পোস্টগুলি

2022 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

এ যুগে কলেমা- কোরআন- দ্বীন- খেলাফত- ইনসানিয়াত বুঝার অদ্বিতীয় অতুলনীয় ঐতিহাসিক প্রতিষ্ঠান আল্লামা ইমাম হায়াতের নির্দেশিত বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব ।

ছবি
শিক্ষক ছাড়া বই থাকলেও শিক্ষা হয় না, ডাক্তার ছাড়া চিকিৎসা হয় না, কৃষক ছাড়া কৃষি হয় না, আইনজ্ঞ সাক্ষী বিচারক ছাড়া বিচার হয় না ।  এভাবে যিনি পবিত্র কলেমার দিশা ও মর্ম শিক্ষা দিতে পারেন এবং পবিত্র কলেমার বিপরীত ধারা থেকে উদ্ধারের দিশা দিতে পারেন তাঁকে ছাড়া কলেমা পড়া গেলেও বুঝা সম্ভব নয়।   ‍যিনি পবিত্র কলেমার মর্মের ধারক তাঁকে ছাড়া পবিত্র কলেমা হয় না এ কথার অর্থ হলো যিনি কলেমার চেতনা ও শিক্ষার দিশারী তাঁর শিক্ষা ছাড়া কলেমা উচ্চারণ করেও কলেমার মর্ম লাভ হয় না।এজন্য কাদিয়ানি খারেজি সালাফি ইত্যাদি সবাই কলেমা উচ্চারণ করেও হকের সঠিক দিশা ও দিশারী না মানায় কলেমা পড়েও কলেমার বিপরীত। এ যুগে কলেমার ঈমানগত, চেতনা, জাতীয়তা, সত্তা আত্মিক, মানবিক, রাজনৈতিক , রাষ্ট্রীয় ও বিশ্বব্যবস্থা সব দিক তুলে ধরেছেন ও সব স্তরে কলেমার বিপরীত ধারা তুলে ধরেছেন আল্লামা ইমাম হায়াত যা তাঁর দিশার আগে নিকট ইতিহাসে ব্যক্তিগত ভাবে কারো কাছে থাকলেও প্রাতিষ্ঠানিক ও সাংগঠনিক ভাবে ছিলোনা। তাই এ যুগে কলেমা- কোরআন- দ্বীন- খেলাফত- ইনসানিয়াত বুঝার অদ্বিতীয় অতুলনীয় ঐতিহাসিক প্রতিষ্ঠান আল্লামা ইমাম হায়াতের নির্দেশিত বিশ্

পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে প্রাণের ঈদে আজম মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।

ছবি
মহান আল্লাহ তায়ালার পরম রহমত হিসেবে সমগ্র মানবমন্ডলী ও দোজাহানের সর্বকল্যাণ এবং মুক্তি সাধনায় দুনিয়ায় প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমনই ঈদে আজম। #ওয়ার্ল্ড_সুন্নী_মুভমেন্ট ও #ওয়ার্ল্ড_হিউম্যানিটি_রেভুলুশন পটিয়া উপজেলা শাখার উদ্যোগে ২৫শে ই রবিউল আউয়াল শরীফ রোজ শনিবার (২২শে অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঐতিহাসিক পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে  প্রাণের ঈদে আজম মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তফসিরুল কোরআনের মাশাহেদুল ঈমানের প্রণেতা ও পবিত্র বোখারী শরীফের ব্যাখ্যাগ্রন্থ তাফহিমুল বোখারী শরীফের প্রণেতা,#একুশে_পদক প্রাপ্ত,ওস্তাজুল ওলামা, শায়খুল হাদিস,ইমামে আহলে সুন্নাত,পীরে হাক্কানী,ওলীয়ে রাব্বানী হাফেজ #আল্লামা_সৈয়দ_সাইফুর_রহমান_নিজামী_শাহ সভাপতিত্ব ও দিক নির্দেশনামূলক মূল বক্তব্য রাখেন ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশনের প্রতিষ্ঠাতা #আল্লামা_ইমাম_হায়াত ✔ সমাবেশে সংগঠনের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত বক্তব্যে বলেন, দয়াময় আল্লাহ তায়ালা সর্বোচ্চ রহমত রূপে সমগ্র মানবমন্ডল

