফতে ইনসানিয়াত ই দিতে পারে ।

গণতন্ত্রকে ইসলাম ও খেলাফতের বিপরীত হিসেবে দেখানো ইসলামের ছদ্মনামধারি ইসলামের বিকৃতিকারি ইসলামের শত্রু সালাফি শিয়া ওহাবি খারেজি বাতিল ফেরকার একটি চালাকি ও ষড়যন্ত্র। গণতন্ত্র বা জনমতের স্বাধীনতা থাকলে বাতিলরা কখনো অস্ত্র বা রাষ্ট্র ক্ষমতার বলে তাদের ভূয়া ইসলাম চাপিয়ে দিয়ে প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেয়া মানবাধিকারের আসল ইসলাম মুক্তির ইসলাম উৎখাত করতে পারবে না ।

গণতন্ত্রের নামে ধোকা আছে তেমনি খেলাফতের নামেও ধোকা বিকৃতি আছে। গণতন্ত্র না থাকলে কথা বলার অধিকার খেলাফত তুলে ধরার অধিকার বা সুযোগ থাকে না, গণতন্ত্রের ভালো দিকগুলো সবগুলোই প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেয়া ।

মুসলিম, ইহুদি, খৃস্টান, হিন্দু, বৌদ্ধ কোনো ধর্মের নামে অধর্ম উগ্রবাদিরা গণতন্ত্র পছন্দ করে না বরং উৎখাত করে ধর্মের ছদ্মনামে বা জাতীয়তাবাদের ভিত্তিতে একক গোষ্ঠীবাদি স্বৈরদস্যুতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করে । এক গোষ্ঠীবাদি স্বৈরদস্যুতন্ত্র মুলুকিয়ত গণতন্ত্র ও খেলাফতের মৃত্যু ।

গণতন্ত্রের বিপরীতে একনায়কতন্ত্র বা স্বৈরদস্যুতন্ত্রই কায়েম থাকে এমনকি খেলাফতের ছদ্মনামে ও গণতন্ত্রের মুখোশেও স্বৈরদস্যুতন্ত্র বা একক গোষ্ঠীবাদি মুলুকিয়ত কায়েম থাকে ।

গণতন্ত্রের কিছু দুর্বলতা ও ফাঁক এবং  অসম্পূর্ণতা  আছে যার কারনে পারফেক্ট নয় এবং ফলে একক গোষ্ঠীবাদি স্বৈরদস্যুতন্ত্র মুলুকিয়তের অপরাজনীতি রুদ্ধতা থেকে মানবতা ও রাষ্ট্র রক্ষা করতে পারে না ।

খেলাফতে ইনসানিয়াত (Authority of life & state & world of humanity)  ই জীবনের  একমাত্র রাজনীতি ও রাজনৈতিক রূপরেখা এবং রাষ্ট্র ও বিশ্ব ব্যবস্থার কাঠামো যা জীবনের আত্ম মালিকানা ও প্রতিটি মানুষের দুনিয়ার ও সব সম্পদের মালিকানা, সত্যের মুক্ত প্রবাহ ও সকল মানুষের অধিকার নিরাপত্তা স্বাধীনতা মর্যাদার কাঠামো ও ব্যবস্থা ।

#আল্লামা_ইমাম_হায়াত
(বস্তুর উর্ধ্বে মানবসত্তার প্রবক্তা এবং বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক)


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