ইসলামের নামে রাষ্ট্র ইসলামের শিক্ষা নয়, মানবতার রাষ্ট্র ই ইসলামের নির্দেশিত রাষ্ট্র -ইমাম হায়াত



💞 ইসলামের নামে রাষ্ট্র ইসলামের শিক্ষা নয়, মানবতার রাষ্ট্র ই ইসলামের নির্দেশিত রাষ্ট্র।💞
********************************

* লা ইকরাহা ফীদ্দীন।*
"ইসলামে জবরদস্তি নাই" 
(সুরা বাকারা আয়াত শরীফ 256)।

আয়াত শরীফে আল্লাহ তাআলার নির্দেশ- 
বলপূর্বক ইসলামের কোনো কিছু চাপিয়ে দিওনা। 
ইসলাম চাপিয়ে দেয়ার দ্বীন নয়। 
ইসলামকে চাপিয়ে দেয়ার দ্বীনে পরিণত করিওনা। 
রাষ্ট্র বা ব্যক্তিজীবন কারো উপর বলপূর্বক ইসলাম চাপিয়ে দেয়া নিষিদ্ধ করা হয়েছে এই আয়াত শরীফে, কারণ প্রকৃত ইসলাম সত্য এবং ইসলাম সবাইকে স্বাধীনতা দান করেছে।
সত্য চাপমুক্ত পরিবেশে স্বাধীন হৃদয়ের জ্ঞানগত উপলব্ধির বিষয়, সত্য জবরদস্তি মানতে বাধ্য করার বিষয় নয়। 
ইসলামের নামে রাষ্ট্র ঘোষণাও ইসলামের নীতিবিরুদ্ধ। ইসলামী রাষ্ট্র ঘোষণা করে ইসলামের নাম সবার উপর রাষ্ট্রের উপর চাপিয়ে দেয়া ইসলামের আদর্শ নয়। 

ইসলামী রাষ্ট্র ঘোষণা করলেই ইসলাম কায়েম হয় না বরং ইসলামের নীতিআদর্শ লংঘন হয়। ইসলামের নামে রাষ্ট্র ঘোষণায় ইসলামের পবিত্র নামের অপব্যবহার হয় এবং ইসলামের নামে ক্ষমতাসীন গোষ্ঠীর মতবাদ কায়েম হয়ে আসল ইসলাম স্বাধীন ইসলাম জ্ঞানের ইসলাম বিলুপ্ত হয়।

ইসলামের নামে জবরদস্তি, ইসলামের নামের অপব্যবহার, ইসলামের নামে ধোকা, ইসলামের নামে হীন স্বার্থ চরিতার্থ, ইসলামের নামে ভয়ভীতি আতংক স্বৈরতা কায়েম, 
ইসলামের নামে কেউ নিজেই ইসলামের কর্তৃত্ব ছিনতাই- ইসলামের নামে জীবনের স্বাধীনতা হরন, ইসলামের নামে বিকৃতি অপব্যাখ্যা  উগ্রবাদ ও  ক্ষমতার অপব্যবহার নিষিদ্ধ করে এই আলোকময় মহান আয়াত শরীফ কোরআনুল করীমে স্বয়ং আল্লাহতাআলা কর্তৃক নির্দেশিত ইসলামের নীতি  ভিত্তিক আদেশ। এই আয়াত শরীফ ইসলামের সুরক্ষা এবং জীবনের সুরক্ষা। 

আল্লাহ তাআলা ও তাঁর রাসুল  সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম বা ইসলামের কোনো আইন বিধান শরিয়ত কারো উপর চাপিয়ে দিতে বা কাউকে ইসলামের কোনো কিছু পালনে বাধ্য করতে নিষেধাজ্ঞা জারি করে সব মানুষের জন্য স্বাধীনভাবে সত্য উপলব্ধির সুযোগ দান করেছেন। 

ইসলামের শরিয়া শুধু মুসলিমদের জন্য প্রযোজ্য। 
তা ও বলপূর্বক বা জবরদস্তি নয়।
রাষ্ট্রে শুধু মুসলিম থাকে না। অমুসলিমদের জন্য মুসলিম শরিয়া প্রযোজ্য নয়। ইনসানিয়াত সবার জন্য প্রযোজ্য। 
রাষ্ট্রব্যবস্থার জন্য 
ইনসানিয়াত ই  শরিয়তের শিক্ষা। 
আর শরিয়ত নিয়েও ইসলামের নামে পরস্পর বিরোধী অনেক ধারা আছে।
মুসলিম দাবি করলেও সবার শরিয়ত এক নয়। 
ইসলামের নামে বহু ফেরকা আছে যাদের এক গ্রুপের কাছে যা ঈমান আরেক গ্রুপের কাছে তা শিরিক কুফর। 
ইসলামের আসল শরিয়া আর ইসলামের নামেই চালিয়ে দেয়া ওয়াবি সালাফি শিয়াবাদি শরিয়ত এক নয়, বিপরীত। তালেবান, আই এস, বোকো হারাম ইত্যাদি বাতিলের শরিয়ত আর ইসলামের শরিয়ত এক নয় বিপরীত, অথচ ইসলামের নামেই চালিয়ে দেয়া হচ্ছে। শুধু শরিয়ত নয় ইসলামের আসল ধারার ঈমানের সংজ্ঞা আর সালাফি ওয়াবি শিয়াবাদ মওদুদিবাদ ইত্যাদি ফেরকার ঈমানের সংজ্ঞাও এক নয় সম্পূর্ণ বিপরীত। 

