প্রাণাধিক প্রিয়নবী ই ঈমান, এলেম, নাজাত ও দয়াময় আল্লাহতাআলার সকল রহমতের উৎস -সৈয়দ আল্লামা ইমাম হায়াত



প্রাণাধিক প্রিয়নবী ই ঈমান, এলেম, নাজাত ও দয়াময় আল্লাহতাআলার সকল রহমতের উৎস

=============


হযরত আবু হুরাইয়া রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লাম এরশাদ করেছেন-


لَنْ يُنَجِّيَ أحَدًا مِنكُم عَمَلُهُ

“ লান ইউনাজজিয়া আহাদাম মিনকুম আমালুহু”

“তোমাদের কাহাকেও তার আমল কখনো নাজাত দিতে পারবে না”

(বুখারী শরীফ, হাদিস শরীফ নং- ৬৪৬৩, মিশকাত শরীফ, হাদিস শরীফ নং- ২৩৭১।)


হজরত জাবের রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লামকে এরশাদ করেছেন-


لا يُدْخِلُ أحَدًا مِنْكُمْ عَمَلُهُ الجَنَّةَ، وَلا يُجِيرُهُ مِنَ النَّارِ، وَلا أنَا إلَّا بِرَحْمَةِ اللهِ

“লা ইয়ুদখিলা আহাদাম মিনকুম আমালুহুল জান্নাতা,

ওয়ালা ইয়ুজিরুহু মিনান্নারি, ওয়ালা আনা ইল্লা বিরাহমাতিল্লিহি ”

“তোমাদের কাউকে তার আমল জান্নাতে পৌঁছাতে পারবে না এবং দোজখ থেকেও নাজাত দিতে পারবে না, একমাত্র আল্লাহতাআলার রহমত ব্যতীত”

(মুসলিম শরীফ, কিতাবু সিফাতিল ক্বিয়ামাহ, হাদিস শরীফ নং- ৬৯৮৮)


মহা তাৎপর্যপূর্ণ ও জীবনের মৌলিক দিশা এ মহান হাদিস শরীফ সমূহে প্রাণাধিক  প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লাম উম্মতদেরকে দয়াময় আল্লাহতাআলার প্রেমভিত্তিক ও দয়াময় আল্লাহতাআলার রহমত মূখী হয়ে গড়ে উঠার নির্দেশনা এবং নাজাতের বাস্তব পরিস্থিতি ও উপায় সম্পর্কে অবগতি দান করেছেন।


দয়াময় আল্লাহতাআলার রহমত মাগফেরাতই নাজাতের মূল উপায় এবং আল্লাহতাআলা তাঁর প্রিয়তম হাবীব প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লামকেই তাঁর পরম রহমত, অন্য সকল রহমতের উৎস ও সকল রহমত পাওয়ার মহাকেন্দ্র হিসেবে ঘোষনা করেছেন যেন সবাই তাঁর রহমতের সে মহান উৎস ও কেন্দ্রে যুক্ত হয়ে রহমতের ধারায় যুক্ত হতে পারে, ঈমান এলেম হিদায়াত নেয়ামত দারাজাত নাজাত সব রহমত লাভে দোজাহানে সৌভাগ্যবান হয়ে যেতে পারে।


আমল অবশ্যই করতে হবে ঈমান সহকারে সঠিক নিয়তে সঠিক পথে, কিন্তু ব্যক্তি জীবনের আমলকে নাজাতের জন্য যথেষ্ট বা নাজাতের মাপকাঠি মনে করা সঠিক নয়, ভ্রান্ত ধারণা। আবার নির্দেশিত আমল বাদ দেয়াও ক্ষতিকর ও গুনাহ।


দ্বীন মিল্লাতের বিপর্যয় সংকটে সত্য ও মানবতার বিরুদ্ধে যখন বাতিল জালিম অপশক্তির যুদ্ধ আগ্রাসন তখন ঈমানী দায়িত্ব থেকে দূরে থাকা মুনাফেকী বিশ্বাসঘাতকতা এবং বাতিল জালিমের সহায়তা।


মকবুল সাহাবায়ে কেরামের প্রতি নিঃশ্বাসই সত্য প্রতিষ্ঠা ও বাতিল উৎখাতের আমলে নিবেদিত ছিল। সর্বোপরি জীবনের সব দিক ও বিষয় ঈমানের আলোকে দ্বীনের ভিত্তিতে হতে হবে, না হয়ে জীবন কূফরীতে নিমজ্জিত হয়ে ধ্বংস হয়ে যাবে দোজাহানে।