সাহাবী একটি বৈশিষ্ট্য, সাহাবী একটি চরিত্র, সাহাবী একটি আদর্শ, সাহাবী মানে উৎসর্গ, সাহাবী মানে সর্বোচ্চ বিশ্বস্ত! -"মুফতি আল্লামা রেজাউল কাওসার"।

ছবি
সাহাবী একটি বৈশিষ্ট্য, সাহাবী একটি চরিত্র, সাহাবী একটি আদর্শ, সাহাবী মানে উৎসর্গ, সাহাবী মানে সর্বোচ্চ বিশ্বস্ত! *************************************************** اصحابي كالنجوم بايهم اقتديتم اهتدينم অনুবাদঃ প্রিয়নবী ইরশাদ করেন, আমার সাহাবাগণ উজ্জলতর তারকার মত তাদের মধ্যে থেকে যে কোন একজনকে অনুসরণ করলে তোমরা হেদায়ত পেয়ে যাবে। (সুনানুদ দারি কুতুনী, মিশকাত শরীফ) সাহাবী একটি বৈশিষ্ট্য, সাহাবী একটি চরিত্র, সাহাবী একটি আদর্শ, সাহাবী মানে বিশ্বস্ত, সাহাবী মানে উৎসর্গ, সাহাবী ঈমানের পথে সর্বদা অটল থাকা এবং সর্ব কুফরির বিরুদ্ধে চির আপোষহীন এক মহা অবস্থানের নাম। সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য-চরিত্র-আদর্শ কেমন হয় সেটা নিচের তিনটি আয়াত শরীফ পেশ করা হলো- وَاعْلَمُوا أَنَّ فِيكُمْ رَسُولَ اللَّهِ ۚ لَوْ يُطِيعُكُمْ فِي كَثِيرٍ مِّنَ الْأَمْرِ لَعَنِتُّمْ وَلَٰكِنَّ اللَّهَ حَبَّبَ إِلَيْكُمُ الْإِيمَانَ وَزَيَّنَهُ فِي قُلُوبِكُمْ وَكَرَّهَ إِلَيْكُمُ الْكُفْرَ وَالْفُسُوقَ وَالْعِصْيَانَ ۚ أُولَٰئِكَ هُمُ الرَّاشِدُونَ অর্থঃ তোমরা জেনে রাখ তোমাদের মাঝে আল্লাহর রাসুল আছেন। তিনি যদি অনেক বিষয়ে তোমাদে

বর্ডারের পিছনের শক্তি হচ্ছে সত্য বিরোধী ও মানবতা বিরোধী অপশক্তির স্বৈরদস্যুতন্ত্র মুলুকিয়ত -সৈয়দ আল্লামা ইমাম হায়াত।

