দ্বীন-মিল্লাত-মানবতার কাজে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন -"হাফেজ আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ"


আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা হাবীবাল্লাহ।

আজ সকাল ১০ টার ফ্লাইটে দ্বীন-মিল্লাত-মানবতার কাজে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন
আলোচনা করছেন যাকে মিশরের আল আজহার যাকে সম্বর্ধনা দিয়ে সন্মানিত করেছে এবং তাদের বোর্ডের বিচারক মনোনীত করে রেখেছেন, আল্লামা জালালুদ্দিন রহমতুল্লাহ আলাইহি এবং বায়তুল মোকাররমের খতীব সহ লক্ষ আলেমের যিনি ওস্তাদ, সাারা পৃথিবীর সিনিয়র আলেমগণ কোনো সমস্যায় পড়লে যার সাথে যোগাযোগ করেন, বাংলা ছাড়াও আরবী ফার্সি ইংরেজি উর্দু এই চার ভাষায় যিনি বক্তা ও লেখক, ষোলশহর জামেয়ার যিনি প্রথম শায়খুল হাদিস, আল্লামা গাজী শেরে বাঙলা যাঁকে বাহরুল উলুম বা এলমের সাগর ঘোষণা করেছিলেন, বাংলায় কোরআনুল করীম ও বোখারি শরীফের যিনি ই পূর্ণ ব্যাখ্যাগ্রন্থ প্রণেতা, দুনিয়ার সমস্ত ওলামা মাশায়েখ যাঁকে শ্রদ্ধা করেন- তিনি ই বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রধান উপদেষ্ঠা, তফসিরুল কোরআন মাশাহেদুল ঈমানের প্রণেতা ও পবিত্র বোখারী শরীফের ব্যাখ্যাগ্রন্থ তাফহিমুল বোখারী শরীফেরণে প্রনেতা, ওস্তাজুল ওলামা, শায়খুল হাদিস, ইমামে আহলে সুন্নাত, পীরে হাক্কানী, ওলীয়ে রাব্বানী- “হাফেজ আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ”।

দয়াময় আল্লাহতায়ালা এবং প্রাণাধিক প্রিয়নবীর দরবারে এ-ই ফরিয়াদ যে হুজুর কেবলা যেন সুস্থ শরীরে আমাদের মাঝে ফিরে আসেন। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সাহাবী একটি বৈশিষ্ট্য, সাহাবী একটি চরিত্র, সাহাবী একটি আদর্শ, সাহাবী মানে উৎসর্গ, সাহাবী মানে সর্বোচ্চ বিশ্বস্ত! লেখক- আল্লামা ইমাম হায়াত এর দিশার আলোকে- আল্লামা মুফতি রেজাউল মোস্তফা কায়সার

প্রিয়নবীর সম্পর্কের চেয়ে জরুরী গুরুত্বপূর্ণ মূল্যবান অপরিহার্য্য অন্য কোন সম্পর্কই নয় -"আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমা"

(দলিল) নবী রাসূল আলাইহিস সাল্লাম গন সহ আল্লাহর ওলী গন চিরন্তন জীবিত ।