আপনি যদি মানুষ না হন মুমিন কিভাবে হবেন? -এডভোকেট মোকাররম হোসেন
বশরিয়ত বা সুরত বা বাহ্যিক অবয়বের নাম কিন্তু মানুষ নয়। একটা হচ্ছে অন্যান্য প্রাণীর মত প্রাণীগত পরিচয়ে মানুষ (হাইওয়ানসত্ত্বা) পরিচয় যা হিংস্র ও জৈবিক কার্যক্রম চালায়, আরেকটা হচ্ছে মানবিক মানুষ ( যে ইনসানিসত্ত্বায় বিশ্বাসী এবং যার ভিতর মানবিক গুণাবলী ও বিবেকবোধ আছে) দুটো কিন্তু এক নয়। সুরতে মানুষ কিন্তু মানুষ নয় বরং হিংস্র অমানুষ। যে চুরি, ডাকাতি, খুন, সন্ত্রাস, ধর্ষণ, অন্যায় জুলুম অন্যের ক্ষতি করে পাশবিক উল্লাস করে তাকে আপনি ইনসান বা মানুষ বলতে পারেন না যদি বলেন আপনার ইনসানিসত্ত্বা নিয়েও প্রশ্ন উঠবে। মানুষ হতে হয় প্রাণী হিসেবে জন্মালেই সে মানুষ নয়। একজন মানুষ অর্থাৎ যার ভিতর ইনসানিসত্ত্বা ও ইনসানি গুণাবলী আছে সে কখনো চুরি ডাকাতি খুন ধর্ষণ দস্যুতা অন্যায় জুলুম করতে পারেনা বা তাকে দিয়ে কখনো করা সম্ভব নয়। সে কখনো চুরি, ছিনতাই, জালিয়াতি, মালে ভেজাল মিশিয়ে অর্থ অর্জনকে উপার্জন মনে করতে পারেনা বরং এসবকে ঘৃণা ও অমানুষের কাজ মনেকরবে। সুতরাং বলা যায় যে নিছক জীবসত্ত্বা তথা বশরিয়তের উর্ধ্বে ইনসানসত্ত্বা যা অর্জন করার জন্য ইনসানি অজুদে বিশ্বাস ও ইনসানিয়াতে (ইনসানি চরিত্র, বৈশিষ্