ছবি
দুনিয়ায় কোনো বর্ডার আল্লাহতাআলা ও তাঁর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেন নি, মানবজীবনে কোনো বর্ডার আল্লাহতাআলা ও তাঁর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেন নি, সত্য ও মানবতার কোনো সীমা বা ব্যারিকেড হতে পারে না,  বর্ডারের পিছনের শক্তি হচ্ছে সত্য বিরোধী ও মানবতা বিরোধী অপশক্তির স্বৈরদস্যুতন্ত্র মুলুকিয়ত, বর্ডার মিথ্যা ও জুলুমের সার্বভৌমত্বের রক্ষক কাঠামো, বর্ডার সত্য ও সম্পদ ও জ্ঞানের মুক্ত প্রবাহ রুদ্ধ করে জীবন ও জগত মিথ্যা অবিচার শোষণ নিপীড়ন পাশবতা বর্বরতার ধারক স্বৈরদস্যুতান্ত্রিক কাঠামো কায়েম রাখে,  বর্ডারের একপাড়ে মানুষ না খেয়ে মারা যাচ্ছে আরেক পাড়ে খাবার উপচে পড়ছে ফেলে দিচ্ছে ।  বর্ডারের কারনে মানবতা বিভক্ত ও পরস্পর শত্রু এমনকি বর্ডার পার হলে গুলি করে খুন করছে,  বর্ডার এখন  জীবনের উর্ধে, বর্ডার এখন সত্যের উর্ধে, বর্ডার পালার জন্য দুনিয়ায়  যে সামরিক বাজেট খুনের বাজেট তার দশ ভাগের এক ভাগ দরিদ্র দূরীকরণে ব্যয় হলে দুনিয়ার কোথাও একজন দরিদ্রও থাকবেন না, আসলে বর্ডারের কারনেই সুসম বন্টন ব্যবস্থা ধ্বংস হয়ে দুনিয়ার ভারসাম্য নষ্ট হয় এবং বৈষম্য ও দারিদ্র তৈরি হয়, সত্য ও মানবতার 

কাফের এজিদ বাহিনী নির্মম ভাবে শহিদ করেছে মাওলা আব্বাস ইবনে আলি রাদ্বীয়াল্লাহু তায়ালা আনহুকে

ছবি
ইমাম জয়নুল আবেদীন কে বন্দী অবস্থায় এক লোক জিজ্ঞেস করলো  “মাওলা! শুনলাম মাওলা হুসাইন নাকি শহীদ হয়ে গেছেন? ” ইমাম জবাব দিলেন “সত্য” এবার লোকটা কন্ঠস্বর নিচু করে জিজ্ঞেস করলো  “শুনলাম মা জয়নাবকে নাকি বেপর্দা বাজারে ঘুড়িয়েছে? ” ইমাম বললেন “সত্য”  এবার লোকটি জিজ্ঞেস করলো “মাওলা! আলি আকবরও নাকি শহীদ হয়ে গেছে!? ” ইমাম বললেন “সত্য”।  লোকটি এবার বললো “এতো কিছু হয়ে গেলো আব্বাস আপনাদের সাহায্য করেনি!? ”ইমাম বসেছিলেন, হাতে পায়ে বেড়ি। অনেক কস্টে উঠে দাঁড়ালেন, আবার বসে পড়লেন, কোন উত্তর দিলেন না। লোকটি ভাবলো ইমাম হয়তো তার প্রশ্ন শুনতে পারেননি। তাই সে আবার প্রশ্ন করলো  “মাওলা! আব্বাস আপনাদের সাহায্য করেননি”।  ইমাম আবার উঠে দাড়ান, আবার বসে পরেন। এভাবে নয়বার প্রশ্ন করলো নয়বারই মাওলা জয়নুল আবেদীন, উঠে দাড়ান।  এবার লোকটা বুঝলো যে ইমাম গাজী আব্বাসের নাম শুনে উঠে দাঁড়াচ্ছেন।  লোকটি বললো “মাওলা এই প্রশ্নের উত্তর পরে শুনবো আগে বলেন, আপনি তো এখন ইমাম? মাওলা বললেন “হ্যা”। লোকটি বললো “তাহলে আপনি আব্বাসের নাম শুনে এতোবার উঠে দাঁড়ালেন কেন? ” ইমাম মওলা জয়নুল আবেদীন বললেন “আল্লাহর কসম! আল্লাহ্‌ যদি তোমাকে কেয়ামত পর্

আল্লামা ইমাম হায়াত কে বুঝার জন্য বিদ্বেষমুক্ত ও বুঝার ক্ষমতা সম্পন্ন হৃদয়ের প্রয়োজন -"আল্লামা শেখ রায়হান রাহবার"

