ইসলাম ভাইবোন সবার এবং ভাইবোন সবাই না থাকলে সেটা ইসলামের পূর্ণাংগ ধারা হয় না -"সৈয়দ আল্লামা ইমাম হায়াত"
ইসলাম ভাইবোন সবার এবং ভাইবোন সবাই না থাকলে সেটা ইসলামের পূর্ণাংগ ধারা হয় না ===================== ঈমানী ভাই বোন সবাইকে নিয়ে ইসলামের কাজ করা আল্লাহতাআলা ও তাঁর হাবীব প্রাণাধিক প্রিয়নবী রাহমাতাল্লিল আলামীন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশ, তাই আমরা সব মুমিনকে নিয়ে কাজ করতে বাধ্য। ভাই বোন সবাইকে নিয়ে ইসলাম এবং ইসলামের পূর্ণাঙ্গতা তাই আমরা মা বোনদের বাদ দিয়ে ইসলামের পূর্ণাঙ্গতা ধ্বংস করতে পারি না। ভাই বোন সবার একই কলেমা এবং দ্বীন- মিল্লাত- খেলাফত ও মানবতার রক্ষায় সবার একই ঈমানী শপথ ও অঙ্গীকার, তাই আমরা কলেমার চেতনার ভিত্তিতে সবাইকে নিয়ে হকের প্রতিষ্ঠায় ও বাতিলের গ্রাস থেকে মুক্তির সংগ্রামে একসাথে ঈমানী কর্তব্য পালনে বাধ্য। ইসলামের মূল আদর্শ মহান মকবুল সাহাবায়ে কেরাম রাদিআল্লাহু আনহুম সবাই একসাথে দ্বীন- খেলাফত- ইনসানিয়াত প্রতিষ্ঠা করেছেন এবং বাতিলের মুলুকিয়ত উৎখাত করেছেন, তাই তাঁদের আদর্শের সংগঠন হিসেবে তথা ইসলামের মূল ধারার সংগঠন হিসেবে আমরাও ঈমানী ও মানবিক ভাই বোন সবাই দ্বীন- মিল্লাত- খেলাফতের দায়িত্বে বাধ্য। ইসলাম সম্পর্কে লিংগবাদি বস্তুবাদি আঁধার অজ্ঞতা ও ভ্রষ্টতা