Ticker

6/recent/ticker-posts

ইনসানিয়াত বিপ্লবকে নিবন্ধন দেওয়ার রায় ঘোষণা করার উপলক্ষে UK/ যুক্তরাজ্য শাখায় শুকরিয়া ও সালাতু-সালাম অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশনকে সুপ্রীম কোর্ট ইনসানিয়াত বিপ্লবকে নিবন্ধন দেওয়ার রায় ঘোষণা করার উপলক্ষে UK/ যুক্তরাজ্য শাখায় শুকরিয়া ও সালাতু-সালাম অনুষ্ঠিত হয়।



সুপ্রীম কোর্টের আপিল ডিভিশনের মাননীয় বিচারক বাংলাদেশ নির্বাচন কমিশনকে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশকে নিবন্ধন দেওয়ার জন্য চূড়ান্তভাবে রায় দিয়েছেন।

এই রায়ের মাধ্যমে বিশ্বের বুকে এই প্রথম মানবতা ভিত্তিক একমাত্র রাজনৈতিক দল হিসেবে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব নিবন্ধন পেল।

এই উপলক্ষে UK/ যুক্তরাজ্য শাখায় শুকরিয়া ও সালাতু-সালাম অনুষ্ঠিত হয়।

অশেষ সালাতু সালাম ও শোকরিয়া দয়াময় আল্লাহতা'আলা প্রাণাধিক প্রিয়নবী রাহমাতাল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লাম এর শাহী দরবারে এবং অশেষ কৃতজ্ঞতা #আল্লামা_ইমাম_হায়াত এর কদমে।
World sunni movement
World humanity revolution

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