ফেরেস্তাদের সর্দার হজরত জিব্রাইল আলাইহিস সালাম, ইবলিস ছিল না -"আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমা"


ফেরেস্তাদের সর্দার হজরত জিব্রাইল আলাইহিস সালাম, ইবলিস ছিল না। ইবলীস ছিল জীনদের প্রধান (কানা মিনাল জিন্নে- كَانَ مِنَ الۡجِنِّ- সুরা কাহাফ-আয়াত ৫০) এবং সে পূর্ব থেকেই “ওয়া কানা মিনাল কাফেরীন-وَكَانَ مِنَ الْكَافِرِينَ -সুরা বাকারা, আয়াত শরীফ ৩২”।

ওয়াবী সালাফি শিয়া খারেজি ইত্যাদি বাতিল ফেরকার মত  বাহ্যিক আমল দেখালেও তার আত্মা আঁধার ও নাপাক ছিল অর্থাৎ ভিতরে ছিল নবী বিদ্বেষ ও নফসানিয়াত, ফলে আল্লাহতাআলার ঠিকানা নবুওয়াত রেসালাত ভিত্তিক না হয়ে সরাসরি তাওহীদের অলীক সম্পর্ক দাবি করে ইবলিশে পরিণত হয়।

আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমা 
( ইসলামের মূল ধারা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রকৃত ধারার এ যুগের পূণরূজ্জীবনকারী এবং বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সাহাবী একটি বৈশিষ্ট্য, সাহাবী একটি চরিত্র, সাহাবী একটি আদর্শ, সাহাবী মানে উৎসর্গ, সাহাবী মানে সর্বোচ্চ বিশ্বস্ত! লেখক- আল্লামা ইমাম হায়াত এর দিশার আলোকে- আল্লামা মুফতি রেজাউল মোস্তফা কায়সার

প্রিয়নবীর সম্পর্কের চেয়ে জরুরী গুরুত্বপূর্ণ মূল্যবান অপরিহার্য্য অন্য কোন সম্পর্কই নয় -"আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমা"

(দলিল) নবী রাসূল আলাইহিস সাল্লাম গন সহ আল্লাহর ওলী গন চিরন্তন জীবিত ।