এ যুগে কলেমা- কোরআন- দ্বীন- খেলাফত- ইনসানিয়াত বুঝার অদ্বিতীয় অতুলনীয় ঐতিহাসিক প্রতিষ্ঠান আল্লামা ইমাম হায়াতের নির্দেশিত বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব ।
শিক্ষক ছাড়া বই থাকলেও শিক্ষা হয় না, ডাক্তার ছাড়া চিকিৎসা হয় না, কৃষক ছাড়া কৃষি হয় না, আইনজ্ঞ সাক্ষী বিচারক ছাড়া বিচার হয় না ।
এভাবে যিনি পবিত্র কলেমার দিশা ও মর্ম শিক্ষা দিতে পারেন এবং পবিত্র কলেমার বিপরীত ধারা থেকে উদ্ধারের দিশা দিতে পারেন তাঁকে ছাড়া কলেমা পড়া গেলেও বুঝা সম্ভব নয়।
যিনি পবিত্র কলেমার মর্মের ধারক তাঁকে ছাড়া পবিত্র কলেমা হয় না এ কথার অর্থ হলো যিনি কলেমার চেতনা ও শিক্ষার দিশারী তাঁর শিক্ষা ছাড়া কলেমা উচ্চারণ করেও কলেমার মর্ম লাভ হয় না।এজন্য কাদিয়ানি খারেজি সালাফি ইত্যাদি সবাই কলেমা উচ্চারণ করেও হকের সঠিক দিশা ও দিশারী না মানায় কলেমা পড়েও কলেমার বিপরীত।
এ যুগে কলেমার ঈমানগত, চেতনা, জাতীয়তা, সত্তা আত্মিক, মানবিক, রাজনৈতিক , রাষ্ট্রীয় ও বিশ্বব্যবস্থা সব দিক তুলে ধরেছেন ও সব স্তরে কলেমার বিপরীত ধারা তুলে ধরেছেন আল্লামা ইমাম হায়াত যা তাঁর দিশার আগে নিকট ইতিহাসে ব্যক্তিগত ভাবে কারো কাছে থাকলেও প্রাতিষ্ঠানিক ও সাংগঠনিক ভাবে ছিলোনা।
তাই এ যুগে কলেমা- কোরআন- দ্বীন- খেলাফত- ইনসানিয়াত বুঝার অদ্বিতীয় অতুলনীয় ঐতিহাসিক প্রতিষ্ঠান আল্লামা ইমাম হায়াতের নির্দেশিত বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব ।
আমি এখানে চ্যালেঞ্জ করছি পারলে দেখান যে এক শতাব্দীর ইতিহাসে কলেমার আকিদা চেতনা ও রাষ্ট্রীয় একটা দল ছিলো বা আছে যা কলেমার বিপরীত সত্তা- চেতনা- জাতীয়তা- রাষ্ট্রকাঠামো- বিশ্ব কাঠামো থেকে উদ্ধারের দিশা দিতে পেরেছে।
না পারেনি বরং কলেমা বলে বলেই আত্মিক রাজনৈতিক সব দিকে কলেমার বিপরীত ধারার মধ্যে মিল্লাত ও মানবমন্ডলীকে ডুবিয়ে দিয়ে কলেমার ধারা বিলুপ্ত করে জীবন ও জগতকে আঁধারে নিমজ্জিত করে দিয়েছে। যে ধ্বংসাত্মক আঁধার থেকে উদ্ধারের দিশা দিয়েছেন আল্লামা ইমাম হায়াত আলইহি রাহমা।
==================
আল্লামা আরেফ সারতাজ,
আল্লামা মুফতি রেজাউল কাওসার।
World sunni movement
বিশ্ব সুন্নী আন্দোলন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks For You Comment