ছবি
আল্লামা ইমাম হায়াত কে বুঝার জন্য বিদ্বেষমুক্ত ও  বুঝার ক্ষমতা সম্পন্ন হৃদয়ের প্রয়োজন। ================================== ইমাম হায়াত অর্থ- প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লামের প্রেমের আলোকে আত্মা জীবিতকারী, বাতিল ফেরকা ও নাস্তিক্যউদ্ভূত বস্তুবাদি মতবাদের আঁধার মূর্খতা থেকে আত্মা ও জীবনের উদ্ধারকারী, ইমাম হায়াত অর্থ- বস্তুবাদি মতবাদের চেতনা ও বস্তুবাদি জাতীয়তাবাদের বিষাক্ত ক্যানসার সংক্রমিত সম্বিত হারা মানবসত্তা পূণঃরূদ্ধারকারী ও বস্তুর উর্ধ্বে মানব জীবনের সংজ্ঞা পূণঃপ্রতিষ্ঠাকারী, ইমাম হায়াত অর্থ- বাতিল জালিম অপশক্তির স্বৈরদস্যুতন্ত্র মুলুকিয়তের গ্রাস থেকে কলেমা প্রদত্ত শাহাদাতে কারবালার আমানত দ্বীন জীবন খেলাফত ও মানবতার হারিয়ে যাওয়া খেলাফতে ইনসানিয়াত পূণঃপ্রতিষ্ঠাকারী, ইমাম হায়াত অর্থ- বহুবিদ বাতিল ও বাতিলের দালালদের গ্রাস থেকে ইসলামের মূল ধারা আহলে সুন্নাত তথা সুন্নীয়তের নির্ভেজাল বিশুদ্ধ ও পূর্ণাঙ্গ ধারার প্রাণপণ বিশ্বস্ত ধারা পূণঃরূদ্ধারকারী, ইমাম হায়াত অর্থ- কলেমার মর্মধারায় আত্মা ও জীবনের রূপরেখা এবং কলেমার দিকদর্শনে রাষ্ট্র ও বিশ্ব ব্যবস্থার রূপরেখার দি

বায়তুল মোকাররম মসজিদে ওয়াবি খতিব নিয়োগ বাতিলের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি সবিনয় আবেদন জানিয়ে বিশ্ব সুন্নী আন্দোলন এর ঢাকা প্রেসক্লাব প্রাঙ্গনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

ছবি
বায়তুল মোকাররম মসজিদে ওয়াবি খতিব নিয়োগ বাতিলের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি সবিনয় আবেদন জানিয়ে বিশ্ব সুন্নী আন্দোলন এর ঢাকা প্রেসক্লাব প্রাঙ্গনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। বায়তুল মোকাররম মসজিদে ওয়াবি খতিব নিয়োগ বাতিলের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি সবিনয় আবেদন জানিয়ে আজ   ঢাকা প্রেস ক্লাব প্রাঙ্গনে বিশ্ব সুন্নী আন্দোলন, ঢাকা মহানগর শাখার উদ্যোগে এক  বিরাট মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামের মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রকৃত ধারার এযুগে পুনরুজ্জীবনকারী এবং ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট এর প্রতিষ্ঠাতা ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভ্যুলুশন এর প্রবর্তক আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমার দিকনির্দেশনায় ও আল্লামা রায়হান রাহবারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, আল্লামা আবু আবরার চিস্তি, আল্লামা আহমদ শাহ মোর্শেদ, আওয়াল কাদেরী, শেখ হানিফ, মাঈনুল বারী, অধ্যাপক মারুফ উদ্দিন, অধ্যাপক মোকাররম হোসেন ও এডভোকেট মাঈনুদ্দিন টিটু। আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমা স্পষ্টভাবে স্মরণ করিয়ে দিয়ে বলেন, তাওহীদ রেসালাতের প্রেমের ভিত্তিতে প্রাণপ্রিয় আহলে বায়েতের এক্তেদায়

