Ticker

6/recent/ticker-posts

মানবতার রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা -সৈয়দ আল্লামা ইমাম হায়াত

রাজনীতি এবং অপরাজনীতির পার্থক্য বুঝে নিন মানবতার রাজনীতি ইনসানিয়াত বিপ্লবে যোগ দিন।  
--------------------------------------------------------------------------


( ১) আপনি কি জানেন? রাজনীতির সাথে আমরা সব মানুষের জীবন-ধর্ম-জীবিকা ভালো-মন্দ সবকিছুই জড়িত?

(২) আপনি কি জানেন? জীবনের কল্যাণে ভালো রাজনীতি আর জীবন ধ্বংসাত্মক খারাপ রাজনীতির উৎস ও পার্থক্য?

 (৩) আপনি কি জানেন? প্রাকৃতিক শক্তির পর রাজনীতি ই জীবন ও দুনিয়ার প্রধান নিয়ন্ত্রক বিষয় এবং রাজনীতি ভালো ও মন্দ দুই রকমই আছে?

( ৪) আপনি কি জানেন? জীবন-দেশ-ধর্মের সকল সংকটের মূলে আছে সত্য ও মানবতাবিরুদ্ধ একক গোষ্ঠীবাদি স্বৈররাজনীতি?

(৫) আপনি কি জানেন? দয়াময় আল্লাহতাআলার করুণাধারা সত্য ও মানবতার মুক্তির উৎস প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়াসাল্লামের দেয়া সব মানুষের নিরাপত্তা-অধিকার-স্বাধীনতা ভিত্তিক মানবতার রাষ্ট্রের লক্ষ্যে সব মানুষের কল্যাণে সব মানুষের প্রতিনিধিত্বশীল মানবতার রাজনীতি ই রাষ্ট্র ও সব মানুষের সুরক্ষার একমাত্র রাজনীতি?

(৬) আপনি কি জানেন? একক ধর্মের নামে রাজনীতি-রাজনৈতিক দল ও রাষ্ট্র ধর্মের শিক্ষার বিপরীত ও ধর্মের নামে দলীয় মতবাদ চাপিয়ে দিয়ে ধর্ম ধ্বংস করার মারাত্মক ষড়যন্ত্র?

(৭) আপনি কি জানেন? সত্য ও মানবতার বিরুদ্ধে একক গোষ্ঠীবাদি স্বৈররাজনীতির দুইটা ধারা আছে, একটা একক ধর্মের নামে ধর্মের বিপরীত উগ্রবাদি জঙ্গিবাদি স্বৈররাজনীতি আর একটা মানবতাবিধ্বংসী একক বস্তুবাদি জাতীয়তাবাদি স্বৈররাজনীতি?

(৮) আপনি কি জানেন? দুনিয়ায় সত্য ও মানবতার ধারা উৎখাত হয়ে মিথ্যা জুলুমের ধারা কায়েম হওয়া, মানুষ সত্য ও মানবতার শত্রু অমানুষ হওয়া এবং দুনিয়ায় খুন-গুম-রাষ্ট্রীয় সন্ত্রাস-ধ্বংসযজ্ঞ-বাচ্যুতি-উৎখাত-হিংস্রতা-পাশবতা- সকল স্বৈরদস্যুতার প্রধান কারণ মানবতাবিধ্বংসী একক গোষ্ঠীবাদি দুই স্বৈররাজনীতি?

(৯) আপনি কি জানেন? ধর্মের নির্দেশিত একমাত্র রাজনীতি মানবতার রাজনীতি এবং জীবনের প্রাকৃতিক রাজনীতি একমাত্র মানবতার রাজনীতি যা অস্বীকার করলে সত্য ধর্ম ও জীবনই অস্বীকার হয়ে যায়?

(১০) আপনি কি জানেন? দল আর রাজনৈতিক দল এক বিষয় নয়? একক ধর্মের নামে ও একক মত পথ পেশার নামে দল হয় কিন্তু রাজনৈতিক দল হয়না? রাজনৈতিক দল হতে হলে সব মানুষের প্রতিনিধিত্বশীল হতে হয় এবং রাষ্ট্র সবার স্বীকার করতে হয়?

(১১) আপনি কি জানেন? প্রকৃত ধর্মের ধারক হলে এবং মানবিক মানুষ হলে অরাজনৈতিক হওয়া যায় না আবার মিথ্যার জুলুম স্বৈরদস্যুতার ধারক একক গোষ্ঠীবাদি স্বৈররাজনীতির অংশ হওয়া যায় না?

