Ticker

6/recent/ticker-posts

মুসলিম মিল্লাত সহ সমগ্র মানবতার জন্য "২৩ সেপ্টেম্বর আঁধার দিবস"

""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
মুসলিম মিল্লাত সহ সমগ্র মানবতার জন্য "২৩ সেপ্টেম্বর আঁধার দিবস"
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""


প্রিয় ছুন্নী ভাইও ও বোনেরা আমরা  কি জানি মুসলিম মিল্লাতের আঁধার  দিবসের মাস চলে এসেছে।

এই মাসে মুসলিম মিল্লাত অনেক কিছু হারিয়ে ফেলেছে যা এখনো পূর্ণ উদ্ধার করা হয়নি।

মুসলিম মিল্লাত হারিয়েছে প্রানের ভূমি মদিনা,হারিয়েছে বাক স্বাধীনতা, হারিয়েছে কেবলা ভূমি আল আরব।

মুসলিম মিল্লাতের মহান সাহাবী কেরামদের রওজা শরীফ এই মাসে ভেংগে দিয়ে ছিল।

এই মাসে মুসলিম মিল্লাত হারিয়েছে পৃত্যক মুসলিম তথা ছুন্নী ভাই ও বোনদের।

এই মাস মুসলিম মিল্লাতের বেদনার মাস,কষ্টের মাস,মহান সাহাবায়ে কেরাম দের রওজা শরীফ ভাংগার বদলা নেওয়ার এবং ছুন্নী ভাই বোনদের হত্যার প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করে গর্জিয়ে ওঠার মাস।

এই মাস গোত্র বাদ এবং সর্ব বাতেল এর বিরুদ্দে আপসহীন সংগ্রাম করার শপথ নেওয়ার মাস।

তাই আসুন ২৩ সেপ্টেম্বর মুসলিম মিল্লাত এর আঁধার দিবস পালন করে কেবলা ভূমি আল আরব উদ্ধার করে প্রিয়নবীর রওজা মোবারক বাতেলদের থেকে উদ্ধার করে রাষ্ট্রে বিশ্বে সত্য সুবিচার মানবতার ইনসানিয়াত কায়েম করি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