শির্কের সঠিক ব্যাখ্যা জানুন। শির্ক স্পষ্ট বিষয়, দূর্বোধ্য বা জটিল বিষয় নয়, অসৎ উদ্দেশ্যে ঈমানী বিষয়কে শির্ক বলে ধোকা দেয়া হচ্ছে -সৈয়দ আল্লামা ইমাম হায়াত।

ছবি
শির্কের সঠিক ব্যাখ্যা জানুন। শির্ক স্পষ্ট বিষয়, দূর্বোধ্য বা জটিল বিষয় নয়, অসৎ উদ্দেশ্যে ঈমানী বিষয়কে শির্ক বলে ধোকা দেয়া হচ্ছে। =================== বর্তমানে প্রকৃত ইসলামকে উৎখাত করে ঈমান বিণাশী বিভিন্ন বাতিল মতবাদ কায়েম করার জন্য ঈমানী বিষয়কেও শির্ক হিসেবে তুমুল অপপ্রচার চালিয়ে ভয়ংকর বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। ইসলামের প্রকৃতধারা আহলে সুন্নাত তথা কোরআনুল করীম ও মোবারক হাদিস শরীফ মোতাবেক শির্ক হচ্ছে- ০১) একমাত্র দয়াময় আল্লাহতাআলা ছাড়া আর কোন কিছুকে মা’আবুদ মনে করে তার এবাদত উপাসনা করা। وَاعۡبُدُوا اللّٰهَ وَلَا تُشۡرِكُوۡا بِهٖ شَيۡـئًـا (সুরা- নিসা, আয়াত শরীফ-৩৬), মনে রাখতে হবে মা’আবুদ মনে করে এবাদত আর মা’আবুদের রহমত সম্পর্ক নৈকট্য লাভের জন্য তাঁরই নির্ধারিত অসীলার তাজীম এক নয় বরং তা ও মা’আবুদেরই এবাদত। যেমনঃ আল্লাহতাআলা নাবিয়েনা আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য ফেরেশতা জীন সবাইকে নির্দেশ দিয়েছেন (সুরা বাকারাঃ৩৪) এবং নাবিয়েনা ইউসুফ আলাইহিস সালামকে তাঁর ভ্রাতৃবৃন্দ কর্তৃক সিজদার এমনকি স্বয়ং নাবিয়েনা ইয়াকুব আলাইহিছ সালাম কর্তৃক তাজীমী সিজদাহ আল্লাহতাআলা উল্লেখ করেছেন (সুরা ইউসুফঃ ১

মোয়াবিয়ার দালাল আহলে সুন্নাত নয়, আহলে কুফর খারেজি -সৈয়দ আল্লামা ইমাম হায়াত।

ছবি
মোয়াবিয়ার দালাল আহলে সুন্নাত নয়, আহলে কুফর খারেজি =====================================     হাদিস শরীফে হকের দুশমন বাগী খুনি মোনাফেক জাহান্নামের দল ঘোষিত মোয়াবিয়ার দালাল আহলে সুন্নাত নয়, আহলে কুফর খারেজি।  আহলে সুন্নাত ইসলামের চিরন্তন মূল ধারার এক নাম ,হুবুহু আহলে সুন্নাত ওয়াল জামায়াত এ নামে দল কমিটি সমিতি সভাপতি ইত্যাদি আহলে সুন্নাত বুঝতেই চরম অন্ধত্ব অক্ষমতা মারাত্মক মূর্খতা এবং আহলে সুন্নাত ওয়াল জামায়াতকে বিকৃত করা।  ইসলাম হুবহু এ নামে এ শব্দে যেমন কোনো দল সমিতি কমিটি ইত্যাদি হতে পারে না তেমনি হুবহু আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নামে কোনো দল সংগঠন হতে পারে না।  ঈমানী আকিদা তথা ইসলাম তথা আহলে সুন্নাতের দিকদর্শনে ভিন্ন নামে দল সংগঠন সমিতি কমিটি প্রতিষ্ঠান ইত্যাদি হতে পারে।  ইসলাম বা আহলে সুন্নাত দাবি করলেই তা সবসময় হয় না, এ নামে অনেক কুফরি প্রতারণা ও মূর্খতা বিকৃতি ভ্রষ্টতা এমনকি বিভিন্ন বাতিলের দালালি ও অনেক ভন্ডামী ব্যবসা আছে চলছে। ঈমানী আকিদার ভিত্তিতে আধ্যাত্মিক রাজনৈতিক সবদিকে ভাই বোন সবাইকে নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াত ইসলামের পূর্ণাঙ্গ ধারা।  অরাজনৈতিক ইসলাম যেমন নেই ত

