প্রাণের উর্ধে প্রাণাধিক প্রিয়নবীর প্রেম তথা ঈমান ছাড়া আত্মিক শুদ্ধি নেই, নেক আমল কেবল ঈমানী আত্মার উন্নতির জন্য।
প্রাণের উর্ধে প্রাণাধিক প্রিয়নবীর প্রেম তথা ঈমান ছাড়া আত্মিক শুদ্ধি নেই, নেক আমল কেবল ঈমানী আত্মার উন্নতির জন্য। ************************************ কোনো আমল আত্মিক শুদ্ধির উপায় মনে করা ঠিক নয়। ঈমান ই একমাত্র আত্মিক শুদ্ধির আসল বিষয়। ঈমানের পর আমল আত্মিক উন্নতির উপায় হয়। ঈমান ছাড়া যত আমল করুক আত্মা শুদ্ধ হবেনা। বাহ্যিক আমল বাতিলরাও করে কিন্তু তাদের আত্মা চির অশুদ্ধ চির অপবিত্র চির আঁধার চির কুফরি শয়তানি আত্মা। কুফরি আত্মা অশুদ্ধ নাপাক আত্মা। আল্লাহতাআলা বলেছেন, "কাদ আফলাহা মান জাক্কাহা, ওয়া কাদ খাবা মান দাচ্ছাহা" সে ই সফল যে আত্মা শুদ্ধ করেছে এবং সে ই ধ্বংস হয়েছে যার আত্মা কলুষিত। আত্মা শুদ্ধ হয় আলোকিত হয় পবিত্র হয় ঈমানের কলেমার মাধ্যমে যার মূল শর্ত সব বাতিলের কুফর থেকে পবিত্র হয়ে আল্লাহতাআলার উদ্দেশ্যে নুরে ইলাহী প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রাণের উর্ধে প্রেম আপনত্ব উৎসর্গীকৃত হৃদয়। আত্মা আলোকিত পবিত্র থাকার জন্য বস্তুর উর্ধে আল্লাহতাআলার নামে আত্মা হতে হয় যার মূল সংযোগ আল্লাহতাআলার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্