গাদিরে খুম নিয়ে সৈয়দ আল্লামা ইমাম হায়াত এর গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা
গাদীরে খুম ও বাতিল কুফরি শিয়াবাদী দ্বীন ধ্বংসাত্মক চক্রান্ত উৎপাটন
=========================
তাওহীদ রেসালাতের উদ্দেশ্যে আকিদা আদর্শ সবকিছু নিয়ে হকের ধারক সবাইকে নিয়েই দ্বীন ও জীবন।
তবে সবকিছু পালনের পদ্ধতি এক নয়। বাতিলদের সব কিছুই অসৎ উদ্দেশ্যে হয়। বাতিলদের সব কিছুই হকের বিরুদ্ধে ষড়যন্ত্র।
গাদিরে খুমের দিশা ও নির্দেশনা এবং ইসলাম একাকার। তবে কেবল গাদিরে খুম ই একমাত্র বিষয় নয়।
গাদিরে খুমের মহান ঘোষণা ও হকের ধারা দ্বীন মিল্লাত একাকার, কিন্তু এ মহান ঘোষণার বিকৃতি ঘটিয়ে শিয়াবাদি বাতিলদের অপব্যাখ্যা ও ষড়যন্ত্র থেকেও দ্বীন মিল্লাত খেলাফতকে রক্ষা করতে হবে।
খারেজি ও মোয়াবিয়াবাদি মুলুকিয়তের ষড়যন্ত্র যেমন দ্বীন ধ্বংসাত্মক তেমনি শিয়াবাদি ষড়যন্ত্রও দ্বীন ধ্বংসাত্মক। এসব বাতিল ফেরকা ভালো বিষয়গুলোকে খারাপ উদ্দেশ্যে অপব্যবহার করে ধোকা দেয়।
দ্বীনের ইতিহাসের সব গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে ও সেসবের শিক্ষা ও নির্দেশনা মোতাবেক চলতে হবে।
গাদিরে খুমের মহান ঘোষণা আমাদের আলোকময় দিশা ও হিদায়াত কিন্তু এর মহান ঘোষণার অপব্যাখ্যা ধ্বংসাত্মক।
গাদিরে খুমে খেলাফতের ঘোষনা রাষ্ট্রীয় খেলাফত নয় রাষ্ট্রীয় খেলাফতের অসীম উর্ধে খেলাফতে রেসালাত ও খেলাফতে ইসলাম।
গাদিরে খুমের মহান ঘোষণ সমগ্র মিল্লাতের জন্য রহমত ও হিদায়াত কিন্তু এর আগের ও পরের সব ঘোষণা সব নির্দেশণা সব হিদায়াত নিয়েই ইসলাম তথা হকের ধারা।
আমরা সকল মুমিনগণ ইসলামের মূল ধারা আহলে সুন্নাতের কাছে খোলাফায়ে রাশেদীন কেবল একজন নন ছয় জন। সিদ্দিকে আকবার রাদিআল্লাহু আনহু, ফারুকে আজম রাদিআল্লাহু আনহু, ওসমান গণি রাদিআল্লাহু আনহু, মাওলায়ে আলা মাওলা আলী রাদিআল্লাহু আনহু, ইমামে আকবার ইমাম হাসান রাদিআল্লাহ আনহু, ইমামে আকবার ইমাম হুসাইন রাদিআল্লাহু আনহু।
ঈমান- ইসলাম- জীবনের মূল ও উদ্দেশ্য এবং আত্মার মূলপ্রেম একমাত্র আল্লাহতাআলা ও তাঁর নুর রাসুল হাবীব প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সকল সম্পর্ক ও প্রেম তাওহীদ রেসালাতের উদ্দেশ্যে তাওহীদ রেসালাত ভিত্তিক হতে হবে।
আমরা ইসলামের মূল ধারা আসল ধারা হকের ধারা কেবল কোনো একক খলিফা নয় খোলাফায়ে রাশেদীন ভিত্তিক, একক সাহাবি ভিত্তিক নয় সাহাবায়ে কেরামের জামায়াত ভিত্তিক, একক ইমাম একক অলী কেন্দ্রিক নয়, হকের সকল ইমাম ও জামিয়ে আওলিয়া কেরাম সবাইকে নিয়ে সবাইকে ভালোবেসে সবার আপন হয়ে হকের ধারার পথ চলা।
================
-সৈয়দ আল্লামা ইমাম হায়াত,
World sunni movement.
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks For You Comment