(১২) আপনি কি জানেন? অরাজনৈতিক হওয়া সত্য ও মানব জীবন অস্বীকার এবং মিথ্যা জুলুমের হাতে জীবন জগৎ ছেড়ে দেয়া আর মানবতাবিরুদ্ধ একক গোষ্ঠীবাদি স্বৈররাজনীতির সমর্থক হওয়া ঈমানবিরোধী ও খুন-গুম-অন্যায়-অবিচারের অংশ হয়ে যাওয়া?

(১৩) আপনি কি জানেন? বিশ্ব ইনসানিয়াত বিপ্লব ব্যতীত বর্তমান দুনিয়ায় সব রাজনৈতিক দলই মানবতাবিধ্বংসী দুই গোষ্ঠীবাদি স্বৈররাজনীতি ভিত্তিক? অর্থাৎ বর্তমান দুনিয়া সব রাজনৈতিক দল ই কোনো না কোনো ধর্মের নামে ধর্মের বিপরীত অধর্ম উগ্রবাদি সাম্প্রদায়িক হিংস্র স্বৈররাজনীতির দল অথবা সকল মিথ্যা অবিচারের উৎস বস্তুবাদি জাতীয়তাবাদি পাশবিক স্বৈররাজনীতি ভিত্তিক দল?

(১৪) আপনি কি জানেন? মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়ার লক্ষ্যে মানবতার রাজনীতির ভিত্তি দয়াময় স্রষ্টার ভালোবাসা ও স্রষ্টার আলো প্রাণাধিক প্রিয়নবীর ভালোবাসায় সব মানুষের ভালোবাসা-কল্যাণ-সুরক্ষায় দয়াময় স্রষ্টার ই এবাদত উপাসনা আরাধনা?

(১৫) আপনি কি জানেন? বাতিল জালিম গোষ্ঠীবাদি স্বৈররাজনীতির দলকে ভোট দিয়ে ঈমানদার দাবি বা স্রষ্টা ভিত্তিক কোনো মানবিক ধর্মের দাবি ও মানুষ দাবি মিথ্যা হয়ে যায়?

প্রিয় মানবিক ভাই বোন,

'আমরা যদি নিজেদের জীবন ও ধর্মকে ভালোবাসি, নিজেদের জীবনের নিরাপত্তা-অধিকার-স্বাধীনতা-মর্যাদা রক্ষা করতে চাই, নিজেদের সহায়-সম্পদ- সম্পদ-জীবিকা রক্ষা করতে চাই, চাই, গোষ্ঠীবাদি স্বৈররাজনীতির স্বৈরদস্যুতার ধ্বংসাত্মক জবরদখল থেকে জীবন-ধর্ম ও রাষ্ট্রকে রক্ষা করতে চাই, আমরা সব ধর্ম-মত-পথের সবু মানবিক ভাইবোন সবাইকে অবশ্যই মানবতার রাষ্ট্রের লক্ষ্যে মানবতার রাজনীতির ধারক হতে হবে এবং মানবতার রাজনীতির প্রতিষ্ঠাতা হিসেবে দুনিয়ায় মানবতার রাজনীতির একমাত্র সংগঠন বিশ্ব ইনসানিয়াত বিপ্লবে ঐক্যবদ্ধ হতে হবে।

প্রিয় মানবিক ভাই বোন, 'একক গোষ্ঠীবাদি মানবতাবিধ্বংসী খুনি সন্ত্রাসী স্বৈররাজনীতির প্রাদুর্ভাব ও আগ্রাসনে আমরা সব মানুষের জীবন-সবার ধর্ম-রাষ্ট্র-গণতন্ত্র-জীবনের নিরাপত্তা-স্বাধীনতা আজ চরম ধ্বংস ও জবরদখলের মুখে অস্তিত্ব বিপন্ন।

আসন্ন নির্বাচনে আমরা সব ধর্ম মত পথ আদর্শের সব মানবিক মানুষের মানবিক রাজনীতির সংগঠন ইনসানিয়াত বিপ্লবে আপেল মার্কায় ভোট দিয়ে আমরা সব মানবিক মানুষ আমাদের সবার জীবন-ধর্ম- রাষ্ট্র বাঁচাতে হবে, নাহয় আমাদের সবার জীবন, ধর্ম ও রাষ্ট্র নিশ্চিত স্বৈরদস্যুতার জবরদখলে ধ্বংস হয়ে যাবে।

----আল্লামা ইমাম হায়াত
(মানবতার রাজনীতির প্রবক্তা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা।)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