ইনসানিয়াত বিপ্লবকে নিবন্ধন দিতে হাইকোর্টের রায় বহাল
ইনসানিয়াত বিপ্লবকে নিবন্ধন দিতে হাইকোর্টের রায় বহাল
নিজস্ব প্রতিবেদক:
আল্লামা ইমাম হায়াত এর ইনসানিয়াত বিপ্লবকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, তা বহাল রয়েছে।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের (ইসি) করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ আজ রোববার এ আদেশ দেন।
সুপ্রিম কোর্টের আজকের আদেশের ফলে রাজনৈতিক দল হিসেবে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের নিবন্ধন পেতে আইনি বাধা নেই বলে সংশ্লিষ্ট আইনজীবী জানিয়েছেন।
রাজনৈতিক দল হিসেবে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের নিবন্ধনের আবেদন ২০১৮ সালের জুলাই মাসে প্রত্যাখ্যান করে ইসি। এর বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মহাসচিব রেহান আফজাল রাহবার। রিটের চূড়ান্ত শুনানি নিয়ে ২০১৮ সালে এপ্রিল মাসে হাইকোর্ট রায় দেন।
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দল হিসেবে ইনসানিয়াত বিপ্লবকে অবিলম্বে নিবন্ধন দিতে ইসিকে নির্দেশ দেওয়া হয়।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইসি একই বছরের ডিসেম্বর মাসে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে, যা আজ খারিজ হলো।
আদালতে ইসির পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এডভোকেট ইয়াছিল আলী। ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মহাসচিব রেহান আফজাল রাহবারের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার সাঈদ রেজা।
আইনজীবী ব্যারিস্টার সাঈদ রেজা
বলেন, আল্লামা ইমাম হায়াত এর ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, তা বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট। ফলে রাজনৈতিক দল হিসেবে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের নিবন্ধন পেতে আইনি বাধা নেই।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks For You Comment