#প্রশ্ন: সৈয়দ আল্লামা ইমাম হায়াত কি চান? সবার প্রশ্নের উত্তর তুলে ধরেছেন -"আল্লামা শেখ রায়হান রাহবার"
সৈয়দ আল্লামা ইমাম হায়াত কি চান? ##প্রশ্ন: সৈয়দ আল্লামা ইমাম হায়াত কি চান? #উত্তর: ইমাম হায়াত চানঃ দুনিয়ার সব মানুষ সত্য পাক। সত্য পাওয়া বলতে উনার আকিদা ঈমান হলো - সত্যের উৎস প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রেমে উৎসর্গীকৃত হয়ে আল্লাহতাআলার হয়ে যাওয়া। ইমাম হায়াত চানঃ মিথ্যা তথা যা কিছু আল্লাহতাআলা ও তাঁর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বিচ্ছিন্ন করে ধ্বংস করে তা থেকে তথা সব বাতিল থেকে সব মানুষের আত্মা ও জীবন মুক্ত থাক। ইমাম হায়াত উপলব্ধি করেন যেঃ আল্লাহতাআলার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের না হতে পারা আত্মার মৃত্যু এবং স্বয়ং আল্লাহতাআলাকে হারিয়ে ফেলা, তিনি ঈমান হিসেবে আকিদা রাখেন যে - সবকিছুর উর্ধে আল্লাহতাআলার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রেমের বন্ধন ই আল্লাহতাআলার বন্ধন ও সম্পর্ক । ইমাম হায়াত চান: মিথ্যা ও জুলুমের উৎস বাতিল ফেরকা ও নাস্তিক্যউদ্ভূত বস্তুবাদি মতবাদ এবং বিভিন্ন ধর্মের নামে অধর্ম উগ্রবাদ থেকে মানুষ মুক্তি পাক এবং এই তিন বাতিলের কার্যকরী কাঠামো একক গোষ্ঠী বাদি স্বৈরদস্যুতন্ত্র মুলুকিয়ত বিলুপ্ত হয়ে মুক্ত জীবনের মু