কোরআনুল করীম ও হাদিস শরীফের ব্যাখ্যার প্রশ্নেও ইসলামের শান্তিময় মানবিক গণতান্ত্রিক সর্বকল্যাণময় আসল ধারা ঈমানী ধারার ব্যাখ্যা আর সালাফি ওয়াবি শিয়াবাদি মওদুদিবাদি ইত্যাদি বস্তুবাদি ধারার ব্যাখ্যা এক নয় ভিন্ন। 

ইসলামের দাবি করলেও সব ধারা ইসলাম নয়। শরিয়তের নামে বিভিন্ন ধারার সব ধারা আসল শরিয়ত নয় শরিয়তের নামে শরিয়তের বিপরীত ধোকা। 

তাই জবরদস্তি ক্ষমতাসীন গোষ্ঠীর শরিয়ত সবার উপর চাপিয়ে দেয়া ইসলামের বিপরীত হবে। 
কারন ক্ষমতাসীন গোষ্ঠীর আকিদা ও শরিয়ত ঈমানের বিপরীত ও ইসলামের বিপরীত বাতিল ধারাও হতে পারে যা ইসলামের প্রকৃত ধারার জন্য ধ্বংসাত্মাক। 
শরিয়ত যার যার ব্যক্তিগত ব্যাপার, 
রাষ্ট্র ব্যক্তিগত বা একক ধর্মের বিষয় নয় সব ধর্মের সব মত পথ আদর্শের সব মানুষের বিষয় রাষ্ট্র। রাষ্ট্র কেবল ই প্রাণাধিক প্রিয়নবীর দেয়া খেলাফতে ইনসানিয়াত ভিত্তিক হবে। 
রাষ্ট্রে সবাই যার যার বিশ্বাস আদর্শ নিয়ে স্বাধীন। 
শরিয়তের নামে শরিয়তের বিপরীত কুফর জুলুম মুলুকিয়ত চাপিয়ে দেয়ার হাজার বছরের হাজার দৃষ্টান্ত আছে। 
ঈমানের পর ইনসানিয়াত তথা জীবনের স্বাধীনতার চেয়ে বড় শরিয়ত আর কিছু নেই। যেখানে ইনসানিয়াত নাই সেখানে শরিয়ত নাই। ইনসানিয়াত সবাই কবুল করবে কারন জীবনের স্বাধীনতা ও যার যার বিশ্বাস আদর্শ নিয়ে সবাই চলতে চাইবে। 
শরিয়তের নামে কাউকে কারো দাসত্বে বন্দী করা বা শরিয়তের নামে কারো কিছু অন্য কারো উপর বা রাষ্ট্রের উপর চালিয়ে দেয়ার মুলুকিয়ত শরিয়তের বিপরীত তথা কলেমার চেতনার বিপরীত। কোনো ধর্মের নামে রাষ্ট্র করা অন্য সকল ধর্মের মানুষের উপর জুলুম এবং অন্য সকল ধর্মের উপর জুলুম। 

একক ধর্ম একক জাতীয়তাবাদ একক গোষ্ঠীর রাষ্ট্র অন্য সবার জীবন নাগরিকত্ব ও অন্য সবার ধর্ম ও মত পথ আদর্শ অস্বীকার ও উৎখাত যা ইসলামের নীতির বিপরীত। 
ইসলামের নির্দেশিত রাষ্ট্র একমাত্র প্রাণাধিক প্রিয়নবীর দেয়া সর্বজনীন অসাম্প্রদায়িক মানবতার রাষ্ট্র। 

ইসলাম বা শরিয়তি হুকুমতের নামে রাষ্ট্র ইসলামের নামে শরিয়তের নামে ধোকা ও ইসলামের বিরুদ্ধেই ধ্বংসাত্মাক ষড়যন্ত্র ।

ইসলামের নামে রাষ্ট্র ইসলামের স্বাধীনতা উৎখাত করে ক্ষমতাসীন গোষ্ঠীর স্বৈরদস্যুতান্ত্রিক মতবাদকে ইসলামের নামে চাপিয়ে দিয়ে আসল ইসলাম জবাই করার নামান্তর। 
ইসলামের নির্দেশিত একমাত্র রাজনীতি রাহমাতাল্লিল আলামীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া সব মানুষের কল্যাণও সব মানুষের ভালোবাসায় সব প্রতিনিধিত্বশীল ও সব মানুষের মানবিক স্বার্থের রক্ষক সর্বজনীন মানবতার রাজনীতি । 

💞- আল্লামা ইমাম হায়াত, 
ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউমিনিটি রেভুলুশন। 

#Allama_Imam_Hayat #World_humanity_revolution 💞

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সাহাবী একটি বৈশিষ্ট্য, সাহাবী একটি চরিত্র, সাহাবী একটি আদর্শ, সাহাবী মানে উৎসর্গ, সাহাবী মানে সর্বোচ্চ বিশ্বস্ত! লেখক- আল্লামা ইমাম হায়াত এর দিশার আলোকে- আল্লামা মুফতি রেজাউল মোস্তফা কায়সার

প্রিয়নবীর সম্পর্কের চেয়ে জরুরী গুরুত্বপূর্ণ মূল্যবান অপরিহার্য্য অন্য কোন সম্পর্কই নয় -"আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমা"

(দলিল) নবী রাসূল আলাইহিস সাল্লাম গন সহ আল্লাহর ওলী গন চিরন্তন জীবিত ।