পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে প্রাণের ঈদে আজম মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।
মহান আল্লাহ তায়ালার পরম রহমত হিসেবে সমগ্র মানবমন্ডলী ও দোজাহানের সর্বকল্যাণ এবং মুক্তি সাধনায় দুনিয়ায় প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমনই ঈদে আজম।
#ওয়ার্ল্ড_সুন্নী_মুভমেন্ট ও #ওয়ার্ল্ড_হিউম্যানিটি_রেভুলুশন পটিয়া উপজেলা শাখার উদ্যোগে ২৫শে ই রবিউল আউয়াল শরীফ রোজ শনিবার (২২শে অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঐতিহাসিক পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে প্রাণের ঈদে আজম মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তফসিরুল কোরআনের মাশাহেদুল ঈমানের প্রণেতা ও পবিত্র বোখারী শরীফের ব্যাখ্যাগ্রন্থ তাফহিমুল বোখারী শরীফের প্রণেতা,#একুশে_পদক প্রাপ্ত,ওস্তাজুল ওলামা, শায়খুল হাদিস,ইমামে আহলে সুন্নাত,পীরে হাক্কানী,ওলীয়ে রাব্বানী হাফেজ #আল্লামা_সৈয়দ_সাইফুর_রহমান_নিজামী_শাহ সভাপতিত্ব ও দিক নির্দেশনামূলক মূল বক্তব্য রাখেন ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশনের প্রতিষ্ঠাতা #আল্লামা_ইমাম_হায়াত
✔ সমাবেশে সংগঠনের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত বক্তব্যে বলেন, দয়াময় আল্লাহ তায়ালা সর্বোচ্চ রহমত রূপে সমগ্র মানবমন্ডলীর জন্য সত্যের আলো ও মুক্তির উৎস এবং সকল গুন-জ্ঞান সকল কল্যাণের মূল হিসেবে দুনিয়ায় প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমন দয়াময় আল্লাহতাআলাকে পাওয়ার পরম শোকরিয়া সর্বোচ্চ ঈদ ঈদে আজম।
✔ তিনি আরো বলেন, দয়াময় স্রষ্টার মহান রাসুল ই সর্বসৃষ্টির জন্য স্রষ্টার আলো ও বন্ধন এবং সর্বোচ্চ অনুগ্রহ স্রষ্টার পক্ষ থেকে মহান রাসুল ই সমগ্র মানবমন্ডলীর জন্য সকল জ্ঞান-বিজ্ঞান,সকল গুন,সকল কল্যাণের উৎস। মহান রাসুলই জীবনের জ্ঞান ও মানবতার প্রাণ,সত্য ও মানবতার মহান রাসুলের দিশা ব্যতীত স্রষ্টার বন্ধন যেমন হয় না,তেমনি মহান রাসুলের দিশা ব্যতীত মানবিক অস্তিত্ব মানবজীবন, জীবনের রাষ্ট্র ও জীবনের দুনিয়াও হয় না। মহান রাসুলের দিশা ব্যতীত জীবন ও জগত মিথ্যা-অবিচার-শোষন-সন্ত্রাস-পাশবতা-দস্যুতা-স্বৈরতার শিকারে রুদ্ধ ও ধ্বংস হয়ে যায়।
সকল মানুষকে নিজের জীবনের সুরক্ষা-স্বাধীনতা-মর্যাদা ও কল্যাণের স্বার্থে অবশ্যই প্রিয় রাসুল কেন্দ্রীক হতে হবে। প্রিয় রাসুলের দেয়া মানবতার রাষ্ট্র ও মুক্ত জীবনের অখন্ড দুনিয়া খেলাফতে ইনসানিয়াত ছাড়া বিধ্বংস ও মৃত মানবতাকে বাঁচানোর কোন উপায় নেই। তিনি প্রাণাধিক প্রিয়নবী প্রদত্ত ঈমানী জীবন এবং মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়া খেলাফতে ইনসানিয়াত প্রতিষ্ঠার লক্ষ্যে সত্য ও মানবতার উৎস ঈদে আজম উদযাপন করার আহবান জানান।
<> সংগঠনের কেন্দ্রীয় নেতা আল্লামা মুফতি রেজাউল কাওসারের সঞ্চালনায় বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন এশিয়ান ইউনিভার্সিটির প্রফেসর ড. নুরুন্নবী এতে আরো বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব আল্লামা শেখ রায়হান রাহবার,কেন্দ্রীয় নেতা আল্লামা আরেফ সারতাজ, আল্লামা খাজা রাশেদ, আল্লামা হাফেজ ইলিয়াছ শাহ, আল্লামা শেখ নঈমুদ্দীন, আল্লামা এমদাদুল হক সাইফ, কামরুল ইসলাম নকিব সহ নেতৃবৃন্দ, শতাধিক সম্মানিত পীর মাশায়েখ ওলামায়ে কেরাম, চিন্তাবিদ, গবেষক, দার্শনিক, সাংবাদিক, শিক্ষাবিদবৃন্দ ও ব্যাপক সংখ্যক ধর্মপ্রাণ জনসাধারণ এতে অংশগ্রহন করেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks For You Comment