প্রিয়নবীর মাধ্যমে আল্লাহতায়ালা নয়, প্রিয়নবীর মধ্যে ই আল্লাহতায়ালা -আল্লামা ইমাম হায়াত //Monoyara Tv

এতদিন ভাষা ছিলো প্রিয়নবীর মাধ্যমেই আল্লাহতাআলাকে পাওয়া যায়, যদিও অনেক ক্ষেত্রে লক্ষ্য উদ্দেশ্য সঠিক কিন্তু মর্মার্থ সঠিক ও যথার্থ নয়।


ইমাম হায়াত এটা সংশোধন করে শিক্ষা দিয়েছেন- প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মধ্যেই আল্লাহতাআলাকে পাওয়া যায়, সঠিক নিয়তে হৃদয় ও উদ্দেশ্য সঠিক হলেও এ দুই স্তরের উপলব্ধি ও চেতনার স্তরগত পার্থক্য আছে । 

মাধ্যমে আর মধ্যে এক কথা নয় স্তরগত সীমাহীন পার্থক্য ও ব্যবধান আছে। ইমাম হায়াতের দিশায় মাধ্যমে আর মধ্যে উপলব্ধি ও মাআরেফাতের পার্থক্য আছে যা শাণে রেসালাতের হাকীকত ও ঈমানী উপলব্ধির সাথে জড়িত । 

প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মধ্যেই আল্লাহতাআলাকে খুঁজতে হবে প্রাণপ্রিয় মহামহিম আহলে বায়েত ও মহামান্য খোলাফায়ে রাশেদীন ও মহান মকবুল সাহাবায়ে কেরাম রাদিআল্লাহু আনহুম এবং সত্যের ইমামবৃন্দ ও আওলিয়া কেরামের এক্তেদা অসিলার মাধ্যমে। 

ইমাম হায়াতের দিশা এই যে প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিছক মধ্যস্থ নন মূলকেন্দ্র-মূল মকসুদ-তাওহীদের ঠিকানা-ইলাহিয়াতের সম্পর্ক সংযোগের সর্বোচ্চ ও সর্বশেষ পরম কেন্দ্র জাতে ইলাহি তাআলার প্রত্যক্ষ নূর যার পরে যার উর্ধ্বে আর কিছু নেই যেখানে পৌঁছা ও যুক্ত হওয়ার পর সয়ং আল্লাহতাআলার সম্পর্ক হয়ে যায়। আলহামদু লিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা হাবীবাল্লাহ । 
লেখেছেন - "আল্লামা রায়হান রাহবার" ।

মহামান্য ইমাম -"আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমা" এর মূল্যবান আলোচনা টি শুনতে নিচে দেওয়া লিংক টি তে ক্লিক করেন -  https://www.youtube.com/watch?v=P5Pg3mXMo7U

আমাদের চ্যানেলের অন্য ভিডিও গুলা দেখতে আমাদের চ্যানেল টি ভিজিট করুন এবং আপনার জিমেল আইডি ধারা সাবস্ক্রাইব করুন - ধন্যবাদ । 

আমাদের চ্যানেলের লিংক - https://www.youtube.com/channel/UCOpry2ZP4K1HT6n6HCRwgxA?disable_polymer=true

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সাহাবী একটি বৈশিষ্ট্য, সাহাবী একটি চরিত্র, সাহাবী একটি আদর্শ, সাহাবী মানে উৎসর্গ, সাহাবী মানে সর্বোচ্চ বিশ্বস্ত! লেখক- আল্লামা ইমাম হায়াত এর দিশার আলোকে- আল্লামা মুফতি রেজাউল মোস্তফা কায়সার

প্রিয়নবীর সম্পর্কের চেয়ে জরুরী গুরুত্বপূর্ণ মূল্যবান অপরিহার্য্য অন্য কোন সম্পর্কই নয় -"আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমা"

(দলিল) নবী রাসূল আলাইহিস সাল্লাম গন সহ আল্লাহর ওলী গন চিরন্তন জীবিত ।