ভাগ্য প্রক্রিয়া ও বরকতময় লাইলাতিম মোবারাকা -সৈয়দ আল্লামা ইমাম হায়াত।

ছবি
ভাগ্য প্রক্রিয়া ও বরকতময় লাইলাতিম মোবারাকা ************** ঈমানের বরাত - জীবনের বরাত - দুনিয়ার বরাত - কবরের বরাত - হাশরের বরাত - আখেরাতের বরাত - শান্তির বরাত - সৌভাগ্যের বরাত - মুক্তির বরাত -  দোজাহানের সব সৌন্দর্যের বরাত - আল্লাহকে পাওয়ার বরাত- প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ========= অনেক কিছু নিয়ে মানুষের জীবন। অনেক বিষয়ের সাথে সংযুক্ত এ জীবনের সাফল্য কিংবা ব্যর্থতা, সুপরিণতি কিংবা কুপরিণতি। কিছু স্থায়ী ও মৌলিক বিষয় যা অপরিহার্য এবং জীবনের চুড়ান্ত পরিণতি নির্ণয় করে আর কিছু অস্থায়ী বিষয় যা প্রয়োজনীয় তবে অস্থায়ীভাবে সুখ বা দুঃখ বা এ দুয়ের মিশ্রিত অবস্থা তৈরি করে। আর তাই ভাগ্যের অবস্থা ও স্বরূপ আছে। স্থায়ী বা চুড়ান্ত সৌভাগ্য বা দুর্ভাগ্য, অস্থায়ী বা চলমান সুখ-দুঃখ। জীবনসত্য বুঝতে পারা, সত্যের উৎসের সাথে সম্পৃক্ত হয়ে সত্যের আলোকে নিজেকে আলোকিত করতে পারা, জীবনের উদ্দেশ্য ও মর্ম উপলব্ধি করতে পারা, জীবন তথা সময়কে অর্থপূর্ণভাবে কাজে লাগাতে পারা, জীবনের যথার্থ দিশারী খুঁজে পাওয়া ও যথার্থ জীবন সাথী লাভ করতে পারা, জীবনের দায়িত্ব-কর্তব্য বোঝার লক্ষ্যে উপনিত হওয়ার জন্য জ্ঞান-য

আলোকময় মহান ঈদে মেরাজ শরীফ উপলক্ষে ২৬শে রজব রাষ্ট্রীয় ছুটি ঘোষনার দাবিতে বিশ্ব সুন্নী আন্দোলনের মাননবন্ধন।

