সরাসরি ইসলামী রাষ্ট্র, ইসলামী হুকুমত, ধর্মরাষ্ট্র ইত্যাদি ঘোষণা করা ইসলামের জন্যই বিপদজনক -সৈয়দ আল্লামা ইমাম হায়াত



সরাসরি নাম দিয়ে ইসলামী রাষ্ট্র, ইসলামী হুকুমত, ধর্মরাষ্ট্র ইত্যাদি ঘোষণা করা ইসলামের জন্যই বিপদজনক। 

এতে ধর্মের নাম কুক্ষিগত হয়ে যায়, গোষ্ঠীর হাতে ছিনতাই হয়ে যায়, ক্ষমতার জোরে ধর্মের নামে ধর্মবিরূদ্ধ অপকর্ম চালিয়ে দেয়া হয়, এতে ধর্ম ও রাষ্ট্র উভয়ই সংকটগ্রস্ত হয়।
স্বাধীন মুক্ত জ্ঞানের ধর্ম প্রতিষ্ঠা হয় না। 

অনেক ক্ষেত্রে কতিপয় লোকের অত্যাচার, স্বৈরাচার, বর্বরতা ধর্মের লেবেল লাগিয়ে চালিয়ে দেয়া হয় রাষ্ট্র ক্ষমতার জোরে। ধর্ম রাষ্ট্রীয়ভাবে চাপিয়ে দেয়ার বিষয় নয়। শরিয়তের ব্যক্তিগত বিষয়াবলী রাষ্ট্রীয়ভাবে চাপিয়ে দেয়া, ব্যক্তিজীবনে শরীয়তের নামে সরকারী পুলিশি হস্তক্ষেপ শরীয়ত বিরোধী জঘন্য কাজ। 

শরীয়ত জ্ঞানগত উপলব্ধির মাধ্যমে হৃদয়ের তাকিদে স্বতস্ফুর্তভাবে হৃদয়ের ভালবাসায় পালনের বিষয়, না হয় কখনও টিকে থাকে না, স্থায়ী হয় না। 

দ্বীনের কেন্দ্র আত্মা ও জীবন, রাষ্ট্র বা আইন পুলিশ নয়। রাষ্ট্রীয় ভাবে যা চাপিয়ে দেয়া হয় তা কৃত্রিম ধর্ম, এতে ধর্মের উপর অত্যাচার হয়, ধর্ম বিকৃত হয়, ধর্মের বিরূদ্ধে মনস্তাত্ত্বিক তিক্ততা বিরূপতা দূরত্ব তৈরী হয়।

ধর্মের সাবলীল গতি রূদ্ধ হয়। সত্যধর্ম জীবনের প্রাকৃতিক বিষয়, সরকারী আদেশ বা চাকুরী নয়, শাসনদন্ড নয়।
===========
- ইমাম হায়াত
প্রবর্তকঃ বিশ্ব ইনসানিয়াত বিপ্লব।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সাহাবী একটি বৈশিষ্ট্য, সাহাবী একটি চরিত্র, সাহাবী একটি আদর্শ, সাহাবী মানে উৎসর্গ, সাহাবী মানে সর্বোচ্চ বিশ্বস্ত! লেখক- আল্লামা ইমাম হায়াত এর দিশার আলোকে- আল্লামা মুফতি রেজাউল মোস্তফা কায়সার

প্রিয়নবীর সম্পর্কের চেয়ে জরুরী গুরুত্বপূর্ণ মূল্যবান অপরিহার্য্য অন্য কোন সম্পর্কই নয় -"আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমা"

(দলিল) নবী রাসূল আলাইহিস সাল্লাম গন সহ আল্লাহর ওলী গন চিরন্তন জীবিত ।