আমলের মূলও হতে হবে প্রেম, দায়িত্ব, উৎসর্গতা ও নৈকট্য সাধনা এবং দ্বীন- মিল্লাত- মানবতার রক্ষা ও প্রতিষ্ঠা আর বাতিল জালিম অপশক্তির উৎখাত।


মকবুল আমল অবশ্যই রহমত লাভের অছিলা তবে তা কবুল হওয়ার জন্য ঈমান-সু নিয়ত-তাকওয়া-সৎগুণাবলী-অসৎ স্বভাব থেকে মুক্ত থাকা, হালাল জিন্দেগী ও মকবুল জীবন এবং সর্বোপরি শাফায়াতে মাওলা এবং দয়াময় আল্লাহতাআলার দয়াময় ইচ্ছা ও করুণার উপর নির্ভরশীল।


এ পবিত্র হাদিস শরীফ মানুষকে নিছক নিজের আমল ভিত্তিক ও নির্ভর না হয়ে দয়াময় আল্লাহতাআলার রহমত ভিত্তিক রহমত নির্ভর ও রহমত লাভের পথ খুজে নেয়ার ও সে রহমতের অনন্ত অসীম স্রোতধারায় মিশে যাওয়ার এবং একমাত্র সে রহমতের ধারায় এগিয়ে চলার অতীব গুরুত্ত্বপূর্ণ মহা জরুরী দিক নির্দেশনা দিয়েছে।


নাজাতের দিশারী এ মহান হাদিস শরীফ সুস্পষ্ট করেছে যে, মহান প্রিয়নবী হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লামের শাফায়াতই রহমত মাগফেরাত নাজাত লাভের জন্য দয়াময় আল্লাহতাআলার ঘোষিত সুসংবাদ।


আমরা মুমিনগণ সবাই আল্লাহতাআলার রহমত, কবুলিয়াত, মাগফেরাত ও নাজাতের ভিখারী এবং প্রাণাধিক প্রিয়নবীর রহমত শাফায়াত আপনত্ব নৈকট্যের প্রার্থী, কারণ আমরা আপন ও উৎসর্গীকৃত। 


আমলের ভিত্তিতে নাজাত সাব্যস্ত হলে আমাদের বিপদ অনিবার্য্য। আমরা রহমত মাগফেরাত নাজাত ও শাফায়াতের পূর্ণ আশা রাখি আমাদের আমলের ভিত্তিতে নয়, দয়াময় আল্লাহতাআলা ও তাঁর মহান হাবীব প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লামের দয়া ও প্রেমের অসীমত্বের নিরিখে ও ভিত্তিতে।


দয়াময় আল্লাহতাআলা ও তাঁর হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লাম বাতিল জালিম ব্যতীত সবার পরম আপন এবং দয়াময় আল্লাহতাআলা ও তাঁর হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লামের দয়াও অসীম, যা থেকে প্রাণাধিক প্রিয়নবীর আপনদের নিরাশ না হতে বলেছেন দয়াময় আল্লাহতাআলা, “লা তাকনাতু মির রাহমাতিল্লাহ”, তবে শর্ত হলো প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লামের প্রেম ভিত্তিক হৃদয়ে দয়াময় আল্লাহতাআলার উদ্দেশ্য জীবন হওয়া।


- আল্লামা ইমাম হায়াত

World sunni movement

World humanity revolution

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সাহাবী একটি বৈশিষ্ট্য, সাহাবী একটি চরিত্র, সাহাবী একটি আদর্শ, সাহাবী মানে উৎসর্গ, সাহাবী মানে সর্বোচ্চ বিশ্বস্ত! লেখক- আল্লামা ইমাম হায়াত এর দিশার আলোকে- আল্লামা মুফতি রেজাউল মোস্তফা কায়সার

প্রিয়নবীর সম্পর্কের চেয়ে জরুরী গুরুত্বপূর্ণ মূল্যবান অপরিহার্য্য অন্য কোন সম্পর্কই নয় -"আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমা"

(দলিল) নবী রাসূল আলাইহিস সাল্লাম গন সহ আল্লাহর ওলী গন চিরন্তন জীবিত ।