ছবি
দয়াময় আল্লাহতাআলা স্থান কালের উর্ধ্বে মানব জ্ঞানের অতীত অচিন্তনীয় উর্ধ্ব জগতে তাঁর একান্ত সান্নিধ্যে ̈দূরত্ত্বহীন নৈকট্যে উপনীত করে তাঁর প্রিয়তম মহান রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সাক্ষাত দান মেরাজ শরীফ। দয়াময় আল্লাহতাআলা তাঁর মহান রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সাক্ষাত দানের মাধ্যমে সর্বসৃষ্টির উদ্দেশ্যে তাঁর প্রথম অতুলনীয় মহাপ্রকাশের চির গৌরবময় মহাউপলক্ষ পবিত্র ঈদে মেরাজ শরীফ। সত্য ও জীবনের উপলব্ধির জন্য অতিঅপরিহার্য মৌলিক বিষয় ঈদে মেরাজ শরীফের মহান তাৎপর্য তুলে ধরার লক্ষ্যে বিশ্ব সুন্নী আন্দোলনের উদ্যোগে রবি (২৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের প্রতিষ্ঠাতা ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশনের প্রবর্তক আল্লামা ইমাম হায়াত। এতে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম ও শিক্ষাবিদ। মহান মেরাজ শরীফ দয়াময় আল্লাহতাআলা সাথে আমাদের মহান প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মোবারক প্রত্যক্ষ সাক্ষাত উল্লেখ করে আল্লামা ইমাম হায়াত বলেন, মহান মেরাজ শরীফ প্রি

শিয়া কাকে বলে? শিয়াদের জঘন্য কুফরি আকিদা কি? শিয়াবাদ কিভাবে টিকে থাকে।

ছবি
শিয়া কাকে বলে? 👉শিয়াবাদ ইসলামের ছদ্মনামে একটি ভ্রষ্ট বাতিল ফেরকা। যারা ধোকা হিসেবে মাওলায়ে আলা হযরত আলী রাদ্বিআল্লাহ তায়ালা আনহুর নামে প্রতারনা করে মহামান্য খোলাফায়ে রাশেদীন রাদ্বিআল্লাহ তায়ালা আনহুর চরম বিরোধীতা করে তাদের শিয়া বলে। ইসলামের বিরুদ্ধে ইহুদীদের এক সুদুরপ্রসারী চক্রান্তের ফসল হচ্ছে এ দলটির আত্মপ্রকাশ । প্রাণপ্রিয় অাহলে বায়েতের মহব্বতের আড়ালে মাহামান্য খোলাফায়ে রাশেদীন ও মকবুল সাহাবায়ে কেরামে রাদ্বিআল্লাহ তায়ালা আনহুমের প্রতি জগন্য ও ঈমান বিধ্বংসী শক্রতা পোষণের মারাত্মক কুফরীর প্রবর্তক হচ্ছে শিয়া ফেরকার লোকেরা। এদের মধ্যে ২২ টি দল আছে । যাদের মৌলিক আক্বিদা এক যৎসামান্য পার্থক্য আছে । অনেকে মনে করেন মুসলমান ২ ধরনের সুন্নী ও শিয়া । মূলত শিয়ারা মুসলিম নয়। তা তাদের অসংখ্য কুফরী আক্বিদায় প্রমান করে। পবিত্র কলেমা শরীফ সম্পর্কে শিয়াদের কুফরী আক্বিদা : আমাদের ঈমান পবিত্র কলেমা এবং শিয়াদের উচ্চারিত আওয়াজ ভিন্ন ।অধিকাংশ ক্ষেত্রে বাতেল সালাফিদের মত কলেমা শরীফের তাওহীদের অংশটুকু উল্লেখ করে ঈমানের মূলকেন্দ্র রেসালতের অংশটুকু লেখা এবং বলায় উল্লেখ করে না । শিয়াদের

সৈয়দ আল্লামা ইমাম হায়াত হক, সুন্নী আন্দোলন হক, পেশাদার মোল্লা থেকে সাবধান হন -"অধ্যাপক মারুফ উদ্দীন"

ছবি
সৈয়দ আল্লামা ইমাম হায়াত হক, সুন্নী আন্দোলন হক =================================== এক ব্যবসায়ী মদের কারখানা দিল। লক্ষ লক্ষ মদের বোতল সেখান থেকে বিভিন্ন জায়গায় সাপ্লাই দেওয়া হয়। ঘটনা হল সেই ব্যবসায়ী মদের বোতলের গায়ে লিখে দিল হালাল মদ! নাউজুবিল্লাহ। তো অনেকেই সেই মদ খুশিতে গদগদ হয়ে পান করতে লাগল। কারণ, যেহেতু মদের বোতলের গায়ে হালাল লেখা আছে তাই তাদের মতে এই মদ পান করতে কোন অসুবিধা নাই। এসব দেখে একজন ব্যক্তি তাদের ভুল ধরিয়ে দিতে চাইলেন। তিনি তাদেরকে বুঝালেন মদের গায়ে হালাল লেখা থাকলেই তা হালাল হয়ে যায় না। ভেতরের জিনিস হারাম পানীয়, তাই এটা পান করা হারাম। অবস্থা বেগতিক দেখে মদ ব্যবসায়ী আম জনতাকে উষ্কে দিল। আওয়াজ একজন তুললেও সেটা একদিন সবাইকে সজাগ করে দিতে পারে এই আশঙ্কায় মদ ব্যবসায়ী ফন্দি আঁটল। সে তার ক্লায়েন্টদেরকে ডেকে বুঝাল যে ঐ ব্যক্তি হালালের বিরুদ্ধে, হালাল লেখা দেখেও তা পান করতে নিষেধ করছে, তাকে শেষ করে দেওয়া দরকার। মদের নেশায় বুদ জনতা লাঠিসোটা নিয়ে ভুল ধরিয়ে দিতে চাওয়া ব্যক্তিটাকে পিটিয়ে মেরেই ফেলল। মদ ব্যবসায়ী মহাখুশিতে তার মদ এবার কোটি কোটি বোতলে করে বেচতে লাগল। অনেক বছর পর মদ্যপ স

প্রাণাধিক প্রিয়নবী ই ঈমান, এলেম, নাজাত ও দয়াময় আল্লাহতাআলার সকল রহমতের উৎস -সৈয়দ আল্লামা ইমাম হায়াত

ছবি
প্রাণাধিক প্রিয়নবী ই ঈমান, এলেম, নাজাত ও দয়াময় আল্লাহতাআলার সকল রহমতের উৎস ============= হযরত আবু হুরাইয়া রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লাম এরশাদ করেছেন- لَنْ يُنَجِّيَ أحَدًا مِنكُم عَمَلُهُ “ লান ইউনাজজিয়া আহাদাম মিনকুম আমালুহু” “তোমাদের কাহাকেও তার আমল কখনো নাজাত দিতে পারবে না” (বুখারী শরীফ, হাদিস শরীফ নং- ৬৪৬৩, মিশকাত শরীফ, হাদিস শরীফ নং- ২৩৭১।) হজরত জাবের রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লামকে এরশাদ করেছেন- لا يُدْخِلُ أحَدًا مِنْكُمْ عَمَلُهُ الجَنَّةَ، وَلا يُجِيرُهُ مِنَ النَّارِ، وَلا أنَا إلَّا بِرَحْمَةِ اللهِ “লা ইয়ুদখিলা আহাদাম মিনকুম আমালুহুল জান্নাতা, ওয়ালা ইয়ুজিরুহু মিনান্নারি, ওয়ালা আনা ইল্লা বিরাহমাতিল্লিহি ” “তোমাদের কাউকে তার আমল জান্নাতে পৌঁছাতে পারবে না এবং দোজখ থেকেও নাজাত দিতে পারবে না, একমাত্র আল্লাহতাআলার রহমত ব্যতীত” (মুসলিম শরীফ, কিতাবু সিফাতিল ক্বিয়ামাহ, হাদিস শরীফ নং- ৬৯৮৮) মহা তাৎপর্যপূর্ণ ও জীবনের মৌলিক দিশা এ মহান হাদিস শরীফ সমূহে প্রাণাধিক  প